ডিজিটাল মার্কেটিং কি এবং কিভাবে করতে হয়?

 


ডিজিটাল মার্কেটিং কি এবং কিভাবে করতে হয়?


অনলাইনে বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে Digital Marketing খুবই গুরুত্বপূর্ণ। ডিজিটাল মার্কেটিং এর অপর নাম অনলাইন মার্কেটিং বা ইন্টারনেট মার্কেটিং। বিশ্বজুড়ে ইন্টারনেটের ব্যবহার প্রসার ঘটার সাথে সাথে ইন্টারনেট মার্কেটিং ইন্ডাস্ট্রিতে প্রচুর চাহিদা বেড়েছে। তাই ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারে দারুণ সম্ভাবনার সৃষ্টি হয়েছে। পাশাপাশি কৌতুহলও বেড়েছে ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখব?

ইন্টারনেট আসার আগে সবাই গাতনুগতিক মার্কেটিং বা ট্রেডিশনাল মার্কেটিং নিয়ে কাজ করতো। এখনো করে। তবে প্রযুক্তির ছোঁয়া যখন বাণিজ্যক্ষেত্রে লেগেছে, তখন ট্রেডিশনাল মার্কেটিং থেকে অনলাইন মার্কেটিংয়ের গুরুত্ব প্রায় কয়েকশ গুণ বেড়েছে।

বর্তমান সময়ে আপনার বাণিজ্য বা বিজনেসকে শুধু ট্রেডিশনাল মার্কেটিং দিয়ে অন্য কোম্পানির সাথে ফাইট করাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। এমনটি Online Marketing ব্যতীত বর্তমান সময়ে কোম্পানি টিকিয়ে রাখাটা বড় একটি চ্যালেঞ্জও হতে পারে।

প্রযুক্তির এই যুগে প্রায় অধিকাংশ মানুষই ইন্টারনেটের সাথে যুক্ত। এই বিষয়টা কেন্দ্র করেই মূলত অনলাইন বাণিজ্যের সূচনা হয়েছে। অনলাইন ভিত্তিক অগণিত প্রতিষ্ঠান আছে, যারা বিভিন্ন পণ্য ইন্টারনেটের সাহায্যে সাধারণ ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছে। সাধারণ ক্রেতারাও নিজ নিজ ঘরে বসে পণ্য হাতে পাচ্ছে।

এভাবেই দিন যত পার হচ্ছে অনলাইন ভিত্তিক বাণিজ্যের চাহিদা ক্রমাগতই বেড়ে চলছে। একটা বিষয় অবশ্যই আপনাকে জানা উচিত, অনলাইনে ব্যবসা বাণিজ্য পরিচালনা বা যে কোনো কোম্পানি -প্রতিষ্ঠানের প্রচার প্রসারের জন্য ডিজিটাল মার্কেটিংয়ের শতভাগ গুরুত্ব রয়েছে।

আর এই বিষয়টিকে কেন্দ্র করে মার্কেটিং সেক্টরে ডিজিটাল মার্কেটারদের প্রচুর ডিমান্ড তৈরি হয়েছে। বর্তমান সময়ে প্রায় প্রত্যেক কোম্পানি -প্রতিষ্ঠানই তাদের প্রচার-প্রসারের জন্য প্রথমেই Digital Marketing এর কথা চিন্তা করে।


ডিজিটাল মার্কেটিং কি ?

মার্কেটিং মানেই হলো প্রচার করা। Digital Marketing বলতে ইলেক্ট্রনিক যন্ত্রে পরিচালিত ইন্টারনেটের ব্যবহারে কাঙ্ক্ষিত বিষয়কে টার্গেট অডিয়েন্সের কাছে প্রচার করা। এভাবেও বলা যায় যে, ডিজিটাল মিডিয়া ব্যবহার করে যে বিজ্ঞাপণগুলো প্রচার করা হয়, তাকেই ডিজিটাল মার্কেটিং বলে।

আপনি হয়ত লক্ষ্য করলে দেখবেন, প্রতিটি সরকারি -বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোতে মার্কেটিং ডিপার্টমেন্ট থাকে। এই ডিপার্টমেন্টে ছাত্র-ছাত্রীদেরকে মার্কেটিং বিষয়ে শিক্ষা দিয়ে দক্ষ করে তোলা হয়। সেখান থেকেই তৈরি হয় হাজার হাজার মার্কেটার।

তবে বর্তমান সময়ে অফলাইন মার্কেটিং বা ট্রেডিশনাল মার্কেটিং থেকে অনলাইন মার্কেটিংয়ের চাহিদা অনেকগুণে বেড়ে গেছে। তাই মার্কেটিং ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করেছে বা করছে, তাদের প্রায় সকলেই এখন Digital Marketing নিয়ে কাজ করছে।

ডিজিটাল মার্কেটিং কেন করবেন ?

