ভিভো মোবাইলের দাম ২০২২ | Vivo Mobile Price 2022

 ভিভো মোবাইলের দাম ২০২২



অসাধারণ ক্যামেরার জন্য ভিভোর ফোনগুলো বেশ সুপরিচিত। ভিভো মোবাইল বাংলাদেশ প্রাইস নিয়ে এজন্যই সবার মধ্যে আগ্রহ। যেখানে শাওমি ও রিয়েলমির মত কোম্পানিগুলো স্পেসিফেশনে কে কার চেয়ে সেরা হবে তা নিয়ে রীতিমত যুদ্ধ করছে, সেক্ষেত্রে মনে হচ্ছে অন্য কৌশল নিয়েছে ভিভো।


ভিভো মোবাইলের দাম ও কিন্তু সব গ্রাহকের জন্য ভাগ করা আছে। বাজেট কম হোক কিংবা অনেক বেশি, আপনার বাজেটে ভিভোর ফোন আপনি পাবেনই। ফোনের ক্ষেত্রে স্পেসিফিকেশনে ফোকাস না দিয়ে ব্যবহারের উপযোগিতা ও আকর্ষণীয়তার দিকে বেশি গুরুত্ব দেয় ভিভো। ভিভোর ফোনগুলো মূলত অনলাইন অফলাইন সব মার্কেটের ক্রেতাদের জন্যই তৈরি।


বাংলাদেশেও অফিসিয়ালি ভিভোর তরফ থেকে অনেকগুলো ফোন পাওয়া যাচ্ছে। বাজারের সবচেয়ে ভালো ফোন যেগুলো রয়েছে সেগুলোর সাথেও পাল্লা দেয় ভিভো। আবার কম দামের ফোন ক্রেতাদের জন্যও স্মার্টফোন বিক্রি করে ভিভো। চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশে ভিভো মোবাইল এর দাম সম্পর্কে।


Vivo V23 5G mobile


এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৪৪ইঞ্চি
  • ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • প্রসেসরঃ মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০
  • র‍্যামঃ ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাটারিঃ ৪২০০মিলিএম্প
  • চার্জিংঃ ৪৪ওয়াট ফাস্ট চার্জিং
  • কানেক্টিভিটিঃ ৩জি, ৪জি, ৫জি

আপনি যদি খুঁজে থাকেন একটি এডভান্সড ক্যামেরার ফোন আর আপনার পছন্দ যদি থাকে ভিভো ব্র‍্যান্ড তাহলে আপনার জন্য বেস্ট চয়েজ হবে ভিভো ভি২৩ই। ফোনটিতে থাকছে 64 মেগাপিক্সেল এর ট্রিপল ক্যামেরা সেটাপ। তাছাড়াও ৫০মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তো রয়েছেই।

তবে ফোনটি যে কেবল ক্যামেরার জন্যই ভালো তা বলার সুযোগ নেই। কারন প্রয়োজনীয় স্পেসিফিকেশন এর সাথে রয়েছে ৪০৫০ মিলিএম্প এর বিশাল ব্যাটারি। এই ব্যাটারিকে চার্জ করার জন্য ব্যবহৃত হয়েছে ৪৪ ওয়াট এর ফাস্ট চার্জার যা আপনাকে দিবে অল্প সময়ে ফোন চার্জের সুবিধা।


Vivo X60 Pro Price


ভিভো মোবাইল কোম্পানির তরফ থেকে প্রায় 70,000 টাকা দামে পাওয়া যাচ্ছে ভিভো 1601 মোবাইল ফোনটি। এই মোবাইল টি তে রয়েছে 5g সুবিধা ও আকর্ষণীয় কালারের বিভিন্ন ডিজাইনের ফোন।

ডিসপ্লেতে বিশেষ 6.5 ইঞ্চি ব্যবহার করা হয়েছে প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 805। এই ফোনটিতে আপনি যেকোন ধরনের গেমস খেলতে পারবেন কেননা র্যাব 12 জিবি ইন্টারনাল স্টোরেজ 256gb। ফোনটির ব্যাক ক্যামেরায় 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং সামনে 32 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

