ব্লগ ওয়েবসাইট বা আর্টিকেল গুগল সার্চে Rank হচ্ছে না

 


আর্টিকেল গুগল সার্চে Rank হচ্ছেনা 

আপনার ওয়েবসাইট বা আর্টিকেল গুগল সার্চে ইনড্রেক্স বা রেঙ্কিং হচ্ছে না। আর নয় চিন্তা আর নয় ভাবনা, কারণ আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। গুগল সার্চে আর্টিকেল Rank না হওয়ার কারণ সম্পর্কে আলোচনা করব।

আপনি যদি ব্লগ, ওয়েবসাইট বা আর্টিকেল গুগল সার্চে ইনড্রেক্স + রেঙ্ক করাতে চান। তাহলে আমাদের দেওয়া আর্টিকেল শেষ পর্যন্ত মনযোগ দিয়ে পড়ুন।

বর্তমানে ব্লগিং নিয়ে অনেকের মনে অনেক রুচি সৃষ্টি হচ্ছে। এবং ব্লগিং এর প্রতি থাকা ইন্টারেস্ট এর কারণ হলো ব্লগিং থেকে আয় করা অনেক সহজ।

তবে, ব্লগিংকে বর্তমানে একটি প্রফেশনাল বিজনেস বা ক্যারিয়ার হিসেবে মানুষ বেছে নিচ্ছে। তাই উক্ত ব্লগিং করার ক্ষেত্রে অনেক প্রতিযোগিতা করতে হবে। কারণ এটাই স্বাভাবিক। যার মাধ্যমে সহজেই টাকা আয় করা যায়, সেই বিষয়ে নিয়ে তো প্রতিযোগিতা হবেই।

আমরা যদি ব্লগিং করি, তাহলে গুগল সার্চ ইঞ্জিন থেকে প্রচুর পরিমাণের ভিজিটর পাওয়া সম্ভব হয়। আর আপনি যদি গুগল থেকে বেশি ভিজিটর নিতে চান। তাহলে আপনাকে অনেক প্রতিযোগিতা মূলক কাজ করতে হবে।

আর আপনি ব্লগিং করার সময় যদি কোন ব্লগ বা ওয়েবসাইটে আপত্তি কর জনক তথ্য প্রকাশ করেন। তাহলে গুগল সেটি বুঝতে পেরে, আপনার সাইট এর আর্টিকেল, গুগলে কখনই ইনড্রেক্স ও রেঙ্কিং করবে না।


কেন আপনার ব্লগ বা আর্টিকেল গুগল সার্চে rank হচ্ছে না ?

বর্তমান সময়ে যারা অনলাইনের মাধ্যমে টাকা ইনকাম করে তাদের মধ্যে বেশির ভাগকেই দেখা যায় তারা ব্লগিং করে অনলাইন থেকে প্রচুর পরিমানের টাকা ইনকাম করে যাচ্ছে।

আপনিও যদি একজন ব্লগার হয়ে থাকেন তাহলে আপনিও হয়তো প্রতি মাসে বেশ ভালো মানের টাকা ইনকাম করে নিচ্ছেন। আবার অনেকে আছে যারা ব্লগিং করছেন কিন্তু ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারছেন না।

যারা ব্লগিং করে বেশি ইনকাম করতে পারছেন না তাদের জন্য আমরা আজকের এই আর্টিকেলে একটি জনপ্রিয় টপিক আলোচনা করতে যাচ্ছি, সেটি হচ্ছে কেন আপনার ব্লগ বা আর্টিকেল গুগল সার্চে রেংক হচ্ছে না।

আপনি যদি আপনার ব্লগ বা আর্টিকেল নিয়ে গুগল সার্চে রেংক করানো নিয়ে চিন্তিত থাকেন তবে আপনি এই চিন্তা মুক্ত হতে পারবেন আমাদের আর্টিকেলটি পড়ে। কারণ আমরা এখানে আপনাকে জানাবো কেন আপনার ব্লগ বা আর্টিকেল গুগল সার্চ এ রেংক হচ্ছে না।

আপনাদের ব্লগ বা আর্টিকেল গুগল সার্চে রেংকিং করানোর জন্য আপনাদের গুরুত্বপূর্ণ কিছু কাজ করতে হবে সেই কাজগুলো নিয়ে আমরা এখানে জানাব কিভাবে সহজে আপনারা গুগল সার্চে আপনার ব্লগ বা আর্টিকেলগুলো স্থাপন করতে পারবেন।

হাই প্রতিযোগিতা কিওয়ার্ড / নিশ ব্যবহার করার ফলে rank হচ্ছে না ?

