Truecaller কি? Truecaller এর কাজ কি?
আপনি যদি একটি স্মার্টফোন ব্যবহার করেন, তাহলে ট্রু কলার সম্পর্কে শুনে থাকার কথা। ইংরেজিতে যদিও এটি ট্রুকলার/ Truecaller বলে লেখা হয়, তবে এখানে আমি উচ্চারণ/পড়ার সুবিধার্থে শব্দটি একটু ভেঙে ট্রু কলার হিসেবে লিখেছি। সে যাই হোক, পাঠক বুঝলেই হলো।
এবার আসল কথায় আসি। ট্রু কলার ব্যবহার করার সুবিধা হচ্ছে, এই অ্যাপটি ইনস্টল করা থাকলে অনেক ক্ষেত্রেই মোবাইলে কল কিংবা এসএমএস এলে কল ও এসএমএস দাতার নাম স্ক্রিনে দেখা যায়।
অর্থাৎ, আপনার ফোনে যদি একজনের নাম্বার সেইভ করা না থাকে, তারপরেও ট্রু কলার ইনস্টল করা থাকলে অনেক ক্ষেত্রে অ্যাপটি আননন (অচেনা) নম্বরের ব্যবহারকারীর নাম বলে দিতে পারে। কোটি কোটি ব্যবহারকারী সমৃদ্ধ ট্রু কলার অ্যাপ আপনার কাছে কিছুটা ম্যাজিকের মত মনে হতে পারে। তবে ট্রু কলার ব্যবহারের ক্ষেত্রে আপনাকে কিছুটা সতর্কতাও অবলম্বন করতে হবে।
Truecaller কি ?
ট্রুকলার হলো একটি মোবাইল অ্যাপ (Mobile App), এই অ্যাপটি ফোনে ইন্সটল (Install) করে রাখলে , কোনো অচেনা (Unknown) নম্বর থেকে ফোন এলে , ওই অচেনা নম্বরের ব্যাক্তির নাম, কি করেন , কোন জায়গা থেকে ফোন আসছে, এই সমস্ত তথ্য ওই অ্যাপটি ফোনের সামনে দেখাবে।
যার ফলে কোনো অচেনা নম্বর থেকে ফোন এলে সহজেই বোঝা সম্ভব এবং সেইভাবে ফোন তুলে কথা বলবেন।
যদি কোনো অচেনা নম্বর থেকে ফোন আসে তাহলে ট্রুকলারের মাধ্যমে বুঝতে পারবেন, যে ব্যাক্তি ফোন করেছেন উনি কি করেন, কোন কোম্পানির সিমকার্ড ব্যবহার করছেন এই সমস্তকিছু।
কোনো ফোন নম্বর যদি কেউ spam করে রাখে এবং অনেকেই যদি ওই নম্বরটি spam করে রাখে তাহলে ট্রুকলার ওই নম্বরটিকে স্প্যাম (spam) হিসেবে দেখাবে। যার ফলে কোনো স্প্যাম নম্বর থেকে ফোন এলে আপনি বুঝতে পারবেন এবং ওই ফোনটি তুলতে নাও পারেন।
এছাড়াও, ট্রুকলারের প্রিমিয়াম ও গোল্ড প্ল্যান আছে এই প্লানগুলি সাবস্ক্রাইব করলে , যদি কেউ আপনার নাম্বার টি দেখে তাহলে আপনার কাছে নোটিফিকেশন আসবে কেউ যখন আপনার ফোন নম্বর দেখবে।
ট্রুকলার কীভাবে কাজ করে ?
