কন্টেন্ট কি ? কন্টেন্ট রাইটিং কিভাবে শুরু করবেন ?

 


কন্টেন্ট কি ? কন্টেন্ট রাইটিং কিভাবে শুরু করবেন ?


আর্টিকেল লিখে এখন অনেকেই বেশ ভালো মানের টাকা ইনকাম করছে। ইংরেজিতে ভালো রাইটার হলে প্রতি মাসে লাখ টাকার বেশি আয় করাও সম্ভব। বাংলাদেশে বাংলা ভাষায় আর্টিকেল লিখে আয় করার সুযোগ আগের চেয়ে এখন বৃদ্ধি পাচ্ছে। নতুন নতুন ওয়েব সাইট তৈরি হচ্ছে, সেসব ওয়েব সাইটের জন্য বিভিন্ন টপিকের উপর লেখার প্রয়োজন হয়। এজন্য অনেকে আর্টিকেল লিখিয়ে নিয়ে টাকা পে করে।


আমি আজকে এই পোস্টে আর্টিকেল লেখার নিয়ম, বাংলা আর্টিকেল লিখে বিকাশে পেমেন্ট নিয়ে আয় করার ওয়েব সাইট সমূহের তালিকা, ব্লগারদের প্রতারনা থেকে বাচার উপায় এবং ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো। আশা করবো পুরা লেখাটি পড়লে আর্টিকেল লেখা এবং আয় করা নিয়ে আপনার অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। 


কন্টেন্ট কি ?

সাধারণত আমরা ইন্টারনেটে যে বিভিন্ন ছোট বড় গল্প, ছবি, অডিও, ভিডিও ইত্যাদি দেখি বা শুনি সবই মূলত কন্টেন্ট। কন্টেন্ট হচ্ছে একটি ইংরেজি শব্দ। যার বাংলা অর্থ হচ্ছে বিষয়বস্তু। কন্টেন্ট বা বিষয়বস্তু হচ্ছে এমন কিছু মাধ্যম যা দিয়ে কোন বিষয়কে সুন্দরভাবে প্রকাশ করা যায় বা বিস্তারিত বর্ণনা করা যায়। তাছাড়া কন্টেন্ট হচ্ছে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করার সুন্দর একটি মাধ্যম। 


কন্টেন্ট রাইটিং কি ?

কন্টেন্ট রাইটিং (Content Writing) হচ্ছে কোন একটি বিষয়কে একটি সুন্দর বর্ণনায় একটি লিখনির মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করা যেটা থেকে কেউ কোনকিছু সম্পর্কে জানতে পারবে। 

সেটা যেকোনো  বিষয়ের উপরেই হতে পারে। আমাদের কোনো বিষয় সম্পর্কে জানতে হলে গুগলে সার্চ করার পর যে আর্টিকেল বা লেখা গুলো আমাদের সামনে আসে এবং আমরা আমাদের সঠিক তথ‍্যটি খুঁজে পাই সেগুলোই হচ্ছে কন্টেন্ট রাইটিং। সহজ কথায় বলতে গেলে কন্টেন্ট রাইটিং হচ্ছে একটি লিখনি যেখানে এক বা একাধিক বিষয়ের উপর তথ‍্য পাওয়া যায়।


কন্টেন্ট সাধারণত অনেক ধরনের হয়ে থাকে। যেমন:


  • অডিও কন্টেন্ট (Audio Content)
  • ভিডিও কন্টেন্ট (Video Content)
  • টেক্সট বা লিখিত কন্টেন্ট (Text Content)
  • ছবি বা গ্রাফিক্যাল কন্টেন্ট (Image Content)

সব ধরনের কন্টেন্টই মূলত এই চারটি কন্টেন্টের  অন্তর্ভুক্ত।


কন্টেন্ট আরো অনেক ধরণের হতে পারে যেমন:

ব্লগিং কন্টেন্ট – যেমন: কোনো খাবারের রিভিউ অথবা খাবার তৈরির প্রক্রিয়া নিয়ে কন্টেন্ট

