২০,০০০ টাকার মধ্যে ভালো ফোন

 


২০,০০০ টাকার মধ্যে ভালো ফোন ।


বর্তমানে স্মার্টফোনের বাজারে ১৫,০০০ থেকে ২০,০০০ টাকার বাজেটের ফোন খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশী বাজারে এই মূল্যের স্মার্টফোনের চাহিদা আকাশছোঁয়া ।

যখন থেকে এই বাজেটের স্মার্টফোন অনেক বেশি মানুষ ব্যবহার করছে বা করে চলেছে তখন আমরা দেখতে পেলাম বিভিন্ন স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলি এই ফোন গুলিতে উন্নত মানের ক্যামেরা, সুন্দর মডেল, দ্রুত গতিসম্পন্ন প্রসেসর, এইচডি , সুপার এমোলেড ডিসপ্লে , ভালো ব্যাটারি দিয়ে আমাদের আকর্ষণ করে চলেছে ।

ভালো ক্যামেরা প্রযুক্তিও এই বাজেটের মধ্যে নেমে এসেছে যেটা কিছু বছর আগে দামি স্মার্টফোন পাওয়া যেত ।

সুতরাং এই বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন তৈরি করার জন্য বিভিন্ন স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা গুলির মধ্যে হিড়িক পড়ে গেছে। চলুন এবার দেখে নেওয়া যাক ২০০০০ হাজার মধ্যে সেরা স্মার্টফোন যেগুলি ২০২২ সালে ব্যাপক সাড়া ফেলেছে ।


 1. Samsung Galaxy F22


আমাদের আজকের লিস্টে নাম্বার ৪ স্মার্টফোনটি হলো Samsung Galaxy F22 মোবাইল ফোন। এই ফোনটি সিলেক্ট করার কারণ জানার আগে চলুন এর স্পেসিফিকেশন গুলো জেনে নেওয়া যাক।

  • Display          6.4" Super Amoled HD+
  • Processor MediaTek Helio G80
  • Camera         Back: 64MP+8MP+2MP+2MP 
  • Front:             13MP
  • RAM       6 GB 
  • Type:             LPDDR4x
  • Storage      128 GB  
  • Type:            EMMC 5.1
  • Battery 6000 mAh 18 watt.
  • Official Price 19499 Taka

সিলেক্ট করার কারনঃ এই স্মার্টফোনটি সিলেক্ট করার অন্যতম কারন এর ব্রান্ড ভ্যলু। আমরা যারা মোটামুটি সাধারণ ভাবে ফোন ব্যবহার করি তেমন গেমিং করি না কিংবা টুকটাক ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করে থাকি তাদের জন্য Samsung Galaxy F22 স্মার্টফোনটি একটি ভালো চয়েজ হবে বলে আশা করছি।

কনফিগারেশন খুব বেশি না থাকলেও এই স্মার্টফোনটি লং টাইম ব্যবহারের জন্য উপযুক্ত। সাথে এই ফোনের ক্যামেরা পারফরমেন্স মোটামুটি ভালো। এবং আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মূলত একটু Samsung লাভার। তাদের জন্য ২০ হাজার টাকা বাজেটের মধ্যে Samsung Galaxy F22 মোবাইল ফোনটি ভালো হবে বলে আশা করছি।

 2. Samsung Galaxy A13


২০,০০০ টাকার মধ্যে ভালো ফোন ২০২২ তালিকায় রয়েছে Samsung Galaxy A13 ফোন। ৬.৬ ইঞ্চি PLS LCD Full HD+ ডিসপ্লেকে প্রটেকশন দেওয়ার জন্য রয়েছে Corning Gorilla Glass 5.

ফুল এইচডি+ ডিসপ্লে হওয়ায় কারণে কালার কোয়ালিটিও খুব ভালো মানের। তাই যারা প্রচুর মুভি বা ভিডিও দেখতে পছন্দ করেন । তারা সুন্দর কোয়ালিটির ফোনটি দেখতে পারেন। ফলে ফোনটি মুভি লাভারদের পছন্দের তালিকার শীর্ষেই থাকবে।

সাউন্ড কোয়ালিটি ভালো। বরাবরই স্যামসাংয়ের সাউন্ড কোয়ালিটি কিছুটা বেশি হয়। কিন্তু এটাতে ততটা পাওয়া যাচ্ছে না। তবে এতে সাধারনত সমস্যা হবে না। স্টেরিও স্পিকার থাকলে ভালো হতো।

