ফ্রিল্যান্সিং ক্যারিয়ার | বাংলা আর্টিকেল লিখে আয় করুন

 

ফ্রিল্যান্সিং ক্যারিয়ার | বাংলা আর্টিকেল লিখে আয় করুন

আপনারা কি জানেন বাংলা আর্টিকেল লিখে আয় বা ক্যারিয়ার করা স্বপ্ন নয়, বাস্তবেই সম্ভব। তথ্য প্রযুক্তির যুগে প্রায় সব কাজই অনলাইন ভিত্তিক হয়ে থাকে আস্তে আস্তে তার অবদান বেড়ে চলেছে। ডিজিটাল মার্কেটিং এর জগতে এখন বাংলা অথবা ইংলিশ আর্টিকেল রাইটিং এর উপর সম্পূর্ণ নির্ভরশীল।


সুতরাং বলাই যায় যে বর্তমান অনলাইন ভিত্তিক মার্কেটিং এর যুগে একজন ভাল মানের বাংলা অথবা ইংলিশ আর্টিকেল রাইটার এর ফ্রিল্যান্সিং এ ব্যপক চাহিদা ও সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন : আর্টিকেল লেখার নিয়ম | আর্টিকেল লেখার ১৫টি টিপস

বর্তমান ডিজিটাল যুগে ক্যারিয়ার বলতে আমার এখনও সেই পুরোনো ধারনাকে আকড়ে ধরে আছি। যেমনঃ ডাক্তার, ইঞ্জিনিয়ার, এ্যাডভোকেট কিংবা বিসিএস ক্যাডার। এগুলোর যেকোন একটা না হতে পারলে, আমাদের লাইফটাই ব্যর্থ।


প্রযুক্তি পৃথিবীকে যেভাবে হাতের মুঠোয় নিয়ে যাচ্ছে , সেখানে আমরা প্রযুক্তিকে ব্যবহার করে, আমাদের যেকোন প্রতিভাকে কাজে লাগিয়ে প্রযুক্তির মাধ্যমে আমাদের ক্যারিয়ার গড়ে নিতে পারি খুব সহজে ।


যে মাধ্যম গুলা প্রযুক্তি গত ক্যারিয়ার হবে -  ইউটিউবার, ব্লোগার, ফ্রিল্যান্সার ,ওয়েব ডেভলপার, গ্রাফিক্স ডিজাইনার,  অ্যাফিলিয়েট মার্কেটার, আর্টিকেল রাইটার, কন্টেন্ট ক্রিয়েটর, মোশন ভিডিও ক্রিয়েটর ইত্যাদি। এই যুগে এসে আমাদের এটা থেকে বের হয়ে আসতে হবে আমি কিছু জানি না। আর আমাদের ধারণা থাকে জ্ঞানের সীমাবদ্ধ অন্ধকার চিন্তা থেকে বেরিয়ে আসা উচিত।

  • কীভাবে বাংলা আর্টিকেল লিখে আয় করবেন?
  • প্রথমেই আসুন কোন ওয়েবসাইটে লিখবেন?
  • কী পরিমান আয় করতে পারবেন?
  • কী কী বিষয়ের উপর লিখবেন?
  • বাংলা আর্টিকেল বা কন্টেন্ট রাইটিং গাইডলাইন
  • এসইও ফ্রেইন্ডলি কন্টেন্ট বা আর্টিকেলের গুরুত্ব
  • এসইও ফ্রেইন্ডলি আর্টিকেল রাইটিং টিপস
  • ভাল মানের  আর্টিকেল রাইটার এর করনীয়
  • বাংলা আর্টিকেল লিখে কি পরিমান আয় করবেন ?
  • কীভাবে বাংলা আর্টিকেলের জন্য ভিজিটর পাবেন?
  • রেজিস্ট্রেশনের জন্য নিচের ভিডিওটি সম্পূর্ন দেখুন

কীভাবে বাংলা আর্টিকেল লিখে আয় করবেন?