খুবই সময়োপযোগী প্রশ্ন। ট্রু কলার কোনো ম্যাজিক না। এটি আসলে কমিউনিটি নির্ভর একটি সার্ভিস। তবে অনেকেই কিছু না জেনে ট্রু কলারকে তথ্য দিয়ে থাকেন। যদিও তা না হলে ট্রু কলার আজকের এই পর্যায়ে যেতে পারত না।
মোবাইলে ট্রু কলার ইনস্টল করে এতে একাউন্ট খুলে সাইন ইন করার পর ট্রু কলার প্রথমেই আপনার ফোনবুকে থাকা সকল কনটাক্ট (নাম ও ফোন নম্বর সহ) তাদের সার্ভারে আপলোড করে দেয়। ফলে, আপনার বন্ধুবান্ধব, পরিবার ও আশেপাশের যেসকল লোকজনের ফোন নাম্বার আপনার ফোনে সেইভ করা ছিল, তা ট্রু কলার জেনে যায়। সেই নাম্বার ও নামগুলো সার্ভারে রেখে দেয় ট্রু কলার।
এভাবেই বিভিন্ন ফোন নম্বরের ব্যবহারকারীর নাম জেনে নেয় ট্রু কলার, যা পরবর্তীতে অন্যান্য ব্যবহারকারীর ফোনে সেইভ না থাকা নম্বরের ক্ষেত্রে কলার আইডি দেখাতে কাজে লাগে।
মনে করুন, আপনার বন্ধু ‘ক’ এর নম্বর আপনার ফোনে ‘ক’ নামে সেইভ করা আছে। আমার ফোনে ‘ক’ এর নম্বর সেইভ করা নেই। আপনি ট্রু কলার ইনস্টল করলে আপনার ফোন থেকে ‘ক’ এর নম্বর ও নাম ট্রু কলার সার্ভারে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে। এরপর আমি যদি ট্রু কলার অ্যাপ আমার ফোনেও ইনস্টল করি, আর আপনার বন্ধু ‘ক’ যদি আমাকে কল করেন, তাহলে ট্রু কলার আমাকে জানিয়ে দেবে যে এই নম্বরটি ‘ক’ এর। যদিও আমার ফোনে ‘ক’ এর নাম্বার সংরক্ষণ করা নেই। তবুও ট্রু কলার আপনার কাছ থেকে ‘ক’ এর নাম্বার নিয়ে আমাকে জানিয়ে দিল যে এই নম্বরটি ‘ক’ এর।
সুতরাং, ট্রু কলার ইনস্টল করলে আপনার ফোনে থাকা সকল কনটাক্ট ট্রু কলারের সার্ভারে চলে যাবে। আপনি যদি মনে করেন এতে আপনার প্রাইভেসির ক্ষতি হবে, তাহলে ট্রু কলার ব্যবহার করার আগে দ্বিতীয়বার ভাবুন।
ট্রু কলার আমাদের কাছ থেকে কি কি তথ্য নিয়ে থাকে?
এই অ্যাপটি আমরা যখন আমাদের মোবাইলে ইন্সটল করব তখন True caller আমাদের সমস্ত কন্টাক্ট লিস্ট এর নাম্বার গুলো নিয়ে নিবে। আপনি যদি এদের ওয়েব সাইটকে লক্ষ্য করেন, তবে এই বিষয়টিকে ভালোভাবে বুঝতে পারবেন।
আপনি যদি True caller ব্যবহার করেন তবে আপনাকে কোন কোন বিষয়গুলোর তথ্য তাদেরকে দিতে হবে, সে সমস্ত বর্ণনা তাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে। আপনি ওয়েবসাইটে গিয়ে Privacy policy-তে গেলে দেখতে পাবেন, Installation and use-এ তারা নিজেরাই বলছে, তারা আপনার পার্সোনাল ডাটাগুলোকে সংগ্রহ করবে। এছাড়া তারা কি কি ইনফরমেশন আপনার কাছ থেকে নেবে সেটিও সেখানে বলা রয়েছে।
ট্রুকলার ব্যবহার করলে এই ক্ষেত্রে আপনাকে তাদের কাছে শেয়ার করতে হবে আপনার লোকেশন, আইপি অ্যাড্রেস, ডিভাইস আইডি, ডিভাইস ম্যানুফ্যাকচারার বা ফোনের নির্মাতা, ডিভাইস এবং হার্ডওয়্যার সেটিংস, সিম কার্ডর তথ্য, আপনার ডিভাইসে ইনস্টল করা অ্যাপ্লিকেশন। আপনার ফোনে কি কি অ্যাপ্লিকেশন রয়েছে সেটিও তাদেরকে জানতে হবে।
সব মানুষের ডেটা একত্রে সংগ্রহ করা এবং সেগুলো থেকে সাধারণ মানুষকে সেবা দেওয়ার বিষয়টিকে বলা হয় Crowd sourcing। এর মানে, সাধারণ মানুষের কাছ থেকে ডেটা নিয়ে সাধারণ মানুষকেই সার্ভিস দেওয়া।
