প্লে স্টোর গেম ব্লক করবো কিভাবে ? How to block any game from play store?
বর্তমান সময়ে ছেলে /মেয়েরা খুব গেম এ আসক্ত হয়ে পড়েছে । তাই তাদেরকে এই টা থেকে বাঁচার একটি উপায় আছে । চলুন আপনাদের সাথে সেটা শেয়ার করি ,,,
Stap 1..
প্রথমে আপনাকে play store app টি খুলতে হবে ।
তারপর আপানার gmail অপশোন এ ক্লিক করতে হবে ।
Stap 2...
আপানাকে Settings এ ক্লিক করতে হবে
Stap 3...
তারপর আপানাকে Family তে ক্লিক করতে হবে ।
Stap 4...
তারপর আপানাকে Parental Controls এ ক্লিক করতে হবে ।
Stap 5...
তারপর আপানাকে Parental Controls are on এ ক্লিক করতে হবে ।
Stap 6...
তারপর আপানাকে Parental Controls are on এ ক্লিক করার পর পাসওয়ার্ড চাবে so,সেখানে আপানার মনের মতন পাসওয়ার্ড দিবেন ২ বার একই পাসওয়ার্ড ।
Stap 7...
পাসওয়ার্ড দেয়ার পর apps and games অপশন ক্লিক করতে হবে ।
Stap 8...
তারপর আপানাকে rate for 7+ এ প্রথম ক্লিক করতে হবে । next, save অপশন এ ক্লিক করতে হবে ।
পরিশেষে ,,,,
আজকে আমরা যা জানতে পারলাম আপনার কি ছেলে/মায়েদের ভালো রাখতে হলে,আমার দেওয়া এই পথই অবলোপন করে দেখতে পারেন ।
আপানি অবশই উপকার পাবেন । আপনাদের সুবিধার্তে skin shot দিয়ে রেখেছি । এই কনটেন্ট ভালো লাগলে অবশই লাইক,কমেন্ট + শেয়ার করে অন্নদেরকে জানান ।
Post By Rontim Islam
একটি মন্তব্য পোস্ট করুন