ভাবছেন বাংলা আর্টিকেল বাংলা আর্টিকেল হে ববন্ধুরা আর্টিকেল লিখে আয় তাও আবার বাংলা আর্টিকেল। হে বন্ধুরা আপনি  শিক্ষার্থী হন, পেশাজীবি, বেকার কিংবা গৃহিণী যেটাই হোন না কেন, আপনিই চাইলে আপনার কাজের পাশাপাশি বাংলা আর্টিকেল লিখার কাজ টি ফ্রীল্যান্সার হিসেবে বাংলা 

আর্টিকেল লিখে আয় করতে পারেন।

দেখেন আমরা কিন্তু যেখানে সেখান ভালো কিছু দেখলেই আমরা লিখা লিখি করে থাকি যেমন ফেসবুক youtube আর আমাদের অজান্তেই কনটেন্ট লিখার উদ্ভাস হয়ে যাই। এখন কাজ হলো ফেসবুকের এই লেখালেখির অভ্যাসটাকে একটু গঠনমূলক ভাবে আয়ত্ব করতে হবে যাতে আর্টিকেল শিখে অনলাইন আয় এর  মাধ্যম হিসাবে রুপান্তর করা যায়।


অর্থাৎ আপনার ফেসবুক পোস্টিং আবেগকে মুনাফা করে তোলেন, তবে কীভাবে? এখন আপনার প্রয়োজন শুধু  গঠনমূলক আর্টিকেল বিষয়ে জানা, যেমন- আপনার কিভালো লাগে সেটা সিলেক্ট করা।  আপনি কি নিয়ে লিখবেন, কেন লিখবেন, কীভাবে লিখবেন, কোন ওয়েবসাইটে লিখবেন এবং কি পরিমান আয় করতে পারবেন। সম্পূর্ণ রূপে বুঝে আর্টিকেল কিংবা বাংলা আর্টিকেল লিখ শুরু করেন 

প্রথমেই আসুন কোন ওয়েবসাইটে লিখবেন?

বাংলাদেশে অনেকগুলি ওয়েবসাইট রয়েছে যা বাংলা নিবন্ধগুলির জন্য নির্দিষ্ট বিষয়গুলিতে নিবন্ধ লেখার কাজ সরবরাহ করে। ওয়েবসাইটের নাম এবং লিঙ্কটি নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।


এই ওয়েবসাইটির ভালো দিক হলো আপনার লেখা তারা আপনার নামে, আপনার ছবি ও বায়োগ্রাফিসহ প্রকাশ করে থাকে। এতে আপনার কাজের অভিজ্ঞতা প্রকাশ পাই এবং আপনি একটা ভালো আর্টিকেল রাইটার সেটিও প্রকাশ পাই এবং পরবর্তী সময়ে আপনার আর্টিকেল লেখার কাজ পাওয়া সহজ হয়ে যাই।  এবং তারপর আবার লেখার জন্য আপনাকে সম্মানী প্রদান করবে। তবে এই ওয়েবসাইটের জন্য লেখা আর্টিকেল আবার অন্য ওয়েবসাইট এ পুনরায় প্রকাশ করতে পারেন না।

কী পরিমান আয় করতে পারবেন বাংলা আর্টিকেল লিখে ?

আপনি যদি ভালো কপি রাইট ছাড়া বাংলা আর্টিকেল লিখে এই ওয়েবসাইটের সম্মানীর পরিমান হলো ওয়ার্ড  ভিত্তিক। যেমন- “আমি বাংলা আর্টিকেল লিখে আয় করতে চাই” এখানে ৭টি শব্দ বা ওয়ার্ড রয়েছে। এরা প্রতি ৩০০-১০০০ ওয়ার্ডের আর্টিকেল এর জন্য একটি নির্দিষ্ট পরিমান পেমেন্ট দিয়ে থাকে।  তবে আপনি চাইলে অনায়াসেই ৩০০০ টাকা থেকে ১০০০০ টাকা বা তারও বেশি মাসে আয় করতে পারবেন।