ভালো ব্যাটারি ব্যাকআপ এর জন্য 4 হাজার 200 মিলি এম্পিয়ার এর ব্যাটারি সংযুক্ত করা হয়েছে যার কারণে আপনি দীর্ঘ সময় ধরে ফোনটি ব্যবহার করতে পারবেন। ভিভো যেকোনো কাস্টমার কেয়ার সার্ভিস থেকে এই মোবাইল ফোনটি আপনি 69 হাজার 990 টাকা দিয়ে ক্রয় করতে পারবেন।


Vivo V20 SE Price


ভিভোর স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে যাদের পছন্দ তারা 23 হাজার টাকা বাজেটের ভিভো v20 এই ফোনটি ব্যবহার করতে পারেন দামের মধ্যে বেশ ভালো এই ফোনটিতে বেশ কিছু ফিচার রয়েছে যা আপনার ব্যবহার উপযোগী। 6.44 ইঞ্চি ডিসপ্লের সাথে কোয়ালকম স্নাপড্রাগণ 665 ব্যবহার করা হয়েছে 8gb 128gb রম ও রম এর পাশাপাশি 48 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরায় 32 মেগাপিক্সেলের ব্যবহার করা হয়েছে। এ মোবাইলটিতে 4100 মিলি এম্পিয়ার এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে যার কারণে আপনি দীর্ঘ সময় কথা গেম খেলতে পারবেন।


আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছে যেখানে আমরা আপনাকে বলতে চাই যে দেশের অন্যতম জনপ্রিয় মোবাইল কোম্পানি হওয়ার সুবাদে যেকোনো বাজেটের মোবাইল ফোনে কোম্পানির তরফ থেকে পাওয়া যাচ্ছে তাই আপনি আপনার সাধ্যের মধ্যে পছন্দমত যেকোনো ফিচারটি ব্যবহার করতে পারেন। দেশের যেকোনো ভিভো কাস্টমার কেয়ার অথবা এদের থেকে যে কোন মডেলের ফোর সংগ্রহ করা এখন সময়ের ব্যাপার।


Vivo X70 Pro 5G Price


ভিভো এক্স৭০ প্রো ৫জি এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫৬ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ ৫জি
  • র‍্যামঃ ১২জিবি
  • স্টোরেজঃ ২৫৬জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪৪৫০মিলিএম্প
  • ভিভো এক্স৭০ প্রো ৫জি মোবাইল বাংলাদেশ প্রাইস ৭২,৯৯০টাকা

দেশের বাজারে সবচেয়ে বেশি দামে ভিভোর যে ফোনটি পাওয়া যাচ্ছে, সেটি হলো ভিভো এক্স৭০ প্রো ফোনটি। ফোনটির ৫জি সুবিধা ও অসাধারণ ক্যামেরা সেটাপ মিলিয়ে অনেকের কাছে ৭৩হাজার প্রাইস ট্যাগ ভালো একটি ডিল মনে হতে পারে।


 Vivo V23E


ভিভো ভি২৩ই এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৪৪ইঞ্চি অ্যামোলেড
  • চিপসেটঃ মিডিয়াটেক হেলিও জি৯৬
  • র‍্যামঃ ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪০৫০মিলিএম্প
  • ভিভো ভি২৩ই এর দামঃ ২৭,৯৯০টাকা

ভিভো ভি২৩ই ফোনটিতে ৬৪ মেগাপিক্সেল ট্রিপল ব্যাক ক্যামেরা সেটাপের পাশাপাশি রয়েছে ৫০মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। যারা ক্যামেরার জন্য ফোন কিনেন, তাদের এই ফোনটি বেশ পছন্দ হবে। এই ফোনটিতে আরো রয়েছে ৪৪ওয়াটের ফাস্ট চার্জার যা ফোনটির ৪০৫০মিলিএম্প এর ব্যাটারিকে বেশ দ্রুত চার্জ করতে পারে।