এবার অনেকে বলতে পারে এই অ্যাপটি তো তবে আমাদের জন্য উপকার ই করে। যেখানে এই অ্যাপটির মাধ্যমে আমরা কোন অপরিচিত ব্যক্তির কাছ থেকে ফোন আসলে তার নাম জানতে পারি। কোন নাম্বারটি স্প্যাম সেটিও আমরা এই অ্যাপটির মাধ্যমে জেনে নিতে পারি।
আপনি হয়তোবা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে, এই অ্যাপটি ইনস্টল করার জন্য আপনাকে কোন কোন বিষয়গুলোর অনুমতি দিতে হয়। আপনি যখন তাদের প্রাইভেসি পলিসি তে Agree করেন, তখন তারা কিন্তু এটিও বলে দেয় যদি আপনি এসব শর্ত না মানতে পারেন তবে অ্যাপটি আনইন্সটল করে দিতে পারেন।
আপনি যদি ইনস্টল করে আপনি ব্যবহার করেন তবে আমাদের এসব শর্তগুলো মানতে হবে। এই কারণে আপনি যদি আপনার ফোনের প্রাইভেসিকে গুরুত্ব দিতে চান, তবে এসব কিছুকে আবার আপনাকে ভেবে নেওয়া উচিত। আসলে আপনি নিজেও বুঝতে পারবেন না যে এই অ্যাপটি আপনার কাছ থেকে কোন কোন ডেটা গুলোকে তুলে নিয়ে যাচ্ছে।
তবে এবার প্রশ্ন হল যে, আমরা কি তবে জানতে পারবো না যে কোন অপরিচিত নাম্বার থেকে কে আমাকে ফোন করছে এবং তার নাম কি? এক্ষেত্রে বলব নিশ্চয়ই; আর সেটি আমরা করতে পারবো True caller কে ব্যবহার করেই। আর এর জন্য আপনাকে আপনার ফোনের নিরাপত্তাকে বাদ দিতে হবে না।
আপনি কারো নম্বর সার্চ করলে সেই ব্যক্তি তা টের পাবে :
এটা ট্রু কলারের একটি ফিচার। আপনি যদি কোনো ট্রু কলার একাউন্টধারীর ফোন নম্বর সার্চ করে তার তথ্য দেখেন, তবে ট্রু কলার সেটা মনে রাখবে। ট্রু কলার অ্যাপের মধ্যে একটি অপশন আছে যা ওপেন করলে দেখা যায় যে কে কে উক্ত একাউন্টের তথ্য চেক করেছে। আর যেহেতু ট্রু কলার একাউন্ট না থাকলে আপনি এর ডিরেক্টরি এক্সেস করতে পারবেন না, সুতরাং আপনি যাদেরকে সার্চ করবেন, তারাও ট্রু কলার একাউন্টধারী হলে আপনার তথ্য পেয়ে যাবে।
ট্রু-কলার ইন্টারনেট ডাটা ব্যবহার করে :
বলাই বাহুল্য, ট্রু কলার অ্যাপটি সার্ভারের সাথে যোগাযোগের জন্য ইন্টারনেটের ওপর নির্ভরশীল। তবে, একবার কোনো নম্বর তার ব্যবহারকারীর নামসহ আপনার ফোনে প্রদর্শন করার পর পুনরায় সেই নম্বর থেকে কল এলে ইন্টারনেট ছাড়াই আগেরবার সেইভ করা তথ্য থেকে ব্যবহারকারীর নাম দেখাতে পারে ট্রু কলার। নেট কানেকশন থাকলে এটি নিয়মিত বিরতিতে ডাটাবেজ আপডেট করে নেয়।
ট্রু-কলার থেকে আপনি আপনার তথ্য মুছে ফেলতে পারবেন :
আপনি যদি চান, তাহলে ট্রু কলার সার্ভার থেকে আপনার ফোন নম্বর ও নাম মুছে ফেলতে পারেন। যদিও, পরবর্তীতে এটি হয়ত কোনো এক সময় পুনরায় আপনার ফোন নম্বর অন্যদের ফোন থেকে নিয়ে নিতে পারে। তবে সেজন্য আপনাকে নিয়মিত ট্রু কলার চেক করে দেখতে হবে।
ট্রু-কলার থেকে আপনার নম্বর মুছতে চাইলে https://www.truecaller.com/unlisting ঠিকানা ভিজিট করুন। আপনার ফোন নম্বর লিখে ক্যাপচা পূরণ করে সাবমিট করলে ২৪ ঘন্টার মধ্যে আপনার নম্বর ট্রু কলার থেকে মুছে যাবে। আপনি যদি ট্রু কলার একাউন্টধারী হন তবে আনলিস্টিং করার আগে আপনাকে ট্রু-কলার একাউন্ট ডিএক্টিভেট করতে হবে।
ট্রু কলার অ্যাপ ব্যবহার না করেও কিভাবে অপরিচিত নাম্বার দেখবেন ?