তবে বন্ধুরা আপনি বাংলা আর্টিকেল লিখে কত টাকা পাবেন সেটা নির্ভর করে আপনি কত সুন্দর করে আর্টিকেল টি লিখেছেন সম্পূর্ণটাই নির্ভর করে আপনার লেখার উপর। আয়ের পরিমান আমরা জানলাম এখন প্রয়োজন হলো কোন বিষেয়র উপর লিখলে এই ওয়েবসাইটি আপনাকে পেমেন্ট করবে, লেখার জন্য কি কি বিষয়  জানা লাগবে, আর কিভাবে লিখবেন।

কী কী বিষয়ের উপর লিখবেন ? বাংলা আর্টিকেল

বন্ধুরা বাংলা আর্টিকেল লেখার জন্য কোন সীমাবদ্ধতা নেই। এখন দেখতে হবে আপনার আর্টিকেল লেখার আগ্রহ কোন দিকে। আপনি যত দিকে পারদর্শী হবেন ততবেশি আপনার জন্য ভালো। এটা আপনার ভালো লাগার ওপরে নির্ভর করবে।


এখন আসেন আপনি যদি বিনোদন প্রিয় হন তাহলে লিখতে পারেন বিনোদন নিয়ে বাংলা আর্টিকেল। যেমন- বর্তমান সময়ে সেরা ৫ জনপ্রিয় বলিউড অভিনেত্রী, বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া সেরা ৫ অভিনেতা, এভাবে বিভিন্ন তারকা অথবা চলচ্চিত্র অভিনেত্রী, প্রত্যেকের পৃথক পৃথক বায়োগ্রাফি বা জীবনী, তাদের লাইফস্টাইল, ব্যক্তিগত জীবন এবং বর্তমান খবরাখবর ইত্যাদি নিয়ে আপনি আর্টিকেল লিখতে পারেন ।



আপনি যদি শুধুমাত্র এই বিনোদন নিয়ে বাংলা আর্টিকেল লিখতে চান তাহলে 

 আপনি শতশত বাংলা আর্টিকেল লিখতে পারবেন। অন্যান্য যেসব বিষয় রয়েছে, যা থেকে আপনি আয় করতে পারবেন। যেসব বিষয়ের উপর কিভাবে আর্টিকেল লিখেবেন সেগুলো ধাপে ধাপে দেয়া আছে নিচের দিকে পড়তে থাকুন।

আরো পড়ুন : সেরা ৫ টি সফটওয়্যার | 

যে বিষয় বাছাইয়ের জন্য চিন্তা করছেন সেই বিষয় টা সম্পর্কে ভালো ভাবে জানতে হবে। এবং যে বিষয়গুলোতে আপনি খুব বেশি আগ্রহী এবং ভালো জানেন। আপনি যে বিষয়ে আগ্রহী  ঐ  বিষয় কোন কিছু দেখতে পেলে জানা বা পড়ার জন্য আগ্রহী হয়ে ওঠেন এবং যেটা জানতে বা পড়া  আপনার কোন ক্লান্তি আসে না।  অনলাইন কোন বিষয় পড়তে বা জানতে বেশি আগ্রহী সে বিষয়েও লিখতে পারেন।

আপনি যদি শিক্ষক হয়ে থাকেন তাহলে আপনি ছাত্র-ছাত্রীদের যে বিষয়ে পড়ান ওইটাই আপনার বিষয় সে ধর্ম ও নৈতিক শিক্ষা হোক কিংবা গণিত বা ইংরেজি হোক। এটা কোন ব্যাপার না লেখালেখির ক্ষেত্রে সকল বিষয়ের গুরুত্ব সমান। তাহলে আসুন আমরা যে ওয়েবসাইট-এ বাংলা আর্টিকেল লিখে আয় করব, সেটার বিষয় বস্তু গুলো দেখে আসি এক নজরে।

