পুরাতন ল্যাপটপ কেনার আগে গুরুত্বপূর্ণ কিছু কথা

 


পুরাতন ল্যাপটপ কেনার আগে গুরুত্বপূর্ণ কিছু কথা 


গত কয়েক বছরে ল্যাপটপের নকশা ও প্রযুক্তিতে ব্যাপক পরিবর্তন এসেছে। এখন সাধ্যের মধ্যে প্রয়োজনীয় ল্যাপটপ বেছে নেওয়াটা কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। ল্যাপটপ কেনার সময় কিছু বিষয় মাথায় রাখলে আপনার সিদ্ধান্ত নেওয়া সহজ হতে পারে।

ইদানিং আমরা বিক্রয় ডট কম, সেল বাজার কিংবা বিডি হাট থেকে অনেক সেকেন্ড হ্যান্ড জিনিসই ক্রয় করে থাকি। সাধ এবং সাধ্যের মধ্যে সবটুকু সুখ পেতে আমাদের এই উদ্যোগ। কিন্তু, অনেকসময় কোন প্রোডাক্ট কিনতে গিয়ে আমরা ঝামেলায় পরি আগে থেকে কিছু বিষয়ে না জানার কারনে। 

আমি আজ আপনাদের ল্যাপটপ ক্রয় করার বিষয়ে কিছু টিপস দিবো, আশাকরি আপনাদের অনেক কাজে লাগবে। পর্যায়ক্রমে অন্যান্য প্রোডাক্টও ক্রয় করার টিপস দেবো।


নকশা ও ওজন

আপনি যদি বেশি বেশি ভ্রমণ করেন তখন আপনার জন্য হালকা-পাতলা ল্যাপটপ বা আলট্রাবুক ভালো হবে। ১২ থেকে ১৩ ইঞ্চি মাপের যে ল্যাপটপে দীর্ঘক্ষণ চার্জ থাকে সেটি কিনবেন। যদি বাড়ি বা অফিসের কাজের জন্য ল্যাপটপ কিনতে চান তবে ১৪ ইঞ্চি বা ১৫.৬ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত ল্যাপটপ কিনুন। 

আপনি যদি গেমার বা ছবি ও ভিডিও সম্পাদনার কাজের জন্য ল্যাপটপ চান তবে আপনাকে শক্তিশালী ল্যাপটপ বেছে নিতে হবে। এ জন্য ১৫.৬ বা ১৭ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত ল্যাপটপ কিনতে পারেন। 

আপনি যদি সব সময় সঙ্গে করে ল্যাপটপ নিয়ে ঘোরেন তবে আপনার জন্য ধাতব কাঠামোর ল্যাপটপ যুত্সই হবে। আপনার ল্যাপটপ যদি বাড়ির সকলেই ব্যবহার করে তবে তা ধাতব কাঠামো ও করপোরেট মডেলের হলে ভালো হবে। প্রচলিত প্রায় সব ল্যাপটপের ব্যাটারি লিথিয়াম আয়নের হয়ে থাকে। এতে যত বেশি সেল (৪-১২) থাকবে, ব্যাটারি তত বেশি সময় চার্জ ধরে রাখতে পারবে।


তথ্য ধারণ ক্ষমতা

ল্যাপটপ কেনার সময় খেয়াল রাখবেন তাতে কতটুকু তথ্য আপনি সংরক্ষণ করতে পারবেন। এখনকার দিনে ১৫.৬ ইঞ্চি ল্যাপটপ ছাড়া অপটিক্যাল ড্রাইভের ব্যবহার কম দেখা যায়। 

এখন হার্ডড্রাইভের পরিবর্তে ফ্ল্যাশ ভিত্তিক ড্রাইভ এসএসডিও ব্যবহার হতে দেখা যাচ্ছে। ফ্ল্যাশ স্টোরেজ দামি হলেও এর নষ্ট হওয়ার ঝুঁকি কম। এর আকার ছোট এবং কাজ করে দ্রুত। 

