কম দামে ভালো ডিএসএলআর ক্যামেরা গুলো

 


ডিএসএলআর কোনো কিনবেন ?


বর্তমান বাজারে ক্রমবর্ধমান চাহিদা ও মূল্যহ্রাসের কারনে ডিএসএলআর ক্যামেরা সহজলভ্য। একজন ক্রেতা হিসেবে কিভাবে ডিয়েসেলার ক্যামেরা নির্বাচন করবেন তা বিস্তারিত জেনে নিন। বর্তমানে সর্বনিম্ন ২৩,৫০০ টাকার মধ্যে  ডিএসএলআর ক্যামেরা পাওয়া যায়। তাছাড়া ক্রয় ক্ষমতার মধ্যে ভালো মানের এবং উন্নত কনফিগারেসনের ডিয়েসেলার ক্যামেরা কিনতে নিচে কিছু দিকনির্দেশনা দেওয়া হলঃ

বাজারে প্রচুর পরিমাণ ও বিভিন্ন মানের ডিএসএলআর ক্যামেরা পাওয়া যায়। সুতরাং আপনি কিভাবে বুঝবেন কোন ক্যামেরাটি আপনার জন্য প্রযোজ্য। নিম্নে এ সংক্রান্ত কয়েকটি দিক তুলে ধরা হল।

১। মূল্যঃ ডিএসএলআর ক্যামেরা ক্রয়ের ক্ষেত্রে প্রাথমিক দিকটি হচ্ছে এর মূল্য। বাজারে সাশ্রয়ী মূল্যের ক্যামেরা থেকে শুরু করে উচ্চ মূল্যের প্রফেশনাল ক্যামেরা পাওয়া যায়। আপনার বাজেট ঠিক করে নিন। এছাড়াও কিছু আনুষঙ্গিক জিনিসপত্র যেমনঃ লেন্স, ব্যাটারি, মেমোরি কার্ড, ক্যামেরা ব্যাগ ইত্যাদি ক্রয় সংক্রান্ত খরচ আপনাকে মাথায় রাখতে হবে।

২। আপনি ক্যামেরাটি কি জন্য ব্যবহার করবেন তা নির্ণয়ঃ আপনি যখন কোনও ক্যামেরার দোকানে যাবেন তখন বেশিরভাগ বিক্রেতা আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোন ধরনের ফটোগ্রাফি করবেন। সুতরাং প্রথমে নিজেকে এই প্রশ্নটি করা ভালো।

৩। আকারঃ ডিএসএলআর ক্যামেরা একটু বড় আকারের হয়ে থাকে। তাছাড়া মান ও বৈচিত্রের ভিন্নতার ভিত্তিতেও এই ক্যামেরাগুলোর আকার বিভিন্ন হয়ে থাকে।

৪। পূর্ববর্তী গিয়ারঃ ডিএসএলআর ক্যামেরার সুবিধা হচ্ছে এতে বিভিন্ন গিয়ার ব্যবহার করা যায়। বিশেষ করে লেন্সের ক্ষেত্রে তা উল্লেখযোগ্য। আপনার কাছে যদি ইতিমধ্যে একই প্রস্তুতকারকের কোনও ফিল্ম এসএলআর লেন্স থেকে থাকে তাহলে সম্ভাবনা আছে যে আপনি সেটি ডিএসএলআর ক্যামেরাতেও ব্যবহার করতে পারবেন। অবশ্য সব লেন্সের ক্ষেত্রে তা প্রযোজ্য না।

৫। রেজুলেশনঃ ক্যামেরা ক্রয়ের ক্ষেত্রে সর্বপ্রথম মাথায় যে প্রশ্নটি আসে তা হচ্ছে এর মেগাপিক্সেল কতো। বিষয়টিকে অনেক গুরুত্বসহকারে দেখা হলেও আসলে তা নির্ভর করে আপনি তোলা ছবি কিভাবে ব্যবহার করবেন তার উপর। বড় আকারে প্রিন্ট করতে চাইলে বেশি মেগাপিক্সেল থাকা ভালো কিন্তু আপনি যদি ছবি ছোট আকারে প্রিন্ট করতে চান বা মেইলে বন্ধুদের প্রেরণ করতে চান সেক্ষেত্রে মেগাপিক্সেল খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না।