বিনোদন ক্যাটাগরি নিয়ে বাংলা আর্টিকেল। 

বিনোদনের মধ্যে যে ক্যাটাগরি তে লিখতে পারবেন সেটা হলো:  হলিউড, বলিউড, টালিউড, ঢালিউড, সেলিব্রেটি, চলচ্চিত্র, নাটক, সেলিব্রেটিদের ব্যক্তিগত জীবন, প্রত্যেকের বায়োগ্রাফি বা জীবনী, তাদের লাইফস্টাইল, ব্যক্তিগত জীবন, বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠান, এবং বর্তমান খবরা খবর। নিয়ে লিখতে থাকুন 

বিনোদন ক্যাটাগরি নিয়ে বাংলা আর্টিকেল। 

বিনোদনের মধ্যে যে ক্যাটাগরি তে লিখতে পারবেন সেটা হলো:  হলিউড, বলিউড, টালিউড, ঢালিউড, সেলিব্রেটি, চলচ্চিত্র, নাটক, সেলিব্রেটিদের ব্যক্তিগত জীবন, প্রত্যেকের বায়োগ্রাফি বা জীবনী, তাদের লাইফস্টাইল, ব্যক্তিগত জীবন, বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠান, এবং বর্তমান খবরা খবর। নিয়ে লিখতে থাকুন 

খেলাধুলা ক্যাটাগরি নিয়ে বাংলা আর্টিকেল। 

আপনাদের আগ্রহের মদ্ধে থাকতে পারে ফুটবল, ক্রিকেট, টেনিস সহ সকল ধরনের খেলা, ক্রীড়া সেলিব্রেটিদের বায়োগ্রাফি, লাইফস্টাইল, ব্যক্তিগত জীবন, চলমান খেলার সময় সূচি, বিভিন্ন জনপ্রিয় ক্লাবের টুর্নামেন্ট ইত্যাদি। নিয়ে বাংল আর্টিকেল লিখতে পারবেন।


ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিয়ে বাংলা আর্টিকেল। 

ফ্রিল্যান্সিং আউটসোর্সিং,  ফ্রিল্যান্সিং কলসেন্টার জবস, ফ্রিল্যান্সিং আর্টিকেল বা কন্টেন্ট রাইটিং, ফ্রিল্যান্সিং এফিলিয়েট মার্কেটিং, ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং, অ্যাডসেন্স, ইউটিউব, ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস, জুমলা ইত্যাদি বিষয় বা এর উপর টিউটোরিয়াল বানাইতে পারবেন

স্বাস্থ্য ও পরিষেবাদি নিয়ে একটি বাংলা আর্টিকেল লিখুন

কোভিড -১৯, বিভিন্ন স্বাস্থ্য টিপস - চুল পড়া, শরীরের অনুশীলন, সৌন্দর্যের টিপস, স্বাস্থ্য পণ্য পর্যালোচনা, চিকিৎসকের চেম্বার, বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার, হাসপাতাল ইত্যাদি

লেখাপড়া নিয়ে একটি বাংলা আর্টিকেল লিখুন

শিক্ষার্থীদের জন্য বিভিন্ন টিপস, বিভিন্ন বিষয়ভিত্তিক সমস্যা এবং সমাধান, বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি, পরীক্ষার প্রস্তুতি, ক্যারিয়ার ইত্যাদি

কাজের নিবন্ধগুলি বাংলা আর্টিকেল লিখুন

কাজের প্রস্তুতি, সিভি লেখার টিপস, কভার লেটার রাইটিং রুলস, ইন্টারভিউ টিপস, অনলাইন জব সন্ধানের নিয়ম, অনলাইন আবেদনের জমা দেওয়া, জব নিউজ ইত্যাদি।