আপনি ট্রু কলার অ্যাপ কে ব্যবহার না করেও ট্রু কলার অ্যাপ এর সুবিধা পেতে পারেন। তবে এক্ষেত্রে আপনি অপরিচিত কোন ব্যক্তির নাম তাৎক্ষণিক আপনার মোবাইল স্ক্রীনে পাবেন না। যেখানে আপনাকে কিছুটা সময় ব্যয় করতে হবে অপরিচিত কোন নাম্বার এর মালিকের নাম খুঁজে বের করার জন্য। তবে কোন অপরিচিত নাম্বারের মালিকের খোঁজ খুঁজে বের করা টি আমাদের জন্য মুখ্য বিষয়। আর এজন্যই আমরা ট্রু কলার অ্যাপ কে ব্যবহার করে থাকি।
এর জন্য আপনি নতুন একটি ইমেইল একাউন্ট তৈরী করে নিবেন; যে ইমেইল আইডিতে আপনার কোনো ব্যক্তিগত তথ্য থাকবে না। বলতে গেলে, একেবারে নতুন ফ্রেস জিমেইল আইডি। এবার True caller এর যে ওয়েবসাইট রয়েছে, এখানে আমি অ্যাপের কথা বলছি না।
সেখানে ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার মেইল অ্যাকাউন্ট দিয়ে Sign up করে নিবেন এবং তারপর আপনি ওয়েবসাইটে গিয়ে কোন একটি অপরিচিত নাম্বার লিখে সার্চ করে দেখতে পারেন সেটি কার নাম্বার। যেখানে এটি একটি খুবই অসাধারণ প্রক্রিয়া কোন অপরিচিত নাম্বারের মালিকের পরিচয় দেখার জন্য।
এজন্য আপনাকে কোন অ্যাপ ইন্সটল করতে হবে না। এজন্য আপনি ট্রুকলার এর ওয়েবসাইট কে ব্যবহার করতে পারেন কোন নাম্বার খোঁজার জন্য। যেখানে আপনি ট্রু কলার অ্যাপ ব্যবহার না করেও ট্রুকলার এর ওয়েবসাইট থেকে সকল ফিচার ব্যবহার করতে পারবেন।
এক্ষেত্রে আপনার বেঁচে যাবে আপনার ব্যক্তিগত তথ্য। যেখানে আপনি ট্রু কলার অ্যাপ টি মোবাইলে ইন্সটল করলে প্রত্যেকটি বিষয়ে আপনাকে পারমিশন নিতে হতো এবং অ্যাপে অনেক কিছুর পারমিশন না দিলে হয়তোবা আপনি অ্যাপটি ব্যবহারে করতে পারতেন না। যেখানে আপনি True caller ওয়েবসাইটটি ব্যবহার করার মাধ্যমে এসব ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন।
আপনার কাছে যদি মনে হয়, আমি আমার মোবাইলের বা আমার ব্যক্তিগত তথ্য দিয়ে কি আর করব। তবে আপনার এই সব চিন্তা থেকে আপনি শুরু করার অ্যাপ ব্যবহার করতে পারেন। ট্রু কলার অ্যাপ ব্যবহার করার ক্ষেত্রে শুধুমাত্র আপনি যে আপনার কন্টাক্ট লিস্ট এর নাম্বার গুলো তাদেরকে দিয়ে দিচ্ছেন, ব্যাপারটা তা নয়।
বরং, এমনও হতে পারে, আপনার বন্ধুর ট্রু কলার অ্যাপ ব্যবহার করছে এবং সে আপনার নাম্বারটি অজান্তেই True caller এর সার্ভারে আপলোড করে দিয়েছে। এবার অন্য কোন ট্রু কলার অ্যাপ ব্যবহারকারী যদি আপনার নাম্বারটি লিখে ট্রু কলার এ সার্চ করে তবে এক্ষেত্রে তারা আপনার নামটি দেখাবে।
কিন্তু আপনি মোটেও চান না যে, কোন একজন অপরিচিত ব্যক্তি আপনার নাম্বার দিয়ে আপনার নামটি জানুক। এই সমস্যাটি থেকে মুক্তির জন্য ট্রুকলার একটি ব্যবস্থা রেখেছে। আপনি ট্রু কলার অ্যাপ ব্যবহার করার কোনো একটি পর্যায়ে চাইলে আপনার নাম্বারটি ট্রুকলার এর সার্ভার থেকে মুছে দেবার জন্য রিকোয়েস্ট পাঠাতে পারেন। এছাড়া আপনি যেকোনো সময় ট্রুকলার থেকে আপনার একাউন্ট Deactive ও করে নিতে পারবেন।
শেষ কথা,,
Cobangla''r মাঝে যদি আমার কথাও ভুল ভ্রান্তি হয়ে থাকে তবে ক্ষমা করে দিবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। যদি পোস্টটি ভালো লাগে তবে কমেন্ট করতে পারেন এবং সেই সঙ্গে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম।
একটি মন্তব্য পোস্ট করুন