এতে ব্যবহার করা হয়েছে স্যামসাংয়ের নিজস্ব EXYNOS 850 প্রসেসর। ফলে ব্যাটারি ব্যাকআপ বেশি পাবেন। কারন 8nm এর প্রসেসরটি বেশ অপটিমাইজ হওয়ায় চার্জ কম প্রয়োজন হয়।

গেমিংয়ের ক্ষেত্রে হাই গ্রাফিক্স গেমগুলো খেলতে হবে মিডিয়াম গ্রাফিক্সে। তবে নরমাল গেমগুলো স্মুথলি খেলতে পারবেন।

ফোনের ব্যাকে Quad ক্যামেরা রয়েছে। ৫০ + ৫ + ২ + ২ মেগাপিক্সেলের কম্বিনেশনে বেশ সুন্দর ছবি তুলতে পারে স্যামসাংয়ের এই মোবাইলটি। সামনের দিকে ৮ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামরাও রয়েছে।

মোবাইলে 5000 mAh এর ব্যাটারি রয়েছে। তাই লম্বা সময় ব্যাকআপ পাওয়া যায়। সাধারন ইউজাররা প্রায় ১.৫ দিন অনায়াসেই ব্যবহার করতে পারবেন। ব্যাটারি চার্জের জন্য 15W চার্জার রয়েছে।

বাজারে স্যামসাংয়ের গ্যালাক্সি এ১৩ মডেলের 4/64 GB, এবং 6/128 GB দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। গেমিং বা হেভী ইউজের জন্য অবশ্যই ৬/১২৮ জিবি ভ্যারিয়েন্ট কেনা উচিত ? মোবাইলটির Black, White, Peach এবং Blue এই চারটি কালার রয়েছে।

Samsung Galaxy A13 মোবাইল স্পেসিফিকেশন:

  • প্রসেসর               Exynos 850, Octa core 8nm
  • ডিসপ্লে 6.6 inches PLS LCD ডিসপ্লে, 83.2% screen-to-body ratio
  • ব্যাক ক্যামেরা Quad ৫০ + ৫ + ২ + ২ মেগাপিক্সেল
  • ভিডিও রেজ্যুলেশন ১০৮০ * ২৪০৮  পিক্সেল
  • সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেল এর
  • ব্যাটারি Lithium Polymer 5000 mAh
  • স্টোরেজ ৪ / ৬৪ জিবি, ৬ / ১২৮ জিবি
  • ফোনের দাম যথাক্রমে  ১৮,৪৯৯ টাকা ও ২২,৯৯৯ টাকা।


 3. Realme Narzo 50


আমাদের লিস্টে থাকা নম্বর ২ এ যে ফোনটি রয়েছে সেটি হলো Realme Narzo 50. এই ফোনটি সিলেক্ট করার কারন জানার আগে চলুন এর স্পেসিফিকেশন গুলো জেনে নেওয়া যাক।

  • Realme Narzo 50 Specifications
  • Display              6.6" | 120Hz | IPS LCD | Full HD+
  • Processor                   Media Tek  Helio G95
  • Camera Back:           50MP+2MP+2MP Front: 16MP
  • RAM    4 GB |      Type:         LPDDR4x
  • Storage        64 GB |        Type: UFS 2.1
  • Battery      5000    mAh 33 watts.
  • Official Price  16499 Taka

সিলেক্ট করার কারনঃ Realme Narzo 50 স্মার্টফোনটি সিলেক্ট করার মূল কারন ২০ হাজার টাকার বাজেটে এই ফোনে রয়েছে বেস্ট প্রসেসর। তাছাড়া আইপিএস প্যানেলের ডিসপ্লে হলেও এর সাথে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশরেট।

আমার মনে হয়না এই বাজেটে আর কোনো ফোনে হায়ার রিফ্রেশমেন্ট দেওয়া হয়েছে। এবং বাজেট অনুযায়ী এই ফোনের পারফরমেন্সও অনেক ভালো।

যারা এই বাজেটের একটি ফোন থেকে ভালো ও লং টাইম গেমিং করতে চান তাছাড়া যারা হেবি ফোন ইউজ করে থাকেন তাদের জন্য Realme Narzo 50 মোবাইল ফোনটি উপযুক্ত চয়েজ হতে পারে। তাছাড়া এই ফোন দিয়ে ভালো ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিও করা যাবে।


