মেসেঞ্জার গ্রুপের নিয়ম | Messenger Group Rules

 



আপনি কোন ধরণের গ্রুপ খুলবেন তার উপর নির্ভর করে আপনার গ্রুপের রুলস কেমন হবে । তবে সাধারণত এই রুলস গুলো সব গ্রুপেই দেখতে পাওয়া যায় । 

  • কাউকে কোনো প্রকার গালাগালি করবেন না । 
  • পোস্টে কোনো প্রকার খারাপ অসংগত করবেন না । সংযত ভাষায় পোস্ট করবেন । 
  • গ্রুপের সবার সাথে মিলে মিশে থাকবেন গ্রুপে কমেন্ট এ ভালো ব্যবহার এবং সংযত ভাষা ব্যবহার করবেন 
  • বিভিন্ন সাইটের লিংক দেয়া থেকে বিরত থাকুন ।
  • গ্রুপের কোনো মেমবার কে বিরক্ত করবেন না । গ্রুপে কাউকে সরাসরি অসংযত ভাবে কিছু বলা বা তার বিরুদ্ধে কোনো প্রকার পোস্ট করা থেকে বিরত থাকুন । 
  • ধর্মীয় বিষয়ে , রাজনৈতিক বিষয়ে কোনো প্রকার মতামত দেয়া বা ঐ বিষয়ে কোনো প্রকার পোস্ট করা থেকে বিরত থাকুন । 
  • কাউকে কারো ধর্মকে , রাজনৈতিক মতামত কে আঘাত হানতে পারে এরকম কথা মতামত পোস্ট করা থেকে বিরত থাকুন 
  • এডমিন প্যানেলের সিদ্ধান্ত সর্বশেষ সিদ্ধান্ত । তারা যে কাউকে ব্যান করতে পারে । 

এরকম আরো নানা ধরণের রুলস হতে পারে । এগুলো গ্রুপ ভেদে পরিবর্তনশীল, সংযোজনশীল ।


মেসেঞ্জার Restrict অপশন এর সুবিধা

মেসেঞ্জারে রেস্ট্রিক অপশন এর তিনটি সুবিধা রয়েছে। যথা-


১) যদি আপনি কাউকে রেস্ট্রাইক্ট করেন তাহলে সেই ব্যক্তি আপনার চ্যাট লিস্ট থেকে দূর হয়ে যাবে। আপনি তাকে খুঁজে পাবেন না। পরবর্তীতে সে যতই মেসেজ করুক কল করুন আপনার চ্যাট লিস্টে কোন প্রকার নোটিফিকেশন আসবে না।


২) মেসেঞ্জার থেকে কাউকে রেস্ট্রিক্ট করলে আপনার অ্যাক্টিভিটি লুকানো থাকবে। অর্থাৎ আপনি যখন ফেসবুক মেসেঞ্জারে একটিভ থাকবেন তখন সে দেখতে পারবে না। এবং সে যখন একটিভ থাকবে আপনিও দেখতে পারবেন না। কিন্তু মেসেঞ্জার ব্লক করলে এটা সম্ভব হয়না। মেসেঞ্জারে ব্লক করার পরেও একে অপরকে অ্যাক্টিভ দেখা যায়।


৩) যদি কাউকে রেস্ট্রিক করেন তাহলে পরবর্তীতে তার সকল মেসেজগুলো চাইলে দেখতে পারবেন। রেস্ট্রাইক্ট করার পর সে কি কি মেসেজ করেছে সেগুলো রেস্ট্রিক একাউন্ট লিস্ট এ গিয়ে দেখতে পারবেন। কিন্তু কাউকে যদি আপনি ব্লক করেন, তারপর সে যদি কোন মেসেজ করে সেগুলো কখনোই দেখা সম্ভব হয় না। তাই এই রেস্ট্রাইক্ট করলে সে পরবর্তীতে কি মেসেজ করে সেগুলো দেখা সম্ভব।


ফেইসবুক মেসেঞ্জার গ্রুপ খোলার নিয়ম জানুন

আমাদের মধ্যে প্রায় প্রত্যেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুককে ব্যবহার করে থাকি। আর এই ফেসবুক ব্যবহারের পাশাপাশি বন্ধু বান্ধবদের সাথে কথা বলার জন্য আমরা ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে থাকি। আর কয়েকজন বন্ধুবান্ধব একসাথে মিলে আড্ডা দেওয়ার জন্য মেসেঞ্জার গ্রুপ খোলার দরকার পড়ে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা মেসেঞ্জার গ্রুপ খোলার নিয়ম সম্পর্কে জানেন না।

