twitter account খোলার নিয়ম।

 


twitter account খোলার নিয়ম। 


আপনি কি জানতে চান টুইটার একাউন্ট খোলার নিয়ম ? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।

টুইটার হল ফেসবুকের মতোই জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আর ফেসবুকের মতোই যে কারো সাথে যোগাযোগ করা যায়। বিশেষ করে বড় বড় সেলিব্রিটিরা এখানে একটিভ থাকে।

অর্থাৎ বিভিন্ন অভিনেতা , রাজনীতিবিদ, বিজনেসম্যান টুইটারে তারা একটিভ থাকে। ফেসবুকের মতো এখানেও মার্কেটিং করা যায়।

এবং প্রচুর পরিমাণে ইনকাম করা যায়। দিন দিন টুইটার এর চাহিদা বেড়েই চলছে।

অতএব আজ আমি টুইটার একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি আমি আরো বলবো কিভাবে আপনি টুইটার থেকে ইনকাম করতে পারবেন ? আশাকরি আপনি সম্পূর্ণ আর্টিকেলটি পড়বেন ।


বন্ধুরা, আপনারা হয়তো টুইটার নাম সবাই শুনেছে, অনেকেই জানেন টুইটার কি আবার অনেকেই জানেন না টুইটার একাউন্ট কি?  আপনি কি জানতে চান টুইটার একাউন্ট তৈরি করতে চান ? তাহলে আপনাকে আজকের এই আর্টিকেল আপনাকে সম্পূর্ণ পড়তে হবে তাহলে আপনি twitter account খোলার নিয়ম সম্পর্কে জানতে পারবেন।

twitter account হল ফেসবুকের মতোই একটি জনপ্রিয় ভাইরাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আর Facebook এর মতোই যে অন্য কারো সাথে যোগাযোগ করা যায়। বিশেষ করে বড় বড় সেলিব্রিটিরা টুইটার একাউন্ট ব্যবহার করে থাকে এবং একটিভ থাকে।

অর্থাৎ বড় বড় এবং বিভিন্ন ধরনের অভিনেতা , বিজনেসম্যান, রাজনীতিবিদ টুইটারে তারা সব সময় একটিভ থাকে। টুইটারেও ফেসবুকের মতো এখানেও মার্কেটিং করা যায়।

এবং টুইটার থেকেও প্রচুর পরিমাণে ইনকাম করা যায়। দিন যতই যাচ্ছে ততই  টুইটার একাউন্ট এর চাহিদা বেড়েই চলছে।

টুইটার একাউন্ট খোলার নিয়ম

আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে থাকা অ্যাপ বা আপনার মোবাইলের ব্রাউজারের মাধ্যমে  twitter account খুলতে পারেন অথবা আপনি কম্পিউটারের ব্রাউজারের মাধ্যমে টুইটার একাউন্ট খুলতে পারবেন। এই দুটো ক্ষেত্রে একই সিস্টেমে  twitter account খুলতে পারবেন।

মোবাইল দিয়ে একাউন্ট খোলার নিয়ম

যদি আপনি টুইটার একাউন্ট মোবাইল অ্যাপের মাধ্যমে খুলতে চান, তাহলে Google Play Store থেকে টুইটার অ্যাপ ডাউনলোড করবেন। এরপর ওপেন করলেই Create account নামে ওই জায়গায় ক্লিক করবেন।

twitter account খোলার নিয়ম এর মধ্যে আপনার কয়েকটি জিনিস লাগবে যেমন,

  • আপনার নাম দিতে হবে।
  • আপনার ফোন নাম্বার অথবা ইমেইল আইডি
  • সবশেষে জন্ম তারিখ

তারপর আপনি দুইবার নেক্সট এ ক্লিক করবেন। এরপর সাইনআপ অপশনে ক্লিক করবেন। তারপর আপনার কাছে একটি মেসেজ আসবে, যদি আপনি মোবাইল নাম্বার দিয়ে টুইটার একাউন্ট করেন তাহলে আপনার মোবাইল নাম্বারে মেসেজ আসবে।

আর যদি ইমেইল দিয়ে টুইটার একাউন্ট করেন তাহলে ইমেইলে মেসেজ আসবে। সে মেসেজে টিতে একটি কোড পাঠাবে আপনি সেই কোড পাবেন সে কোডটি দিয়ে দিবেন।

