পোকোফোন এফ১ দিয়ে শাওমির সাব-ব্র্যান্ড হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে স্বাধীন স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে পোকো বেশ পরিচিত। আমাদের দেশের বাজারে তরুণদের মাঝে বেশ জনপ্রিয় ব্র্যান্ড, পোকো মোবাইল বা পোকো ফোন।
সাশ্রয়ী মূল্যে ভালো প্রসেসরযুক্ত ফোন বাজারে আনার মাধ্যমে দেশের গেমারদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হয়েছে পোকো। রেডমি ফোনের রিব্র্যান্ডেড ফোনের রুপে বাজারে আসে অনেক পোকো স্মার্টফোন। কিন্তু অপারেটিং সিস্টেমে কোনো ধরনের বিজ্ঞাপন না থাকায় পোকোর ডিভাইসগুলো বেশ সমাদৃত।
পোকো ব্র্যান্ডের স্মার্টফোনগুলো মূলত গেমিং কেন্দ্রিক ডিভাইস হয়ে থাকে। গেমারদের কথা ভেবে তৈরী হওয়ায় বেশিরভাগ পোকো ডিভাইসে প্রসেসরকে প্রধান প্রাধান্য দিতে দেখা যায়।
চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে এমন সকল পোকো মোবাইল এর দাম।
পোকো সি৩ এর দাম – Poco C3 Price in Bangladesh
বাংলাদেশে অফিসিয়ালি সবচেয়ে কম দামে যে পোকো মোবাইল ফোনটি পাওয়া যাচ্ছে, সেটি হলো পোকো সি৩। তবে এই ফোনটি গেমিং ফোন নয়। সাধারণ ব্যবহারের জন্য যারা যারা একটি নির্ভরযোগ্য ফোন খুঁজছেন, বরং তাদের জন্য এই ফোনটি তৈরী। যারা ফোনে প্রচুর গেম খেলেন, তাদের জন্য এই ফোনটি কেনা থেকে এড়িয়ে চলাই শ্রেয়।
পোকো সি৩ এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৪৩ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৩৫
- ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
- র্যামঃ ৩জিবি/৪জিবি
- স্টোরেজঃ ৩২জিবি/৬৪জিবি
- ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
পোকো সি৩ মোবাইল এর দামঃ
- ৩জিবি র্যাম + ৩২জিবি স্টোরেজঃ ১১,৪৯৯টাকা
- ৪জিবি র্যাম + ৬৪জিবি স্টোরেজঃ ১২,৯৯৯টাকা
পোকো এম২ এর দাম – Poco M2 Price in Bangladesh
শাওমি রেডমি ৯ ফোনটির রিব্র্যান্ডেড ভার্সন বলা চলে পোকো এম২ ফোনটিকে। প্রায় একই স্পেসিফিকেশন নিয়ে এই ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে প্রায় একই দামে। তবে ফোনটির বেস ভ্যারিয়েন্টে ৬জিবি র্যাম থাকলেও ৪জিবি র্যাম এর ফোন রেডমি ৯ এর চেয়ে এর দাম মাত্র ৫০০টাকা বেশি। সুতরাং, যারা ফোনে মাল্টিটাস্কিং কিংবা গেমিং করেন, তাদের জন্য রেডমি ৯ এর চেয়ে পোকো এম২ ফোনটি অধিক ভালো পছন্দ হতে পারে।
পোকো এম২ এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৫৩ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮০
- ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
- র্যামঃ ৬জিবি
- স্টোরেজঃ ৬৪জিবি/১২৮জিবি
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
পোকো মোবাইল এম২ এর দামঃ
- ৬জিবি র্যাম + ৬৪জিবি স্টোরেজঃ ১৫,৯৯৯টাকা
- ৬জিবি র্যাম + ১২৮জিবি স্টোরেজঃ ১৬,৯৯৯টাকা
পোকো এম২ রিলোডেড এর দাম – Poco M2 Reloaded Price in Bangladesh