অপারেটিং সিস্টেম

অনেকেই অল্প কিছু অর্থ সাশ্রয়ের জন্য  প্রি-লোডেড অপারেটিং সিস্টেমনির্ভর ল্যাপটপ কেনেন না। কিন্তু নিজে থেকে ওএস এবং অন্যান্য সফটওয়্যার ইনস্টল করা কঠিন ও সময় সাপেক্ষ। ল্যাপটপ কেনার সময় আপনি যে অপারেটিং সিস্টেমে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন সেটি ইনস্টল করুন।

ল্যাপটপের আকার

যদি বাড়ি বা অফিসের জন্য ল্যাপটপ কেনার কথা ভাবেন তবে ল্যাপটপের আকার বড় হওয়া ভালো। এতে চোখের সুবিধা হবে এবং কাজের জন্য সুবিধা পাবেন। যদি কোনো প্রেজেন্টেশন দেওয়ার জন্য ল্যাপটপ কিনতে হয় তবে তা হালকা-পাতলা ও ছোট স্ক্রিনের হলে ভালো হয়।

ফিচার

ভালো একটি ল্যাপটপে ইনটেল বা এএমডির মাল্টিকোর সিপিইউ থাকলে ভালো। ৩-৪ টি ইউএসবি পোর্ট এবং ল্যাপটপটি দ্রুতগতির কিনা তা দেখে নেওয়া বাঞ্চনীয়। সাধারণত উচ্চ রেজ্যুলেশনের গেম খেলা, ভিডিও সম্পাদনা এবং গ্রাফিকসের কাজের জন্য উচ্চ গতির ল্যাপটপ কেনা জরুরি। 

এ জন্য প্রসেসরের ক্লক স্পিড ৩.০ গিগাহার্টজ বা এর বেশি হলে ভালো হয়। প্রসেসর কোন সিরিজের (কোর আইথ্রি, ফাইভ, সেভেন) তা জেনে নেওয়াও জরুরি। কেনার আগে অবশ্যই গ্রাফিকস সক্ষমতা কেমন দেখে নেবেন। ভিডিও সম্পাদনা এবং গ্রাফিকসের কাজের জন্য কমপক্ষে ৪ গিগাবাইটের ডিডিআরথ্রি র্যাম হলে ভালো হবে।

ব্র্যান্ড

পুরোনো ল্যাপটপ কেনার সময় সতর্ক থাকুন। ওয়ারেন্টি দেখে নিন। পরিচিত ব্র্যান্ডের ওপর আস্থা রাখতে পারেন। ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছ থেকে ল্যাপটপ কেনার আগে তাদের বিক্রয় পরবর্তী সেবা ও অতীতে তাদের ল্যাপটপ বিক্রির রেকর্ড সম্পর্কে জানা থাকলে ভালো হবে। 

কেনার সময় অবশ্যই ওয়ারেন্টি কার্ড, চার্জার, ব্যাগ ইত্যাদি আনুষঙ্গিক জিনিসপত্র যা আপনার ল্যাপটপের সঙ্গেই পাচ্ছেন তা বুঝে নেবেন। এ ছাড়া সব সময় অনুমোদিত ডিলার, আমদানিকারক, বিশ্বস্ত মাধ্যম বা দোকান থেকে ল্যাপটপ কিনুন।


পুরাতন ল্যাপটপ এর বয়স বোঝার উপায় ? 

বিক্রেতা বলছে বিদেশ থেকে ল্যাপটপে আসছে মাত্র ১-২ মাস ব্যবহার করা অথচ ল্যাপটপ 5th/6th জেনারেশন। বিশ্বাস করবেন না কারণ বাংলাদেশের মার্কেটে (IDB, গ্লোবাল, কম্পিউটার সোর্স, রায়েন্স, ফ্লোরা ) আপনি নতুন ল্যাপটপে কিনতে গেলে বর্তমানে 8/9th জেনারেশনের ল্যাপটপই পাবেন না। 