আমরা আগেই বলেছি ব্লগিং এর ক্ষেত্রে, অনেক প্রতিযোগিতা রয়েছে। বর্তমান সময়ে প্রতিদিন একই বিষয়ে হাজার হাজার ব্লগ পোস্ট পাবলিশ করা হয় বিভিন্ন ওয়েবসাইট বা ব্লগ হতে।

যার ফলে, আপনার লেখার কোয়ালিটি যদি খারাপ থাকে, তাহলে আপনার আর্টিকেল গুলো গুগলে ইনডেক্স হবে না।

এখন আপনার যদি এমন একটি টপিক নিয়ে ব্লগ তৈরি করেন। বা এই ধরণের কিওয়ার্ড টার্গেট করে আর্টিকেল লিখেন। সেই সকল বিষয়ে বা কিওয়ার্ড নিয়ে হাজার হাজার ব্লগ বা ওয়েবসাইট তৈরি করা আছে।

তবে, আপনার জন্য সেই নিশ/ কীওয়ার্ড নিয়ে গুগল সার্চ এর প্রথম পাতায় রেঙ্কিং পেতে অনেক  প্রতিযোগী সাইট এর সাথে মোকাবিলা করতে হবে, তাদের থেকে আরো ভালো কোয়ালিটির আর্টিকেল পাবলিশ করে।

এই জন্য, আপনার প্রতিযোগী ওয়েবসাইট বা ব্লগ গুলোর থেকে আর্টিকেল কেয়ালিটি, এসইও এবং ডোমেইন অথরিটি সব কিছু উচ্চ মানের হয় তাহলে, আপনি গুগল সার্চে ওয়েবসাইট বা আর্টিকেল রেঙ্ক করাতে পারবেন।

কিন্তু, আপনি যদি হাই প্রতিযোগী কিওয়ার্ড নিয়ে আর্টিকেল লিখেন তাহলে ওয়েবসাইট rank করার জন্য অনেক শ্রম দিয়ে কাজ করতে হবে। যেমন-

  • বেশি বেশি সাইট ব্যাকলিংক করতে হবে।
  • সঠিক ভাবে অন পেজ এসইও করতে হবে।
  • সঠিক ভাবে অফ পেজ এসইও করতে হবে।
  • বেশি বেশি সোশ্যাল মিডিয়া তে লিংক শেয়ার করতে হবে।

তাই আপনি যখন কোন বিষয়ে আর্টিকেল লিখবেন তখন অবশ্যই ভালো ভাবে, রিসার্চ করে আর্টিকেল লিখবেন। তাহলে আপনার আর্টিকেল গুলো দ্রত গুগল সার্চে rank করাতে পারবেন।

গুগল-সার্চে ব্লগ Rank করানোর জন্য কি করতে হবে ?

আপনি যদি গুগল-সার্চে আপনার ব্লগ সাইট রেংকিং করাতে চান তাহলে আপনাকে কিছু বিষয় জানতে হবে সে বিষয়গুলো হচ্ছে- আপনি যখন একটি ব্লগ তৈরি করবেন সে ব্লগটি সুন্দরভাবে কাস্টমাইজ করতে হবে এবং সুন্দর দেখে একটি ডোমেইন রেজিস্ট্রেশন করতে হবে আপনার ব্লগের জন্য।

ব্লগ তৈরী করার পর সেখানে পর্যাপ্ত পরিমাণে ইউনিক আর্টিকেল লিখতে হবে এবং পাবলিশ করতে হবে ওয়েবসাইট থেকে। আপনার ওয়েবসাইটে কাজ করার সময় বা ডিজাইন করার সময় দেখবেন যাতে করে আপনার সাইটটি বেশি ভারী না হয়। আপনার প্রশ্ন হতে পারে যে ওয়েবসাইটে কাজ করলে আবার ভারী কিভাবে হবে? 

ভারী হওয়ার কারণ হচ্ছে আপনি ওয়েবসাইটে ও প্রয়োজনীয় বিভিন্ন ব্লগে যুক্ত করার কারণে আপনার ওয়েবসাইটে ভারী হওয়ার সম্ভাবনা থাকে। আর ভারী ওয়েবসাইটগুলো গুগলে রেংকিং হতে অনেক সময় প্রয়োজন হয়। তাই আপনাদের ব্লগ তৈরী করার চেষ্টা করবেন হালকা করে।