তথ্য ও প্রযুক্তি বাংলা আর্টিকেল লিখুন

আইটি টিপস এবং কৌশল, প্রযুক্তি সম্পর্কিত তথ্য, স্মার্টফোন, অ্যাপস, সফ্টওয়্যার, সফ্টওয়্যার পর্যালোচনা, গেমস, গেমস পর্যালোচনা ইত্যাদি. ধর্ম ও জীবন নিয়ে একটি বাংলা নিবন্ধ লিখুন

ইসলামের আলোকে বেঁচে থাকার প্রবন্ধ, বিভিন্ন নির্দেশিকা, বিভিন্ন ধর্মীয় বক্তা, তাদের জীবনী, বিভিন্ন চলমান ইসলামিক সংবাদ ইত্যাদি।

সাহিত্য বিভাগ বাংলা আর্টিকেল লিখুন

গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, উন্মুক্ত আলোচনা, বিভিন্ন লেখকের জীবনী, বই পর্যালোচনা বা বইয়ের পর্যালোচনা, বিভিন্ন সাহিত্যের সংবাদ, ঘটনাবলী, লেখকের মতামত ইত্যাদি

প্রেরণা বিভাগ বাংলা আর্টিকেল লিখুন

পণ্ডিতদের জীবনী, শিক্ষামূলক গল্প, বিখ্যাত বিখ্যাত উক্তি ইত্যাদি.

উল্লিখিত বিভাগগুলি ছাড়াও, আরও অনেক বিভাগ রয়েছে যা আপনি যখন চাকরি পাবেন তখন লিখবেন। নীচে বাংলায় আর্টিকেল লেখার জন্য একটি মডেল গাইডলাইন রয়েছে যা বাংলা আর্টিকেলগুলি লিখে আয় অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে


বাংলা আর্টিকেল বা বিষয়বস্তু লেখার নির্দেশিকা

সাধারণত দুটি ধরণের আর্টিকেল বা বিষয়বস্তু লেখা হয়। একটি হ'ল নিউজ আর্টিকেল রচনা যা বিভিন্ন সাম্প্রতিক সংবাদে বিভিন্ন পত্রিকায় লেখা হয়।


আর একটি হ'ল নির্দিষ্ট বিষয়ে আর্টিকেল রচনা। কিছুটা সামান্য পার্থক্য রয়েছে। আমরা অন্য আর্টিকেল সংবাদ আর্টিকেল লেখার বিষয়ে শিখব।

বাংলা আর্জটিকেল এর জন্য কীভাবে ভিজিটর পাবেন?

বাংলা নিবন্ধ লিখে অর্থ উপার্জনের জন্য নিবন্ধটি অবশ্যই এসইও বান্ধব হতে হবে। এটি দর্শকদের পাওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রতিটি নিবন্ধে দুটি ধরণের SEO রয়েছে। অনপেজ এসইও এবং অফপেজ এসইও।


উপরে পৃষ্ঠার SEO একটি গাইডলাইন বা কাঠামো উপরে দেওয়া হয়েছে। আপাতত উপরের নিয়ম অনুসারে আপনার নিবন্ধটি লেখা উচিত। অনপেজ SEO এর জন্য অনেক ওয়েবসাইট রয়েছে।

আরো পড়ুন : ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখব

Off পেজ  SEO এর জন্য আর্জটিকেল প্রকাশিত হয়ে গেলে আপনি এটি আপনার সময়রেখায় ভাগ করে নেবেন এবং সোশ্যাল মিডিয়ায় আর্জটিকেল 

 বিষয়বস্তু সম্পর্কিত অনেক গ্রুপ রয়েছে। ওই গুলাতে আপনার আর্টিকেল পোস্ট করা লিংক শেয়ার করবেন।


বন্ধুদের বিভিন্ন চিটিং অ্যাপ্লিকেশনগুলিতে ম্যাসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ইত্যাদিতে আর্জটিকেল এর লিঙ্কটি প্রেরণ করুন এসইওর অনেক কৌশল রয়েছে, আপনি যদি এই আর্জটিকেল এ নিয়ে আসতে পারেন তাইলে আপনাদের। 



0/পোস্ট এ কমেন্ট/Comments