এরপর নেক্সট দিবেন তারপর আপনার Password সেট করবেন। এভাবে আপনার twitter account তৈরি হয়ে যাবে।

তারপর আপনার twitter account টি সেটআপ করতে হবে। প্রথমে আপনাকে পিকচার সেট করতে হবে।

এরপর নিজের সম্পর্কে একটি ভালো বর্ণনা দিতে হবে। এরপর আপনার ভাষা সিলেক্ট করতে হবে।

এরপর অনেকগুলো ক্যাটাগরি থাকবে সেগুলো থেকে আপনার যেকোনো পছন্দনীয় ক্যাটাগরি বাছাই করতে বলবে।

আপনি যে ক্যাটাগরি সিলেক্ট করবেন সে অনুযায়ী বিভিন্ন বিষয়ে আপনাকে twitter সাজেস্ট করবে। এরপর আপনাকে বিভিন্ন লোকদেরকে ফলো করতে বলবে।

এরপর আপনাকে নোটিফিকেশন অপশন চালু করতে বলবে। এরপর Let’s go সেখানে ক্লিক করলেই আপনার twitter এর হোমপেজে নিয়ে যাবে। এভাবে আপনার পরিপূর্ণ টুইটার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে।

বিস্তারিত জানতে ভিডিও টি দেখতে পারেন :

https://www.youtube.com/watch?v=ItJdbHveNrU


টুইটার ব্যবহারের নিয়ম

টুইটার ব্যবহারের জন্য কয়েকটি নিয়ম / বিষয় রয়েছে। সেই বিষয় সম্পর্কে জানলে আপনি টুইটার ব্যবহারে পারদর্শী হয়ে যাবেন।

Tweet অর্থাৎ টুইটারে কোন জিনিসকে পোস্ট করাকে টুইট বলে। ইচ্ছে করলে আপনি ফেসবুকের মত ছবি , ভিডিও , অডিও ইত্যাদি শেয়ার করতে পারবেন। তবে একটা জিনিস মনে রাখতে হবে একটি টুইটের মধ্যে 140 টি শব্দের বেশি লেখা যায় না।

Retweet অর্থাৎ অন্যের টুইট করা পোস্ট শেয়ার করাকে রিটুইট বলে। এটা আপনার টুইটার প্রোফাইল এ দেখানো হবে। এর মাধ্যমে আপনার ফলোয়াররা এই পোস্টটি দেখতে পারবে।

Follow অর্থাৎ যদি আপনি কারো ফলো বাটন এ ক্লিক করেন তাহলে আপনি ঐ ব্যক্তির প্রত্যেকটি টুইট এবং পোস্ট এর নোটিফিকেশন পাবেন।

উপরে খোলার নিয়ম জানার পর আপনাকে অবশ্যই টুইটার ব্যবহারের নিয়ম জানতে হবে তাহলে কোন প্রবলেম ছাড়াই টুইটার একাউন্ট ব্যবহার করতে পারবেন ।


টুইটার থেকে আয়

টুইটার থেকে আয় করা অনেকগুলো পদ্ধতি রয়েছে :

  • টুইটারে নিজের প্রোডাক্ট বিক্রি করে আয় করা যায়
  • my likes এর অ্যাড ব্যবহার করে টুইটার থেকে আয় করা যায় । এটা অন্যতম একটি মাধ্যম।
  • টুইটার একাউন্ট বিক্রি করে আয় করা যায়।
  • sponsored tweets এর মধ্যমে টুইটার থেকে আয় করা যায়। তবে এর জন্য শর্ত হল কমপক্ষে 50 জন ফলোয়ার থাকতে হবে এবং 100 টি পোস্ট থাকতে হবে।
  • এফিলিয়েট মার্কেটিং করে টুইটার থেকে ভালো পরিমাণে ইনকাম করা যায়।


আমাদের কথা,, 

উপরে উল্লেখিত twitter account খোলার নিয়ম এবং টুইটার ব্যবহারের নিয়ম যদি আপনি ভালভাবে পড়ে থাকেন এবং ফলো করেন তাহলে আপনি twitter account সেট আপ করতে পরিপূর্ণভাবে সফল হবেন এবং পাশাপাশি twitter থেকে আয় করতে পারবেন।

যদি আপনার twitter account খোলার নিয়ম লেখা সম্পর্কে আরো কিছু জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার বন্ধু-বান্ধব আত্মীয়স্বজনদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ


আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 


0/পোস্ট এ কমেন্ট/Comments