অনেকে আছে নিজের ব্লগ তৈরি করার সময় বিভিন্ন ধরনের ক্যাটাগরি যুক্ত করে রাখে। যেমন- ক্যালেন্ডার, ব্রেকিং নিউজ, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ ইত্যাদি।এগুলো যোগের মাধ্যমে যুক্ত করে রাখে যার কারণে অনেক ভারীতে পরিণত হয় এতে করে আপনার সাইটের স্পিডো অনেক কমে যায়।

আপনি আপনার ওয়েবসাইটটি যত বেশি হালকা রাখতে পারবেন তত দ্রুত গুগলে ইনডেক্স হওয়ার সম্ভাবনা থাকবে। আপনি যদি এই তথ্যটি সঠিক ভাবে পালন করতে পারেন তাহলে আপনার ব্লগ দ্রুতভাবে গুগলে রেংকিং করবে।


গুগল-সার্চে আর্টিকেল রেংক করানোর আপনাকে অবশ্যই আপনার নিজের ভাষায় আর্টিকেল লেখার চেষ্টা করতে হবে। কোন ভাবে অন্যের আর্টিকেল কপি করে আপনার ওয়েবসাইটে প্রকাশ করা যাবে না। এতে করে আপনি গুগোল আপনার আর্টিকেলগুলো ইন্ডেক্স করাতে পারবেন না। যার ফলে আপনার ভালো ইনকাম আসবে না।

গুগল-সার্চে আর্টিকেল নিয়ে যাওয়ার জন্য আপনাকে বেশ কিছু কাজ করতে হবে সেগুলো হচ্ছে-

  • কোয়ালিটি সম্পন্ন আর্টিকেল লিখুন
  • আর্টিকেল লেখার সময় পর্যাপ্ত ওয়ার্ড দিয়ে লিখুন
  • আর্টিকেল লেখার সময় বিভিন্ন এক্সটার্নাল ইন্টার্নাল লিংক শেয়ার করুন
  • আর্টিকেল এর মাঝে ইন্টারনাল লিংক প্রস্তুতকরণ
  • আপনি যে বিষয়ে আর্টিকেলটি লিখেছেন সেটি ভালোভাবে এসিও করার চেষ্টা করুন
  • গুগল সার্চের আর্টিকেল rank করানোর জন্য অবশ্যই গুগল সার্চ কন্ট্রোল ব্যবহার করুন।
  • আপনি যদি আপনার ওয়েবসাইটটি গুগল সার্চ কোন সালে যুক্ত করতে পারেন তাহলে অটোমেটিকলি এভাবে আপনি ব্লগে আর্টিকেল লেখার সাথে সাথে সেগুলো ইন্ডেক্স হওয়ার জন্য সহযোগিতা করবে।
  • গুগোল কনসলের মাধ্যমে আপনি সহজেই আপনার লেখা আর্টিকেলগুলো গুগলে ইনডেক্স করাতে পারবেন আপনার আর্টিকেল লিংক ব্যবহার করে।

High-quality backlink তৈরি করার কিছু টিপস

  • নিজের ব্লগে উচ্চ মানের ও high quality content লিখুন ও পাবলিশ করুন। ফলে, লোকেরা নিজে নিজেই আপনাকে ব্যাকলিংক দিতে বাধ্য হবেন।
  • High authority blog গুলোতে guest post করুন।
  • নিজের blog / website এর বিষয়ের সাথে জড়িত অন্যান্য do-follow ব্লগ গুলোতে comment করুন।
  • Top high quality blog directory গুলোতে নিজের blog যোগ করুন।
  • Social bookmarking sites গুলোতে নিজের ব্লগ পোস্ট শেয়ার 

আপনি যখন উপরে দেয়া তথ্যগুলো সঠিকভাবে পূরণ করতে পারবেন তখনি আপনার ব্লগ এবং ওয়েবসাইট এ থাকা আর্টিকেল গুলো দ্রুত গুগলের পাতায় rank হবে। আমাদের দেওয়া তথ্য অনুযায়ী আপনি যদি কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনার ব্লগ এবং আর্টিকেলগুলো গুগল সার্চে রেংক করতে পারবেন।

শেষ কথাঃ

আমাদের আজকের আর্টিকেলে আপনাদের সাথে শেয়ার করা হলো কেন আপনার ব্লগ বা আর্টিকেল গুগল সার্চে rank হচ্ছেনা ? আপনি যদি আমাদের দেওয়া তথ্য অনুযায়ী আপনার ব্লগে কাজ করতে পারেন তাহলে অল্প সময়ের মধ্যেই গুগল সার্চে ব্লগ বা আর্টিকেল রেংকিং করিয়ে নিতে পারবেন।

আমাদের আর্টিকেল আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। 

আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন |


0/পোস্ট এ কমেন্ট/Comments