  • ইবুক রাইটিং
  • পত্রিকায় ম‍্যাগাজিন লিখা
  • কোনো বইয়ের
  • রিভিউ নিয়ে কন্টেন্ট
  • কোনো ব‍্যবসা প্রতিষ্ঠানের পণ‍্যের বিবরণ দিয়ে লিখিত কন্টেন্ট
  • কোনো ভিডিওর স্ক্রিপ্ট নিয়ে কন্টেন্ট
  • এবং ইউটিউবের ভিডিওর ডেস্ক্রিপশনের বর্ণনাও এক ধরনের কন্টেন্ট।

এই সবগুলোকে একসাথে ডিজিটাল কন্টেন্টও বলা যায়। আবার অনেকে বিভিন্ন স্যোশাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েট করে ইনকাম করছে।


কন্টেন্ট রাইটিং যেভাবে শুরু করবেন

কন্টেন্ট তৈরি শুরু করার জন‍্য প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি ডিজিটাল কন্টেন্টের কোন বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করবেন। অডিও কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট নাকি লিখিত কন্টেন্ট। 


১. অডিও কন্টেন্ট

কোনো একটি বিষয়ের উপর একটি অডিও ফাইল তৈরি করাকেই অডিও কন্টেন্ট বলা হয়।  অডিও কন্টেন্টে সাধারণত ছবি থাকে না।


শুধু মাত্র শুনতে পারা যায়। অডিও কন্টেন্ট তৈরি করতে চাইলে আপনি বিভিন্ন মোটিভেশনাল কথা বা আর্টিকেল রেকর্ড করে অনলাইনে আপলোড করে ইনকাম করতে পারেন।


২. ভিডিও কন্টেন্ট

আমরা ইউটিউবে,বিভিন্ন টিভি চ্যানেলে, ফেসবুকে এছাড়াও আরো অন‍্যান‍্য স্যোশাল মিডিয়াতে যে ভিডিও গুলো দেখে থাকি সেগুলোই ভিডিও কন্টেন্ট। ভিডিও কন্টেন্ট তৈরির জন‍্য প্রথমে কী নিয়ে ভিডিও তৈরি করবেন সেটা আপনাকে ঠিক করতে  হবে। অনেক ধরনের কপিরাইট ফ্রি মিউজিক আছে যেগুলো দিয়ে আপনি  নিজের একটি আইডিয়া কাজে লাগিয়ে ভিডিও বানিয়ে নিজের কোনো ইউটিউব চ‍্যানেল বা ফেসবুক পেজে আপলোড করে সহজেই ইনকাম করতে পারেন।


৩. লিখিত কন্টেন্ট 

ডিজিটাল মাধ্যমে বর্তমানে লিখিত কন্টেন্টের চাহিদা অনেক। ওয়েবসাইট গুলোতে আমরা  বিভিন্ন টপিক নিয়ে যে আর্টিকেল গুলো দেখতে পাই এ সবই লিখিত কন্টেন্ট। লিখিত কন্টেন্ট তৈরির জন‍্য আপনাকে প্রথমে একটি কীওয়ার্ড নির্বাচন করতে হবে। যেটি পুরো কন্টেন্টটির গুরুত্ব বহন করবে। এরপর আপনি পুরো কন্টেন্টটি ওই কীওয়ার্ডকে কেন্দ্র করে সহজেই  লিখতে পারবেন।


৪. ছবি কন্টেন্ট

সৃজনশীল স্থির দৃশ্যমান বস্তুকে ছবি বা ছবি কন্টেন্ট (Image Content) বলে। ছবি কন্টেন্ট তৈরিতে বিভিন্ন টুলস বা সফটওয়্যার ব্যবহার করা হয়। বহুল ব্যবহৃত কম্পিউটার সফটওয়্যার যেমন: Adobe Photoshop ও Adobe Illustrator. আবার জনপ্রিয় অনলাইন এডিটিং টুলস হলো Canva. Image Content Creation কে পেশা হিসেবে নিতে আপনাকে অন্তত Photoshop ও Illustrator এর ব্যবহার শিখতে হবে।


কন্টেন্ট রাইটার কিভাবে হব ?