তবে মেসেঞ্জার গ্রুপ আর ফেসবুক গ্রুপ খোলার নিয়ম কিন্তু এক নয়। মূলত আজকের এই টপিকটি তাদের জন্যই যারা কিভাবে মেসেঞ্জার গ্রুপ খুলতে হয় এ সম্পর্কে জানতে চান। এই আর্টিকেলটিতে কিভাবে মেসেঞ্জার গ্রুপ খুলবো এই প্রশ্নটির প্রেকটিকেল উত্তর পেয়ে যাবেন। তাহলে চলুন দেরী না মেসেঞ্জার গ্রুপ  সম্পর্কে করে জেনে নেয়া যাক। 

কিভাবে মেসেঞ্জার গ্রুপ খুলতে হয়

মেসেঞ্জার গ্রুপ খোলার জন্য সর্বপ্রথম আপনি আপনার যে ফেসবুক আইডির মাধ্যমে গ্রুপটি করতে চাচ্ছেন। সেই ফেসবুক আইডিতে ব্যাবহার করে মেসেঞ্জারে লগইন করুন। মেসেঞ্জারে লগইন করার পর ডানদিকে একেবারে উপরে একটি পেন্সিলের মত আইকন ( 🖉 ) দেখতে পারবেন। পেন্সিলের মত আইকনটিতে ক্লিক করুন।

তারপর আপনাকে আরেকটি নতুন ইন্টারফেসে নিয়ে যাবে। যেখানে আপনি "Create a new group" নামক অপশনটি পেয়ে যাবেন। এখন সেই অপশনটিতে ক্লিক করুন। 


আপনি যখন "Create a new group" অপশনটিতে ক্লিক করবেন তখন আরেকটি নতুন  ইন্টারফেসে আপনাকে নিয়ে যাবে। তারপর সেই নতুন ইন্টারফেসটিতে সবার প্রথমে আপনি সার্চ বক্স দেখতে পাবেন। আর নিচের দিকে আপনার ফেইসবুক ফ্রেন্ডলিস্টের বন্ধুদেরকে দেখতে পাবেন। 


এখান থেকে আপনি আপনার যে বন্ধুবান্ধবদের নিয়ে গ্রুপ তৈরি করতে চান তাদের নামের উপরে ক্লিক করে  টিক চিহ্নটি ফিলাপ করে দিন। আর আপনি যদি আপনার কাঙ্খিত বন্ধুটিকে এখানে খুঁজে না পান তাহলে উপরের সার্চ বক্স টি ব্যবহার করুন। 


তবে মনে রাখবেন, messenger group খোলার নিয়ম অনুযায়ী আপনাকে কমপক্ষে দুইজন মানুষকে নির্বাচন করতে হবে। আর তাদেরকে নিয়ে মেসেঞ্জার গ্রুপ তৈরি করতে হবে। আপনি যদি মেসেঞ্জার গ্রুপের জন্য সর্বপ্রথম দুইজনের কম ব্যক্তিকে নির্বাচন করেন সে ক্ষেত্রে আপনি গ্রুপ তৈরি করতে পারবেন না। তাই এই কথাটি অবশ্যই মাথায় রাখবেন। 


আপনার পছন্দের বন্ধু-বান্ধবদেরকে মেসেঞ্জার গ্রুপের জন্য নির্বাচন করার পর আপনার হাতের ডানদিকে একেবারে উপরে একটি "Next" বাটন দেখতে পাবেন। এখন সেই  "Next"  অপশনটিতে ক্লিক করুন।


আপনি যখন "Next" অপশনটিতে ক্লিক করবেন তারপর অটোমেটিক্যালি একটি ফেসবুক মেসেঞ্জার গ্রুপ খোলা হয়ে যাবে। আর সেই গ্রুপের এডমিন থাকবেন আপনি। অর্থাৎ আপনি চাইলে যেকোন সময় মেসেঞ্জার গ্রুপের যেকোনো পরিবর্তন করতে পারেন।


আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন |


0/পোস্ট এ কমেন্ট/Comments