যারা মার্কেটিং সম্পর্কে বুঝতে পেরেছেন, তারা অবশ্যই ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্বও অনুধাবণ করতে পেরেছেন হয়ত। সকলেই জানেন, মার্কেটিংয়ের প্রধান কাজ বা উদ্দেশ্যই হলো প্রচার করা। আপনার কোম্পানির প্রোডাক্ট যত বেশী মানুষের কাছে প্রচার করতে পারবেন, আপনার প্রোডাক্ট তত বেশীই বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মার্কেটিংয়েং মাধ্যমে মূলত কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে সাধারণ ক্রেতাদেরকে জানিয়ে দেওয়া হয়। যেমনঃ আপনার প্রোডাক্ট কি কাজে ব্যবহার করা হয়, কি কি ফিচার আছে, ওয়ারেন্টি, গ্যারান্টি ইত্যাদি বিষয়াদি।

তবে মার্কেটিং প্রধান লক্ষ্যই থাকে পণ্য বিক্রয়। দেশী-বিদেশী প্রায় সকল কোম্পানিই এখন Digital Marketing নির্ভর কাজ করে যাচ্ছে এবং প্রায় বেশীরভাগই কোম্পানি সফলতার উর্ধ্ব শিকরে পৌঁছে গেছে।

ডিজিটাল মার্কেটিংয়ের সুবিধা কি ?

  • Digital Marketing এমন একটি বিষয়, যেটার ব্যবহারে অল্প পুজীতেই একটি কোম্পানি দাঁড় করানো যায়। অর্থাৎ, অল্প পণ্য বা বিক্রয়যোগ্য সাধারণ সামগ্রী নিয়েও অর্থ উপার্জনের একটি পেসিভ ইনকাম সোর্স তৈরি করা যায়।
  • অল্প খরচেই নিজস্ব সার্ভিস, কোম্পানির প্রোডাক্ট বা যে কোন সামগ্রী হাজার হাজার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়া যায়।
  • Digital Marketing করার জন্য তেমন কোনো অফিস বা কোম্পানির প্রয়োজন হয় না। সাধারণত অল্প কিছু প্রোডাক্ট নিয়েও কাজ করা যায়।
  • ছোট বড় সকল কোম্পানিই ডিজিটাল মার্কেটিং সেবা নিয়ে তাদের কাঙ্খিত লক্ষ্য পূরণ করতে পারে।
  • দেশ ভিত্তিক, এলাকা ভিত্তিক এবং বয়স ভিত্তিক টার্গেট মানুষের কাছেও মার্কেটিং করার সুবিধা পাওয়া যায়।
  • সকল ধরণের কাস্টোমারদের সাথে একটি কমিউনিটি তৈরি করা যায়। ফলে কাস্টোমারদের মাঝে একটি আবেগ ও আগ্রহ বাড়ে।
  • সহজেই পণ্যের প্রসার ঘটানো এবং অল্প সময়েই পণ্য বিক্রয়ের কাজ সম্পূর্ণ করা যায়।

আধুনিক প্রযুক্তির ছোঁয়া বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। দিন যত পার হচ্ছে ততই কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। তাই আগামীর বিশ্বটা অনলাইন ভিত্তিক বাণিজ্য পরিচালনার স্বপ্নকে কেন্দ্র করেই কাজ করে যাচ্ছে।

মার্কেটিং বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী দিনগুলোতে ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব ও চাহিদা ক্রমাগত ভাবে বেড়েই চলবে। আমরাও তার পূর্বাবাস দেখছি পারছি। তাই Digital Marketing নিয়ে প্রত্যেকটা কোম্পানির জোরদার হওয়ার প্রয়োজনীতা মনে করছি।


ডিজিটাল মার্কেটিং কিভাবে করতে হয় ?

ডিজিটাল মার্কেটিং কিমার্কেটিং মানেই যেহেতু প্রচার করা, তাই অনেক ভাবেই প্রচার করা যায়। তবে দুটি পদ্ধতিই সবচেয়ে গ্রহণযোগ্য। অফলাইন প্রচারণা ও অনলাইন প্রচারণা। কোম্পানি অথবা যে কোনো বিষয়ের প্রচারণায় এই দুটি পদ্ধতিই সবাই অবলম্বন করে। তবে অফলাইনের প্রচারণা থেকে অনলাইনের প্রচারণায় বেশী সাশ্রয়ী। অল্প সময়ে, অল্প টাকায়, অল্প পরিশ্রমেই অনলাইনে যেই টার্গেট অডিয়েন্স পাওয়া সম্ভব তা কখনই অফলাইনে সম্ভব নয়।

ডিজিটাল মার্কেটিং একটি পূর্ণাঙ্গ প্যাকেজের নাম। এর মাঝে অনেক শ্রেণীবিন্যাস রয়েছে।

Digital Marketing করার বেশ কিছু মাধ্যম রয়েছে। তার মাঝে জনপ্রিয় ও সময়োপযোগী কিছু মাধ্যমকেই টার্গেট করে আজকের আলোচনা। তবে আপনার সার্ভিস, কোম্পানি বা প্রোডাক্টের ধরণ অনুযায়ী প্রচার-প্রসারের মাধ্যমকে বেছে নিতে হবে।