সেখানে বিদেশ থেকে ১-২ মাস আগে কি করে 5th/6th জেনারেশন ল্যাপটপ আসবে? এইটা মনে রাখবেন ল্যাপটপ এর দাম মূলত প্রসেসর এর উপরে না প্রসেসর এর জেনারেশন এর উপরে নির্ভর করে। জেনারেশন যত বেশি হবে ল্যাপটপ এর দাম তত বেশি হবে।


Warranty

Warranty ২ ধরণের হয় – ১ ) সার্ভিস warranty বা লেবার ওয়ারেন্টি ২ ) পার্টস অ্যান্ড লেবার warranty বা কোম্পানির ওয়ারেন্টি।

১) সার্ভিস warranty হল আপনার ল্যাপটপের কোন পার্টস নষ্ট হলে পার্টস নিজের টাকায় কিনতে হবে তারা পার্টস লাগানোর জন্য কোন সার্ভিস চার্জ নিবে না।এই warranty দেওয়া আর নে দেওয়া সেম কারণ তারা পার্টসের দাম কিছুটা বেশি ধরে সার্ভিস এর টাকা টাও উসুল করে ফেলে। এই ধরণের warranty সাধারণত সেকেন্ড হ্যান্ড শপ গুলো দিয়ে থাকে।

২) পার্টস অ্যান্ড লেবার warranty বা কোম্পানির ওয়ারেন্টি । কোম্পানির ওয়ারেন্টি এটাই মূলত আসল warranty . warranty এর মেয়াদ চালু কালে সকল ধরণের সমস্যা কোম্পানি ফ্রি দিয়ে থাকে আপনার পকেট থেকে এক টাকাও বাড়তি খরচ করতে হবে না।


পোর্টসগুলো কাজ করে কিনা দেখে নিনঃ 

একটি ল্যাপটপে প্রতিটা পোর্ট গুরুত্বপূর্ণ। তাছাড়াও ল্যাপটপ অনেকগুলো পোর্টের সমন্বয়ে গঠিত হয়ে থাকে। এক একটি পোর্টের কাজ আলাদা আলাদা হয়ে থাকে। ধরুন, যখন টাচপ্যাড কাজ না করে তখন মাউস দিয়ে কাজ করতে হলে ইউএসবি পোর্ট কানেক্ট করতে হবে। 

অন্যদিকে, স্পিকারের জন্য আলাদা একটি পোর্ট, স্ক্রিন শেয়ার করার জন্য আলাদা HDMI পোর্ট। তাই আপনি যদি কোনো পুরাতন ল্যাপটপ ক্রয় করতে চান তাহলে অবশ্যই সবগুলো পোর্ট কাজ করে কিনা দেখে নিবেন।

ডিসপ্লে ঠিক আছে কিনাঃ 

পুরাতন ল্যাপটপ কেনার আগে ডিসপ্লে চেক করে নিন। এটি ল্যাপটপের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন কারণে পুরাতন ল্যাপটপ গুলোতে দাগ বা স্পট পরে যায়। পরে দেখা যায় দিন দিন স্পটগুলো বাড়তে থাকে এবং একসময় সম্পূর্ণ ভাবে নষ্ট হয়ে যায়। তাই পুরাতন ল্যাপটপ কেনার আগে ভালোভাবে জিনিসগুলো দেখে নিন।


শেষ কথাঃ 

সব দিক পছন্দ হলে তবেই ল্যাপটপ ক্রয় করুন। ক্যাশ দিয়ে যেহেতু কিনছেন তাই ল্যাপটপ ক্রয় করার সময় প্রয়োজনীয় ওয়্যারেন্টি কার্ড, মানি রিসিপ্ট (যদি থেকে থাকে) নিয়ে নিন। আর এগুলো না থাকলে সেলারের কাছ থেকে সাদা কাগজে কনফিগারেশন বর্ণনা সহ আপনি যে ল্যাপটপটা তার কাছ থেকে কিনেছেন তার একটা স্বাক্ষর নিয়ে নিন।


আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 



0/পোস্ট এ কমেন্ট/Comments