৬। আপগ্রেডঃ সাধারণভাবেই প্রশ্ন জাগে যে ভবিষ্যতে ক্যামেরা আপগ্রেড করতে পারবেন কিনা। যদিও এন্ট্রি লেভেলের ক্যামেরাগুলোর দাম কম কিন্তু উৎকৃষ্ট মানের ক্যামেরার মডেলের তুলনায় এগুলো খুব তাড়াতাড়ি সেকেলে হয়ে যায়। 

প্রথমে নিজেকে প্রশ্ন করেন যে ফটোগ্রাফিতে আপানার দক্ষতা কতটুকু। আপনি কি সেই ধরনের মানুষ যারা প্রথমে কোন কিছুতে প্রাথমিক দক্ষতা অর্জন করে পরবর্তীতে কার্যবিধি পুরোপুরি নিয়ন্ত্রণে আনার জন্য সর্বোচ্চ পর্যায়ে দক্ষতা অর্জনে আগ্রহ প্রকাশ করে? সেক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে একটু দাম দিয়ে ক্যামেরা কেনা শ্রেয়।

৭। অন্যান্য বৈশিষ্ট্যঃ মডেল ভেদে ডিএসএলআর ক্যামেরার ফিচার বিভিন্ন ধরনের হয়ে থাকে যা হয়তো শুরুতে আপনাকে বিভ্রান্ত করবে। কিছু সাধারণ ফিচারগুলোর মধ্যে আছে এপের্চার ব্যবহার, শাটার প্রায়োরিটি, অটো বা মানুয়াল ফোকাস ইত্যাদি। তাছাড়াও যেগুলো আপানাকে বিবেচনা করতে হবে সেগুলো হোল বার্সট মোড, এলসিডি সাইজ, এন্টি-শেক, ডাস্ট প্রটেকশোন, কানেক্টিভিটি, সেমি অটো মোডস্‌ এবং ফ্ল্যাশ।

এসব ছাড়াও আরও বিভিন্ন মডেলের ক্যামেরা বাজারে পাওয়া যায়। কেনার পূর্বে আপানার বাজেট, ক্যামেরার ফিচার, দক্ষতা ইত্যাদি বিচার করে তারপর ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করবেন।


DSLR Camera Canon 700D

ক্যানন EOS 700 D  ক্যামেরাটি প্রথম ২০১০ সালে চালু হয়েছিল।এটি আরম্ভ হওয়ার পর থেকেই এটি দক্ষিণ এশিয়া সহ বিশ্বে স্বল্প-বাজেটের ক্যামেরা হয়ে উঠেছে। এর জনপ্রিয়তার আর একটি বড় কারণ হ’ল স্বল্প বাজেটের উচ্চ স্পেসিফিকেশন সহ দুর্দান্ত পারফরম্যান্স।

ক্যামেরার আগের সংস্করণ হিসাবে একই। ডিজাইনের কোনও উল্লেখযোগ্য পরিবর্তন নেই। ক্যামেরার বডিটি প্লাস্টিক এবং ধাতুর সংমিশ্রণে তৈরি যাতে ক্যামেরাটি খুব আরামদায়ক উপায়ে ব্যবহার করা যায়। এটি এপিএস-সি সিএমওএস সেন্সর সহ একটি 16.0 মেগাপিক্সেল ক্যামেরা।

ডিএসএলআর ক্যামেরা ক্যানন 700 ডি ক্যামেরাটিতে 3 ইঞ্চির আর্টিকুলেটিং টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেটি টাচস্ক্রিন হওয়ায় ক্যামেরার অ্যাপারচার বা বিভিন্ন বৈশিষ্ট্য ও সেটিংস সহজেই স্ক্রিনে স্পর্শ করে নিয়ন্ত্রণ করা যায়। টাচ স্ক্রিনের আর একটি দুর্দান্ত সুবিধা হ’ল আপনি স্ক্রিনটি স্পর্শ করে ভিডিও এবং ফটো তোলার সময় বিষয়টিতে ফোকাস করতে পারেন। এর স্ক্রিনটি 360 ডিগ্রি পর্যন্ত ঘোরানো যায় যা অনেকগুলি ব্যক্তিগত ইউটিউবার্সের জন্য খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।