 4 . Xiaomi Redmi Note 11


২০,০০০ টাকার মধ্যে ভালো ফোন ২০২২ বাংলাদেশ এর বাজারে তালিকার দ্বিতীয় সেরা ফোন Xiaomi Redmi Note 11. ফোনটির অন্যতম আকর্ষনীয় দিক হলো ফুল এইচডি+ রেজ্যুলেশনের AMOLED প্যানেল। এই বাজেটে এই ধরনের ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6 ন্যানো মিটার প্রসেসর পাওয়াটা একটু কঠিনই বটে।

ফোনটির ব্যাকসাইড থেকে সুন্দর গ্লাসি একটা ইফেক্ট পাওয়া যায়। ৬.৪৩ ইঞ্চি ডিসপ্লেকে প্রটেকশন দিচ্ছে Corning Gorilla Glass 3. এটাতে থাকা সেকেন্ডরি নয়েজ ক্যানসেলেশান মাইক বাড়তি নয়েজ দূর করতে সাহায্য করবে। মোবাইলে ডুয়েল স্পিকার রয়েছে । ফলে সাউন্ড লাউড এবং ক্লিয়ার থাকে।

ছবি তোলার জন্য ব্যাক সাইডে ৫০ + ৮ + ২ + ২ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা রয়েছে। আউটডোরে কালার কিছুটা বুস্ট আপ করে। ভালো মানের ছবি পাওয়া যায় মিডল ফ্রেমে ছবি তুললে। লো লাইটে সবমিলিয়ে কিছুটা সফট ছবি দেয়।

সেলফি তোলার জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেলের শ্যুটার। মোটামুটি লাইটে চলনসই ছবি পাওয়া যায় এই ক্যামেরা থেকে। সবমিলিয়ে ক্যামেরার পারফর্মেন্স এই বাজেটের অন্যান্য ফোনগুলোর মতোই। এটা দিয়ে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ ১০৮০ পিক্সেল।

ফোনটিতে কোয়ালকমের 6nm প্রসেসর ব্যবহার করা হয়েছে। যদিও এটা খুব একটা পাওয়ারফুল প্রসেসর নয়। তবে সুবিধা হলো এই প্রসেসর ব্যাটারি বেশী বার্ণ করবে না। ফলে ব্যাটারি ব্যাকআপ নিঃসন্দেহে বেশি পাবেন।

বাংলাদেশে ফোনটির তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ৪/৬৪ জিবি, ৪/১২৮ জিবি এবং ৬/১২৮ জিবি।  ৪ জিবি ভ্যারিয়েন্টের ক্ষেত্রে ভারী অ্যাপ্লিকেশন ব্যবহারে কিছুটা অসুবিধা হবে। তাই যারা মাল্টিটাস্কিং বা হেভী ইউজ করতে চান তারা ৬ জিবি RAM ভ্যারিয়েন্টের দিকে যাবেন।

গ্রাফিক্সের কোয়ালিটি ততটা ভালো না হলেও নরমাল গেম খেলতে কোন সমস্যা হবে না। দীর্ঘসময় গেমিং বা হেভীইউজ করলেও ফোন খুব একটা গরম হয় না।

5000 mAh ব্যাটারিটি দিয়ে সাধারন ব্যবহারকারীরা অনায়াসেই ১ দিন চালাতে পারবেন। চার্জের জন্য 33W এর পাওয়ারফুল চার্জার রয়েছে। শাউমি দাবি করছে এই চার্জার দিয়ে ৬০ মিনিটে ১০০% চার্জ করা সম্ভব।

Xiaomi Redmi Note 11 মোবাইল স্পেসিফিকেশন:

  • প্রসেসর Qualcomm SM6225 Snapdragon 680 4G, Octa core 6 nm
  • ডিসপ্লে 6.43 inches AMOLED Display, 84.5% screen-to-body ratio
  • ব্যাক ক্যামেরা Quad ৫০ + ৮ + ২ + ২ মেগাপিক্সেল
  • ভিডিও রেজ্যুলেশন ১০৮০  পিক্সেল
  • সেলফি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এর
  • ব্যাটারি 5000 mAh, 100% in 60 min
  • স্টোরেজ RAM – 4 GB, ROM – 64 GB
  • মোবাইলের বর্তমান মূল্য ২০,৫৯৯ টাকা।