পোকো এম২ রিলোডেড ফোনটি মূলত হুবহু রেডমি ৯ ফোনটি। এই দুইটি ফোনের মধ্যে একমাত্র পার্থক্য হলো পোকো এম২ রিলোডেড ফোনটি চলে পোকো এর তৈরী বিজ্ঞাপনহীন মিইউআই তে, আর রেডমি ৯ চলে সাধারণ মিইউআই তে। ফোন দুইটির দাম ও একই।
পোকো এম২ রিলোডেড এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৫৩ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮০
- ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
- র্যামঃ ৪জিবি
- স্টোরেজঃ ৬৪জিবি
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
পোকো এম২ রিলোডেড মোবাইল এর দামঃ
- ৪জিবি র্যাম + ৬৪জিবি স্টোরেজঃ ১৪,৯৯৯টাকা
পোকো এম৩ এর দাম – Poco M3 Price in Bangladesh
পোকো এম৩ ফোনটি সাম্প্রতিক সময়ে বাজারে বেশ সাড়া ফেলেছে। ফোনটির ডিজাইন বাজারের অন্যান্য ফোনের চেয়ে বেশ রিফ্রেশিং বলা চলে। ৪৮মেগাপিক্সেল ক্যামেরা, ৬জিবি র্যাম ও ৬০০০মিলিএম্প এর সাথে যথেষ্ট শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর মিলিয়ে ফোনটি এর প্রাইস রেঞ্জের মধ্যে কেনার মত একটি ডিভাইসে পরিণত হয়েছে।
পোকো এম৩ এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৫৩ইঞ্চি
- প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২
- ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
- র্যামঃ ৬জিবি
- স্টোরেজঃ ৬৪জিবি/১২৮জিবি
- ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প
পোকো এম৩ পোকো মোবাইল দাম
- ৬জিবি র্যাম + ৬৪জিবি স্টোরেজঃ ১৭,৪৯৯টাকা
- ৬জিবি র্যাম + ১২৮জিবি স্টোরেজঃ ১৮,৪৯৯টাকা
পোকো এম২ প্রো এর দাম – Poco M2 Pro Price in Bangladesh
পোকো এম২ প্রো ফোনটি মূলত শাওমি রেডমি নোট ৯ প্রো এর রিব্র্যান্ডেড সংস্করণ। এই ফোনে থাকা শক্তিশালী স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসরের কারণে বাজেট গেমারদের প্রথম পছন্দে পরিণত হয়েছে ফোনটি। শুধুমাত্র গেমিং নয়, সকল ক্ষেত্রেই পোকো এম২ প্রো ফোনটির স্পেসিফিকেশন দাম হিসেবে অসাধারণ বলা চলে।
পোকো এম২ প্রো এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৬৭ইঞ্চি
- প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি
- ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
- র্যামঃ ৬জিবি
- স্টোরেজঃ ৬৪জিবি
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
পোকো এম২ প্রো এর দামঃ
- ৬জিবি র্যাম + ৬৪জিবি স্টোরেজঃ ২২,৯৯৯টাকা
পোকো মোবাইল ৫জি – পোকো এম৩ প্রো ৫জি এর দাম
নতুন ডিজাইন ও নতুন প্রসেসর নিয়ে বাজার দাপিয়ে বেড়াচ্ছে পোকো এম৩ প্রো ফোনটি। মিডিয়াটেক এর নতুন, ডাইমেনসিটি ৭০০ প্রসেসের কল্যাণে মাত্র ২৪হাজার টাকা বাজেটের মধ্যে ৫জি সুবিধা প্রদান সক্ষম ফোনটি। এছাড়াও ফোনটিতে ৪৮মেগাপিক্সেল থ্রিপল ক্যামেরা সেটাপ দিতে কার্পণ্য করেনি পোকো।
পোকো এম৩ প্রো ৫জি এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ ৫জি
- ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
- র্যামঃ ৬জিবি
- স্টোরেজঃ ৬৪জিবি