  • Brand : Canon
  • Item : DSLR
  • 18 Mega pixels CMOS image sensor.
  • Display View 3 Inch clear look
  • Zoom Playback 1.5X to 10X
  • Shutter Speed 30-1/4000 sec
  • With face detection
  • Red Eye reduction
  • Image resolution: 5184.3456
  • Video resolution : 1920.1080
  • Type of memory: SDHC/SDXC/SD card
  • In speed USB 2.0
  • Output: HDMI mini
  • Battery: Rechargeable li-ion battery LP-E8
  • Lens: EF-S 18-55mm Lens
  • Auto focus: 17mm Focal Length
  • ISO: 100-6400
  • Processor: DIGIC 5+ image processor
  • Interface: Hi-speed USB
  • Physical Features: 22×16.5×14.6cm Dimension, 1.7 Kg Weight
  • Price : 32, 000 TK


2. Canon EOS 800D Digital DSLR Camera.

ক্যানন ইওএস 800 ডি ক্যানন সিরিজের গড় বাজেটের দুর্দান্ত ক্যামেরা। এই ক্যামেরার লেন্সটি আকারে 18-55 মিমি। এই লেন্সটিতে এসটিএম অটো-ফোকাস রয়েছে যা ফোকাসটি স্থানান্তর করে যা লেন্সকে ভিডিও রেকর্ডিংয়ের জন্য দুর্দান্ত করে তোলে এবং ছবি তোলার আগে লেন্সকে অবজেক্ট এবং ক্যামেরার দূরত্ব সম্পর্কে নিখুঁত ধারণা দেয়। এই লেন্সের সাহায্যে আপনি 4 স্টপ পিকচার স্ট্যাবিলাইজারের কারণে কম আলোতেও খুব ভাল ছবি তুলতে পারেন।

ক্যানন ইওএস 800 ডি ক্যামেরাটিতে সিএমওএস থেকে 24.2 মেগাপিক্সেল অ্যাডভান্সড সি টাইপ ফটো সেন্সর রয়েছে। এটি খুব উচ্চ রেজোলিউশনের ছবি তুলতে ব্যবহার করা যেতে পারে। এটির দুর্দান্ত 3 ইঞ্চির এলসিডি টাচ স্ক্রিন ডিসপ্লে, ক্যামেরার বিভিন্ন ফাংশন সরাসরি প্রদর্শন থেকে নিয়ন্ত্রণ করা যায়।

ম্যানুয়াল ফোকাসের সুবিধা নিয়ে ক্যামেরাটির ফোকাস অপটিক্যাল ভিউফাইন্ডার এবং লেন্স দ্বারা নির্ধারিত হয়। এর একটি বিশেষ সুবিধা হ’ল চলন্ত লক্ষ্যকে কেন্দ্র করে এটি লক করা যায়। এটি আপনাকে চলমান বস্তুর নিখুঁত চিত্র ক্যাপচার করতে দেয়।

  • Camera Type            DSLR
  • Image Sensor          24.2 megapixel
  • Lens                 18-55mm f/4-5.6 IS STM Lens
  • ViewFinder Type Optical
  • Viewfinder & Monitor 3.0 Inch Dot Vari-Angle Touchscreen
  • Flash                 Built-In
  • Video Features 1920 x 1080
  • Still Image Features JPEG
  • ISO ISO                100 – ISO 12800 Set Automatically
  • Shutter              Electronically Controlled Focal Plane Shutter
  • Storage              SD / SDHC / SDXC Memory Cards
  • Power             Battery Pack LP-E17
  • Interfaces     NFC, Bluetooth, HDMI
  • Included Software RAW Image Processing
  • Included in Box Body, Lens, Battery, Charger
  • Image Sensor        24.2 megapixel
  • Lens               18-55mm f/4-5.6 IS STM Lens
  • ViewFinder Type Optical
  • Viewfinder & Monitor 3.0 Inch Dot Vari-Angle Touchscreen
  • Price : 54, 500 TK