 5.  Xiaomi Redmi 10


২০০০০ টাকার মধ্যে শাওমি ফোন২০০০০ টাকার মধ্যে ভালো ফোন ২০২২ তালিকার তৃতীয় ফোনটি পূর্বের Xiaomi Redmi 10 এর দাম কিছুটা কমিয়ে ২০২২ সালে নতুন করে Xiaomi Redmi 10 2022 লঞ্চ করা হয়েছে। পার্থক্য শুধু দামের মধ্যেই। এই ফোনটি বাংলাদেশের ফ্যাক্টরিতে উৎপাদন করেছে Xiaomi কোম্পানি।

ফুল এইচডি+ রেজ্যুলেশনের ডিসপ্লেতে IPS LCD প্যানেল ব্যবহার হয়েছে। কালার, শার্পনেস সব ঠিকই আছে। তবে ব্রাইটনেস একটু কম রয়েছে। আর ডিসপ্লে প্রটেকশন এর জন্য Corning Gorilla Glass 3 ব্যবহার করা হয়েছে।

৬/১২৮ জিবি ভ্যারিয়েন্টে স্মুথলি গেমিং করা যাবে তবে, দীর্ঘক্ষণ গেমিংয়ে ফোনটি বেশ গরম হয়ে যাওয়ায় অ্যাকশন মোমেন্টে ঠিকমতো কাজ নাও করতে পারে।

ফোনটির ৪/৬৪ জিবি ভ্যারিয়েন্টে নরমাল কাজ করতে কোনো সমস্যা হয় না। তবে, মাল্টিটাস্কিং করার ক্ষেত্রে এই ভ্যারিয়েন্টটি একটু পিছিয়ে রয়েছে। সেক্ষেত্রে ৬/১২৮ জিবি ভ্যারিয়েন্ট ভালো পারফর্মেন্স দেবে।

ক্যামেরার দিকে নজর দিলে দেখা যায় ব্যাকে কোয়াড ক্যামেরা রয়েছে। ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে ৮ + ২ + ২ মেগাপিক্সেলের আরো তিনটি ক্যামেরা রয়েছে।

5000 mAh এর বড় একটি ব্যাটারি রয়েছে ফোনের ভেতর। অনায়াসে ১ দিন চালাতে পারবেন। ব্যাটারির তুলনায় মাত্র 18W এর চার্জারটি কিন্তু ছোটই বলা যায়।

Xiaomi Redmi 10 2022 মোবাইল স্পেসিফিকেশন:

  • প্রসেসর MediaTek Helio G88, Octa core 12nm
  • ডিসপ্লে 6.5 inches IPS LCD ডিসপ্লে, 83.4% screen-to-body ratio
  • ব্যাক ক্যামেরা Quad ৫০ + ৮ + ২ + ২ মেগাপিক্সেল, ৩০ fps
  • ভিডিও রেজ্যুলেশন ১০৮০ পিক্সেল
  • সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেল এর
  • ব্যাটারি 5000 mAh, 18 W Charging Support
  • RAM – 4GB, ROM – 128GB 
  • বর্তমান প্রাইস ১৮,১৯৯ টাকা।


শেষ কথা,,

আজকে পোস্টে ২০ হাজার টাকার নিচে সবথেকে সেরা ফোনগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। এই ফোনগুলোতে যেমন ভালো প্রসেসর দেওয়া হয়েছে তেমনি ভালো ক্যামেরা ও ব্যাটারি ব্যকাপ পাওয়া যাবে। 

অর্থাৎ এই স্মার্টফোনগুলো দিয়ে যেমন ভালো গেমিং পারফরমেন্স পাবেন সাথে দুর্দান্ত ফটোগ্রাফিও করতে পারবেন। খুব ভালো ব্যলেন্স পারফর্ম করা ৫ টি  মোবাইল ফোন দেওয়া হয়েছে।

আজকের পোস্ট এখানেই শেষ করছি। আশা করি আজকে পোস্ট পড়লে ২০০০০ টাকা বাজেটে কোন ফোনটি আপনার জন্য ভালো হবে, সেটি নিজেই বুঝে নিতে পারবেন।

আজকের সিলেক্ট করা ৫টি ফোনের মধ্যে কোনটি আপনার সবথেকে সেরা মনে হয় আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন।  এবং পোস্টটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।


আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 


0/পোস্ট এ কমেন্ট/Comments