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
পোকো এম৩ প্রো ৫জি এর দাম – Poco M3 Pro 5G Price in Bangladesh
- ৬জিবি র্যাম + ১২৮জিবি স্টোরেজঃ ২৩,৯৯৯টাকা
পোকো এক্স৩ এনএফসি এর দাম – Poco X3 NFC Price in Bangladesh
২৫ থেকে ৩০হাজার বাজটের মধ্যে দেশের বাজারে অসংখ্য ফোন থাকলেও পোকো এক্স৩ এনএফসি ফোনটকে সামগ্রিক দিক বিবেচনায় বিজয়ী বলে ঘোষণা করা যায়। একটি আদর্শ ফোন এর যোগ্যতা অর্জনে যেসব বৈশিষ্ট্য একটি ফোনের থাকা প্রয়োজন, এর সবকয়টি পূরণ করেছে পোকো এক্স৩ এনএফসি ফোনটি।
পোকো এক্স৩ এনএফসি এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৬৭ইঞ্চি
- প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি
- ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ২০মেগাপিক্সেল
- র্যামঃ ৬জিবি
- স্টোরেজঃ ৬৪জিবি/১২৮জিবি
- ব্যাটারিঃ ৫১৬০মিলিএম্প
পোকো মোবাইল পোকো এক্স৩ এনএফসি এর দামঃ
- ৬জিবি র্যাম + ৬৪জিবি স্টোরেজঃ ২৫,৯৯৯টাকা
- ৬জিবি র্যাম + ১২৮জিবি স্টোরেজঃ ২৭,৯৯৯টাকা
পোকো এক্স৩ প্রো এর দাম – Poco X3 Pro Price in Bangladesh
পোকো এক্স৩ প্রো ফোনটি বাজারে আসার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এর স্ন্যাপড্রাগন ৮৬০ প্রসেসরের কারণে। পোকো এফ১ ফোনটি বাজারে আনার মাধ্যমে শাওমি যে পরিমাণ হাইপ তৈরী করতে সক্ষম হয়েছিলো, তারই পুনরাবৃত্তি দেখা গিয়েছিলো পোকো এক্স প্রো ফোনটির মাধ্যমে।
ফোনটির হেডলাইন ফিচার, এর প্রসেসরের পাশাপাশি এই পোকো মোবাইল এ রয়েছে বেশ কার্যকর ক্যামেরা সেটাপ। এছাড়াও ফোনটির ১২০হার্জ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লের কথা না বললেই নয়। এসবের পাশাপাশি এই ফোনটিকে ৩৩ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে, যা ফোনটিকে এক ঘন্টার কম সময়ে ফুল চার্জ করতে সক্ষম।
পোকো এক্স৩ প্রো এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৬৭ইঞ্চি
- প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬০
- ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ২০মেগাপিক্সেল
- র্যামঃ ৬জিবি/৮জিবি
- স্টোরেজঃ ১২৮জিবি
- ব্যাটারিঃ ৫১৬০মিলিএম্প
পোকো মোবাইল পোকো এক্স৩ প্রো এর দামঃ
- ৬জিবি র্যাম + ১২৮জিবি স্টোরেজঃ ২৯,৯৯৯টাকা
- ৮জিবি র্যাম + ১২৮জিবি স্টোরেজঃ ৩১,৯৯৯টাকা
পোকো ব্র্যান্ডের কোন ফোনটি আপনার সবচেয়ে পছন্দের? আমাদের জানান কমেন্ট সেকশনে।
পোকো মোবাইল সম্পর্কিত সাধারণ প্রশ্নসমুহ
পোকো চীনের একটি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান। ২০১৮ সালের আগস্ট মাসে শাওমি’র সাব-ব্র্যান্ড হিসেবে পোকোফোন ১ দ্বারা যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠানটি।
শাওমি’র সাব-ব্রান্ড হিসেবে যাত্রা শুরু করলেও ২০২০ সালের জানুয়ারী মাসে নিজেদের স্বাধীন ব্র্যান্ড হিসেবে ঘোষণা করে পোকো। তবে এখনও শাওমি’র ফোন রিব্র্যান্ডেড করে বাজারে আনে প্রতিষ্ঠানটি।
একটি মন্তব্য পোস্ট করুন