সেরা কয়েকটি ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যার
কম্পিউটারের সুরক্ষার জন্য এন্টিভাইরাস সফটওয়্যার এর কোন বিকল্প নেই। এটি আমাদের সব ধরনের প্রয়োজনীয় ফাইল চুরি বা নষ্টের হাত থেকে বাচায়।
বর্তমান সময়ে কম্পিউটার ছাড়া চলা অসম্ভব। এটি একটি অতি প্রয়োজনীয় বস্তু। বর্তমানে আমাদের প্রায় সকল কাজের সাথেই কম্পিউটার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে আছে। দৈনন্দিন জীবনে প্রায় সকল কাজই কম্পিউটার ভিত্তিক।
তাই কম্পিউটারের সঠিক যত্ন নেওয়া ও সুরক্ষা করা আমাদের কাজ। নাহলে হতে পারে বিভিন্ন রোগ, যেগুলোকে আমরা ভাইরাস অ্যাটাক বলে থাকি। ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যার দিয়ে আপনি এই ভাইরাস অ্যাটাক থেকে রক্ষা পেতে পারেন।
ভাইরাস আপনার কম্পিউটারে কী কী ক্ষতি করতে পারে?
আপনার কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হলে নিম্নলিখিত উপায়ে আপনার কম্পিউটারকে প্রভাবিত করতে পারেঃ
- কম্পিউটারটি স্লো কাজ করবে।
- ফাইলগুলোর ক্ষতি হয় বা ডিলিট হয়ে যায়।
- পুনরায় হার্ড ড্রাইভ ডিস্ক ফরম্যাট করতে হয়।
- ঘন ঘন কম্পিউটার ক্রাশ হয়।
- তথ্য হ্রাস পায়।
- কম্পিউটার বা ইন্টারনেটে কোন কাজ করতে অসুবিধা হয় ইত্যাদি।
অর্থাৎ,ভাইরাস হলো একটি অপ্রয়োজনীয় প্রোগ্রাম যা অজান্তেই ব্যবহারকারীর সিস্টেমে প্রবেশ করে যেকোন প্রয়োজনীয় তথ্যকে নিমিষেই শেষ করে দিতে পারে! এতে করে আপনি মহা বিপদে পড়তে পারেন। কম্পিউটার ভাইরাসকে কম্পিউটারের একটি অসুস্থতা হিসেবে বিবেচনা করা যেতে পারে, ঠিক যেমন মানুষের ভাইরাসগুলির ফলে মানুষের মধ্যে রোগ হয়।
এতে আপনি সচেতন হয়ে ভাল কোন ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করেন তাহলে হয়তো আপনি অনেকাংশে এই হয়রানি থেকে মুক্ত থাকতে পারবেন।
অ্যান্টিভাইরাস কি?
অ্যান্টিভাইরাস হল এমন এক সফ্টওয়্যার যা ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। এটি ভাইরাস এবং ভাইরাসের উপস্থিতি সনাক্ত করার পরে কম্পিউটার সিস্টেম থেকে অপসারণের জন্য কাজ করে। অ্যান্টিভাইরাস সফটওয়্যার প্রোফিল্যাকটিক (Prophylactic) হিসাবে কাজ করে, যাতে এটি কেবল একটি ভাইরাসকেই দূর করে না ভবিষ্যতে আপনার কম্পিউটারে সংক্রামিত হতে কোনও সম্ভাব্য ভাইরাসকেও রোধ করে।
অ্যান্টিভাইরাস সফ্টওয়্যার কম্পিউটারের জন্য কেন প্রয়োজন ?
অ্যান্টিভাইরাসবিহীন সিস্টেমটি ঠিক বাড়ির একটি খোলা দরজার মতো। একটি খোলা এবং সুরক্ষিত দরজা আপনার বাড়িতে সমস্ত অনুপ্রবেশকারী এবং চোরগুলিকে আকর্ষণ করবে।
একইভাবে, একটি অরক্ষিত কম্পিউটার সিস্টেমে সমস্ত ভাইরাসগুলিকে আমন্ত্রণ জানাবে এটায় স্বাভাবিক। একটি অ্যান্টিভাইরাস আপনার কম্পিউটারের সমস্ত দূষিত প্রবেশকারী ভাইরাস প্রতিরোধের জন্য সুরক্ষা গার্ড হিসেবে এবং একটি বন্ধ দরজা হিসাবে কাজ করবে। তাহলে, আপনি কি অনুপ্রবেশকারীদের জন্য আপনার দরজা খোলা রেখে দেবেন?