  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং (Social media marketing)
  • কনটেন্ট রাইটিং (Content Writing)
  • সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimization / SEO)
  • গুগল এডওয়ার্ডস ( Google AdWords)
  • ইউটিউব মার্কেটিং বা ভিডিও মার্কেটিং (YouTube Marketing / Videos Marketing)
  • মোবাইল এপস মার্কেটিং (Mobile App Marketing)
  • এফিলিয়েট মার্কেটিং ( Affiliate Marketing )
  • ইমেইল মার্কেটিং (Email marketing)


ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার  

ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং কিভাবে করতে হয়বর্তমান সময়ে সকল কোম্পানি -প্রতিষ্ঠানই অনলাইন ভিত্তিক বাণিজ্য পরিচালনার প্রতি ঝুঁকছে। আপনারা অবশ্যই জানেন যে, অনলাইন বাণিজ্য পরিচালনার জন্য ডিজিটাল মার্কেটিং এর চাহিদা শীর্ষ অবস্থান ধরে রেখেছে।

এজন্য দেশী-বিদেশী বিভিন্ন কোম্পানিতেই Digital Marketing -এ চাকরির ডিমান্ড তৈরি হচ্ছে। আপনি যদি মার্কেটিংয়ের কাজ করতে চান, তাহলে ডিজিটাল মার্কেটিং স্ট্রাটেজি গুলো শিখে নিতে পারলে আপনিও অনেক কোম্পানিতে পার্মানেন্ট জব করতে পারেন। অথবা, কোথাও পার্মানেন্ট জব না নিয়েও এই সার্ভিসটি বিভিন্ন কোম্পানিকে লোকাল ভাবে দিতে পারবেন।

অনলাইন ভিত্তিক যত ক্যারিয়ার আছে, তার মধ্যে সবচেয়ে উন্নত এবং জনপ্রিয় ক্যারিয়ার হলো ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার। এই কাজের চাহিদা যেমন, সম্মানও তেমন। তাই আপনি চাইলে ডিজিটাল মার্কেটিং শিখে আপনার জন্য সুন্দর একটি ক্যারিয়ার গড়ার অপর্চুনিটি তৈরি করতে পারেন।

ডিজিটাল মার্কেটিং শেখার উপায় কি ?

মার্কেটিং বিষয়টাই প্রচার করা। Digita  l Marketing মানে অনলাইনে প্রচার করা। আপনি যদি অনলাইনে কিছু প্রচার করতে চান তবে আপনাকে উপরোল্লেখিত বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতে হবে।

অনলাইন মার্কেটিং শেখার জন্য আপনাকে অভিজ্ঞদের সংস্পর্শে আসতে হবে। বাংলা ভাষাভাষীদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান অনলাইন মার্কেটিং এর উপর কোর্স করাচ্ছে। আপনি চাইলে সেসব প্রতিষ্ঠানের কোর্স করেও Digital Marketing সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি অনলাইন মার্কেটিং এর উপর অনেক বই আছে। চাইলে সেসব বই সংগ্রহে রাখতে পারেন।

আমরা ফ্রিতেই ডিজিটাল মার্কেটিং কোর্স আপনাদেকে উপহার দেওয়ার চেষ্টা করছি। আপনারা যদি আমাদের এই কোর্সটি সম্পূর্ণ ধৈর্যের সাথে পড়তে পারেন এবং অনুধারণ করতে পারেন, তবে আশাকরি আপনারা Digital Marketing এর জ্ঞান আয়ত্ব করতে পারবেন ইনশাআল্লাহ।

ডিজিটাল মার্কেটিং শেখার জন্য কেমন যোগ্যতা প্রয়োজন ?

অনলাইন মার্কেটিং শেখার ক্ষেত্রে অনেকেই যোগ্যতা নিয়ে কনফিউশনে পড়েন, এটাও সুস্পষ্ট করা জরুরি। Digital Marketing শেখার জন্য বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন নেই। আপনি যদি কম্পিউটার, ইন্টারনেট, ব্রাউজিং এবং মার্কেটিং সম্পর্কে জানেন, তবে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে পারবেন।

গুরুত্বপূর্ণ কিছু কথাঃ

প্রযুক্তির ব্যবহারে দিন দিন অগণিত মানুষ ইন্টারনেটে এক্টিভ হচ্ছে। এই বিষয়কে কেন্দ্র করে প্রায় সব ধরণের কোম্পানিই এখন অফলাইনের পাশাপাশি অনলাইন ভার্সনেও কাজ করছে। তাই বেড়েছে ডিজিটাল মার্কেটিংরের ব্যবহার। 

আপনি চাইলে Digital Marketing শিখে নিজের জন্য বিউটিফুল একটি ক্যারিয়ার গঠন করতে পারেন। আশাকরি ডিজিটাল মার্কেটিং কি এবং কিভাবে করতে হয় -এর প্রাথমিক বিষয়বস্তুর পূর্ণ ধারণা আপনাদের দিতে পেরেছি।

লেখাটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ


আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 


0/পোস্ট এ কমেন্ট/Comments