3  Canon EOS 850D Digital DSLR Camera

ফিল্ম তৈরি এবং ফটোগ্রাফির জন্য ইওএস 850 ডি নিয়ন্ত্রণ নিয়ে আপনার সৃজনশীলতা আবিষ্কার করুন, 24.1 এমপি সেন্সর, ডুয়াল পিক্সেল সিএমওএস এএফ, প্রায় 170 ° অনুভূমিকভাবে / উল্লম্বভাবে দেখার কোণ সহ জিপিএস রিসিভারের সাথে সামঞ্জস্য রেখে ছবি এবং 4 কে চলচ্চিত্র ক্যাপচার করুন জিপি-ই 2, 22.3 এক্স 14.9 মিমি সিএমওএস চিত্র সেন্সর, 7 এফপিএস শুটিং আই এফ লাইভ ভিউ ছবিতে।


Features:

  • Item                DSLR camera
  • Sensor       24.1 MP
  • Lens       1.6x the Focal Length
  • View type LCD
  • Type of screen Vari Angle Touchscreen
  • Monitor and view finder      3 inch view
  • Auto Focus Yes
  • Video Features 4K
  • Shutter         30-1/4000 sec
  • Processor    DIGIC 8
  • Wireless      BT 4.1
  • Price : 82, 000 TK

ডিএসএলআর ক্যামেরার সুবিধা ?

অন্যান্য ক্যামেরার তুলনায় ডিএসএলআর ক্যামেরার অনেক সুবিধা রয়েছে যেমন:

১। বাংলাদেশের মানুষ ভ্রমণ করতে ভালোবাসে তাই কেউ যদি সুন্দর প্রকৃতির দৃশ্য তুলতে চান তাহলে ডিএসএলআর ভালো।

২। প্রয়োজনীয়তা অনুযায়ী লেন্স যোগ করা যেতে পারে তাই ডিএসএলআর ক্যামেরা সেরা ফটো তুলতে পারে।

৩। ডিএসএলআর ক্যামেরায় অপটিক্যাল ভিউফাইন্ডার রয়েছে যা সাধারণত অন্যান্য ক্যামেরায় থাকে না।

৪। কম আলোয় ছবি তুলতে হলে একমাত্র শুধুমাত্র ডিএসএলআর ক্যামেরাতেই সম্ভব।

৫। উচ্চ শাটার স্পিড এবং ফোকাস স্পিড হল ডিএসএলআর ক্যামেরার দুটি মূল বৈশিষ্ট তাই কেউ যদি দৌড়ানোর দৃশ্য বা পাখির উড়ন্ত ছবির শ্যুট করতে চায় তাহলে ডিএসএলআর সবচেয়ে ভালো।

৬। বেশিরভাগ ডিএসএলআর ক্যামেরা এখন এইচডি এবং ফুল ফুল এইচডি ভিডিওসহ আসে তাই ভিডিও শট নেওয়ার জন্য আলাদা ক্যামেরা কেনার প্রয়োজন নেই। বাংলাদেশের বাজারে এখন পাওয়া যাচ্ছে সবচেয়ে কম দামে ডিএসএলআর ক্যামেরা।

৭। ডিএসএলআর ক্যামেরায় ম্যানুয়াল এবং স্বয়ংক্রিয় সেটিংস  সাপোর্ট করে।

৮। এখন কিছু ডিএসএলআর ক্যামেরায় ওয়াইফাই, জিপিএস ফাংশন রয়েছে যা  স্মৃতিকে ধরে রাখতে আরও সহজ করে তোলে।

৯। এন্ট্রি লেভেল থেকে প্রফেশনাল লেভেলের ডিএসএলআর ক্যামেরা বাংলাদেশে পাওয়া যাচ্ছে তাই এখন সবাই ডিএসএলআর ক্যামেরার স্বাদ উপভোগ করতে পারবেন।

১০। ফটোগ্রাফির শেখার জন্য ডিএসএলআর ক্যামেরার বিকল্প নেই।


আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ক্যামেরা দেয়া হয়েছে । so আর দেরি নোই উপভোগ করুন এই ক্যামেরা গুলো । আপানারা  Drazz.com  থেকে ক্রয় করতে পারেন । আপানারা সবাই ভালো থাকবেন । এই কন্টেন্ট ভালো লাগলে অবশই কমেন্ট করবেন ।

আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 


0/পোস্ট এ কমেন্ট/Comments