কম্পিউটার সুরক্ষার জন্য সফ্টওয়্যার প্রতিষ্ঠানগুলি বিভিন্ন ধরনের এন্টিভাইরাস সফটওয়্যার বানিয়ে থাকে। এর মাঝে আপনাকে কিছু কিনতে হয়, আবার কিছু ফ্রি পাওয়া যায়। আপনি যদি কম্পিউটারের সুরক্ষার পাশাপাশি আপনার ব্যয় কমাতে চান অর্থাৎ,পকেটের টাকা বাঁচাতে চান, তাহলে ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যার এর বিকল্প নাই।
সেরা কয়েকটি ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যার
নিচে ১০টি ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যার সম্পর্কে অতি সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হল।
- Avast Antivirus
- Adaware Antivirus
- AVG Antivirus
- Avira Antivirus
- Amiti Antivirus
- Immunet
- Forticlient
- Bitdefender Antivirus
- Baidu Antivirus
- Comodo Antivirus
1. Avast! Free Antivirus
Avast! সেরা ফ্রি অ্যান্টিভাইরাস সফ্টওয়্যারগুলোর মধ্যে একটি। যা ভাইরাস সুরক্ষা সরবরাহ করে। প্রাচীনতম অ্যান্টিভাইরাস সংস্থাগুলোর মধ্যে একটি হল, Avast! 1988 সাল থেকে ব্যবহারকারীদের সুরক্ষা দিচ্ছে। বিশ্বব্যাপী কয়েক মিলিয়ন লোক এটি ব্যবহার করে। সবচেয়ে জনপ্রিয় এন্টিভাইরাস সফটওয়্যার মনে হয় এটাই।
Avast! Free Antivirus নামে একটি ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যার বাজারে প্রচলিত আছে। এর তুখোড় দৃষ্টি থেকে পালিয়ে পার পায় না কোন ভাইরাস কিংবা ক্ষতিকর কোন সফট্ওয়্যার!
Windows 7, Windows 8,Windows 10, Vista ,কিংবা XP এর যে কোন একটিতে আপনি এটি ব্যাবহার করতে পারবেন।
বৈশিষ্ট্যঃ
- বুদ্ধিমান এন্টিভাইরাস।
- হোম নেটওয়ার্ক সুরক্ষা দিতে পারে।
- স্মার্ট স্ক্যান।
- সুরক্ষিত DNS.
- অটোমেটিক সফ্টওয়্যার আপডেট।
- ডাটা সুরক্ষা ইত্যাদি।
2. Adaware Antivirus
Adaware Antivirus ফ্রি Adaware থেকে এসেছিল,পূর্বে এটি Lovasoft নামে পরিচিত একটি সংস্থা ছিল। আপনার যদি-মেইল স্ক্যানিং এ সমস্যা থাকে তবে আপনার জন্য সবচেয়ে সহায়ক হবে এই Adaware Antivirus ফ্রি সফ্টওয়্যারটি।
এই সফ্টওয়্যারটি আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন।আপনার কম্পিউটার সুরক্ষিত এবং ভাইরাসমুক্ত রাখতে এর ব্যবহারের বিকল্প নেই। Windows 7, Windows 8, Windows10, Vista এবং XP তে সহজেই মানিয়ে নেবে এই Adawar Antivirus ফ্রি সফ্টওয়্যার।
প্রধান বৈশিষ্ট্যঃ
- এক্টিভ ভাইরাস নিয়ন্ত্রণ করে।
- ক্ষতিকর প্রসেস বন্ধ করে।
- আক্রান্ত ফাইল ব্লক করা।
- অন ডিমান্ড স্ক্যানার।
- রিয়েল টাইম সুরক্ষা।
- ইমেইল সুরক্ষা,ওয়েব সুরক্ষ, নেটওয়ার্ক সুরক্ষা করে ইত্যাদি।
3. AVG Antivirus