মনে রাখবেন, কন্টেন্ট রাইটার হবার জন্য কোনো কোর্স এর প্রয়োজন হয় না। আপনি যদি পড়ালেখা করা একজন ব্যাক্তি হয়ে থাকেন এবং ভালো লিখতে ও পড়তে পারেন তাহালে আপনি ও একজন কন্টেন্ট রাইটার হতে পারবেন।

তবে, এর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার লেখার মধ্যে রুচি থাকতে হবে। আপনি যদি নতুন করে কন্টেন্ট রাইটিং শিখতে চান এবং অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহালে নিচে দেওয়া বিষয় গুলোর উপর নজর দিন

১. প্রথমে নিজের পছন্দমত টফিক (niche) বাছায়  করতে হবে। মানে আপনি যে বিষয়ে ভালো জ্ঞান রয়েছে সেই বিষয়টা খুজে বের করুন।

২. আপনি যখন নিজের পছন্দমত বা রুচি মতো টফিক খুঁজে পাবেন তখন ধীরে ধীরে একজন সফল কন্টেন্ট রাইটার এর দিকে এগিয়ে যাবেন।

৩. আপনাকে সব সময় ক্রিয়েটিভ হতে হবে এবং নতুন নতুন কৌশল শিখতে হবে। আপনি ইউটিউব থেকে ভিডিও দেখে রাইটিং এর উপর স্কিল (skills) বাড়াতে পারবেন।

৪. প্রতিদিন কিছু না কিছু লিখতে থাকুন এবং নিজের ভুল গুলো শুধরাতে থাকুন। এতে ধীরে ধীরে আপনার রাইটিং এ উন্নত হবে।

৫. ইন্টারনেটের বিভিন্ন ব্লগে গিয়ে দেখুন তাহালে কিভাবে আর্টিকেল গুলো লিখেছে।

৬. নিজের লেখার ধারাবাহিতা বজায় রাখতে নিজে একটি ফ্রি ব্লগ ওয়েবসাইট তৈরি করুন এবং সেখানে প্রতিদিন নিজের পছন্দের বিষয়ে লিখতে থাকুন।

৭. লেখার সময় অবশ্যই পড়ার অভ্যাস থাকতে হবে। যদি না থাকে পড়ার অভ্যাস তাহালে অভ্যাস করে নিন। এতে আপনি অন্যদের লেখা থেকে অনেক কিছু শিখতে পারবেন।

৮. আর্টিকেল লেখার সময় শব্দের মধ্যে সঠিক ব্যবহার করতে হবে। যদি না করেন তাহালে আপনার লেখা ভিজিটরদের পড়তে অসুবিধা হবে। এজন্য যে ভাষাতে লিখতে চাচ্ছেন সেই ভাষা সম্পর্কে ভালো করে শিখুন এবং জানুন।

৯. আপনার লেখার মধ্যে অবশ্যই একটা মজার বিষয় থাকতে হবে। না হলে মানুষরা আর্টিকেল পড়তে পছন্দ করবে না। তাই সব সময় চেষ্টা করবেন আকর্ষণীয় এবং মজার ধরন দিয়ে আর্টিকেল লিখতে হবে।

১০. যে বিষয়ে আর্টিকেল লিখবেন সেই সম্পর্কে অবশ্যই রিচার্স করে সমস্ত তথ্যবহুল কন্টেন্ট লেখার চেষ্টা করবেন।

আপনারা যদি উপরের ধারণা গুলোর ওপর নজর দিয়ে কাজ করতে পারেন তাহালে সহজে একজন কন্টেন্ট রাইটার হতে পারবেন।


শেষ কথা,,


কন্টেন্ট রাইটিং শুরু করার আগে আপনার জন্য একটি কথাই বলবো, লেখালেখি সবার জন্য সফলতা বয়ে আনে না। 

আপনি যদি নতুন নতুন জ্ঞান আহরণ করতে এবং অন্যদের সাথে শেয়ার করতে প্রবল আগ্রহী হন, তাহলে আপনাকে কন্টেন্ট রাইটিং দুনিয়ায় স্বাগতম।

লেখাটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ।


আরো পড়ুন:


0/পোস্ট এ কমেন্ট/Comments