Vivo Y12A Mobile Price


ভিভো ওয়াই১২এ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫১ইঞ্চি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৯
  • র‍্যামঃ ৩জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
  • ভিভো ওয়াই১২এ মোবাইল বাংলাদেশ প্রাইস ১২,৯৯০টাকা

মত্র ১২/১৩ হাজার টাকার মধ্যে ভিভো ব্র‍্যান্ডের, চমৎকার ডিজাইনের কম দামী যে ফোনটি পাওয়া যাচ্ছে সেটিই হলো ভিভো ওয়াই১২এ।

স্মার্টফোনে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তিটি এখন একদম কমন একটি ফিচার। কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এখনো এত কমন ফিচার না। আর এই অত্যাধুনিক ফিচারটি অফার করছে ভিভো তাও আবার 12/13 হাজার টাকার ভিতরে।

আপনার বাজেট যদি হয় 12/13 হাজার টাকা আর আপনার পছন্দ যদি থাকে ভিবো ব্র‍্যান্ড এর ফোন তাহলে বিবেচনায় রাখতে পারেন ভিভো ওয়াই১২এ কে। এই ফোন টি প্রথম দেখায় যে কেউ ভাববে এটি আরো দামী একটি ফোন।


Vivo Y20 Mobile 2021 Price


ভিভো ওয়াই২০ ২০২১ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫১ইঞ্চি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও পি৩৫
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
  • ভিভো ওয়াই২০ ২০২১ ফোনের দাম ১৩,৯৯০টাকা

ভিভো ওয়াই১২এ এর মতো ভিভো ওয়াই২০ ২০২১ ফোনটিও চমৎকার ডিজাইন এর ফোন। উভয় ফোন দুটিই যেমন কম দামি তেমনি উভয়টিতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ভিভো ওয়াই১২এ তে রয়েছে ৩ জিবি র‍্যাম এর সাথে 32gb রোম অন্যদিকে ভিভো ওয়াই২০ ২০২১ এ রয়েছে ৪ জিবি র‍্যাম এর সাথে ৬৪ জিবি রোম।

র‍্যাম রোম বিবেচনায় ওয়াই২ ২০২১ ফোনটি এগিয়ে থাকলেও মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর টি আবার অনেকের অপছন্দের কারন হবে।


Vivo Y20G Mobile Pric


ভিভো ওয়াই২০জি এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫১ইঞ্চি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮০
  • র‍্যামঃ ৬জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
  • ভিভো ওয়াই২০জি মোবাইল বাংলাদেশ প্রাইস ১৭,৯৯০টাকা

সুন্দর লোক, স্ন্যাপড্রাগন প্রসেসর, মানানসই বিভিন্ন ফিচার এসবের সাথে 20 হাজার টাকার প্রাইজ রেঞ্জ। সবমিলিয়ে ভিভো ওয়াই৫০ এর অবস্থান স্মার্টফোন বাজারে ভালোর কাতারেই আছে।

ভিভো ওয়াই৫০ ফোনটি ব্যবহারকারীদের কাছে আকর্ষনীয় হওয়ার বড় একটি কারন হচ্ছে এর অসাধারন ডিজাইন।

আপনার যদি ভিভো ব্র্যান্ড পছন্দ থাকে আর আপনি যদি কিনতে চান ২০ হাজার টাকার মধ্যে স্মার্টফোন তাহলে ওয়াই৫০ আপনার জন্য একটি ভালো পছন্দ হবে।


আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ফোন দেয়া হয়েছে । so আর দেরি নোই উপভোগ করুন এই ফোন গুলো । আপানারা  bd daraz.com  থেকে ক্রয় করতে পারেন । আপানারা সবাই ভালো থাকবেন । এই কন্টেন্ট ভালো লাগলে অবশই কমেন্ট করবেন ।


আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 


0/পোস্ট এ কমেন্ট/Comments