কম্পিউটারের জন্য ফ্রি এন্টিভাইরাস অ্যাপের অন্যতম অগ্রদূত AVG Anitvirus. গত এক দশক ধরে ধারাবাহিকভাবে সাফল্যের জন্য AVG পুরস্কার জিতেছে। বিভিন্ন পরীক্ষায় খুব ভালো স্কোর অর্জের জন্য এবং ফিশিংয়ের বিরুদ্ধে এর দুর্দান্ত সুরক্ষার জন্য PCMag AVG এন্টিভাইরাস বিনামূল্যের প্রশংসা করেছে।
বৈশিষ্ট্যঃ
- এন্টি-স্পাইরাল স্ক্যান এর একটা বিশেষ গুন।
- ইমেল স্ক্যানিং, লিংক স্ক্যানিংসহ আরও কিছু বিশেষ ক্ষমতা এই সফ্টওয়্যারকে দিয়েছে এক ভিন্ন মাত্রা।
- অটোমেটিক ভাইরাস স্ক্যানিং।
- আক্রান্ত ফাইলগুলো মুছতে এবং ব্যক্তিগত তথ্য উন্মুক্ত হওয়া থেকে রোধ করে ইত্যাদি।
ম্যাশেবল উল্লেখ করেছেন যে, AVG ফ্রি অ্যান্টিভাইরাস সবচেয়ে সঠিক ভাইরাস সনাক্তকরণ করেছে। তিনি বলেন, “এভিজি অ্যান্টিভাইরাস বিনামূল্যে দক্ষতার সাথে ভাইরাস এবং ম্যালওয়্যার সনাক্ত করে।
ব্যবহার করার ক্ষেত্রে AVG Windows 7,Windows 8, Windows 10, Vista এবং XP ব্যবহারকারীরা পছন্দ করে থাকে।
4. Avira Antivirus
Avira Antivirus ৩০ বছর ধরে মানুষের কম্পিউটারকে সুরক্ষা দিয়ে আসছে। হাই কোয়ালিটি এবং মার্জিত টাইপের ফ্রি এন্টি ভাইরাস সফ্টওয়্যার হলো Avira Antivirus সফ্টওয়্যার।
যদিও এটি কম্পিউটারে জায়গা বেশি দখল করে কিন্তু কাজের ক্ষেত্রে একদম নিট এন্ড ক্লিন। সব ভাইরাসকে খুব সহজে দমন করে এই সফ্টওয়্যার। যারা নতুন ব্যবহারকারী তাদের এই Avira Antivirus থেকে একটু দূরে থাকায় ভাল।
Windows 7, Windows 8, Windows10, Vista, XP এর পাশাপাশি MAC এবং Linux ব্যাবহারকারীরা Avira Antivirus ব্যবহার করতে পারেন।
বৈশিষ্ট্যঃ
- ডাউনলোড, টরেন্টস এবং ক্লাউড স্টোরেজ স্ক্যান করে।
- ইমেল সংযুক্তিগুলি স্ক্যান করে
- ইউএসবি(USB) ডিভাইসগুলি স্ক্যান করে।
- কোনও বিজ্ঞাপন নেই।
- সীমাহীন গ্রাহক সমর্থন করে।
5. Amiti Antivirus
Amiti Antivirus ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যার জগতে একটি পরিচিত নাম। এটি ভাইরাস,ম্যালওয়্যার অনুসন্ধানের দিক দিয়ে খুবই জনপ্রিয়। ভাইরাসকে খুঁজে খুঁজে বের করে ধ্বংস করে খ্যাতি লাভ করেছে এই এন্টিভাইরাস। পুরো চার ধরনের স্ক্যানিং করতে পারে এই এন্টিভাইরাস।
বৈশিষ্ট্যঃ
- ব্যবহার করা সহজ।
- পরিচালনার সব নির্দেশনা স্কিনেই দিয়ে দেয়।
- অতিরিক্ত মেমোরি দখল করে না।
- স্বয়ংক্রিয়ভাবে আপডেট করতে পারে ইত্যাদি।
- Windows 7, Windows 8,Windows 10, Vista এবং XP ব্যাবহারকারীরা এটি ব্যবহার করতে পারে ।
শেষ কথা -
নিজের কম্পিউটারকে ভাইরাস থেকে রক্ষা করুন , অপ্রয়োজনীয় কোনো সাইটে প্রবেশ করবেন নাহ , ফাইল ডাউনলোড করার আগে ফাইলটি চেক করে নিন ।
ভাইরাস প্রতিরোধের জন্য আপনি উপরের যেকোনো একটি এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করতে পারেন । মনে রাখবেন একটি পিসিতে একটির বেশি দুইটি এন্টিভাইরাস সফটওয়্যার ইন্সটল দিবেন নাহ ।
একটি মন্তব্য পোস্ট করুন