টাকা আয় করার অ্যাপস ২০২২ | Apps to earn money 2022

 

টাকা আয় করার অ্যাপস ২০২২ 


Table of Contents

  • Make Money Online:
  • ShopUp Resell:
  • Meesho
  • Pocket Money
  • Taka Income App
  • Cointiply (Best Money Making Apps)
  • Perk app
  • Foap - sell your photos


বর্তমানে প্রায় সবার কাছে এন্ড্রয়েড ফোন রয়েছ ,অনেক যুবক-যুবতী,স্টুডেস্ট ওই ফোনের মাধ্যমে কিছু পয়সা আর্নিং করার পদ্ধতি খুঁজছেন।

তাই,সেই সব বন্ধুদের উদ্দেশ্যে এমন কিছু অ্যাপস নিয়ে কথা বলব,যেখানে ভিডিও দেখে ও গেম খেলে টাইম পাস করার সঙ্গে কিছু হাত খরচের পয়সা ও বের করে নিতে পারবেন।

আমরা প্রত্যেক দিন ঘন্টার পর ঘন্টা মোবাইলের মধ্যে টাইম পাস করে থাকি তাই 

সেইরকম কিছু সংস্থা আমাদের কিছু প্রফিট কামানোর সুযোগ করে দেয়। আমরা আজ সেই বিষয় গুলি নিয়ে জানবো। 

Make Money Online:

অনলাইনে যতগুলো টাকা ইনকাম করার অ্যাপস আছে সবগুলো অ্যাপসের মধ্যে এই অ্যাপস এর রিভিউ রেটিং গুগল প্লে স্টোরে সবচাইতে বেশি। 


এটি খুবই ইউজার ফ্রেন্ডলি একটি অ্যাপ। এই অ্যাপ এ আপনি বিভিন্ন রকম প্রশ্নের উত্তর দিয়ে, বিভিন্ন পণ্য অন্য জনকে রেফার লিংক করে আপনি টাকা ইনকাম করতে পারেন খুব সহজেই


তবে একটা জিনিস এই অ্যাপ এর বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই অ্যাপে শুধু আপনি পেপালের মাধ্যমে টাকা তুলতে পারবেন। অর্থাৎ এই অ্যাপস এর মাধ্যমে টাকা ইনকাম করতে চাইলে আপনার অবশ্যই পেপাল একাউন্ট থাকতে হবে।

cobangla.com


ShopUp Resell:

বাংলাদেশি অ্যাপ দিয়ে টাকা ইনকাম 2020 সাল থেকে এই ShopUp Resell জনপ্রিয় হয়ে ওঠে।

এই অ্যাপটির আপনি একটি টাকাও ইনভেস্ট না করে এখান থেকে আয় করতে পারেন। এখানে মূলত আপনার ব্যবহার করা জিনিসগুলো আপনি রিসেল করতে পারেন বা অন্য জায়গা থেকে জিনিস কিনে রিসেল করতে পারেন।

মোবাইল দিয়ে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট এই অ্যাপের অন্যতম বৈশিষ্ট্য। অর্থাৎ অন্যান্য এগুলোতে আপনার যেরকম ক্রেডিট কার্ড বা পেপাল একাউন্ট লাগবে এই অ্যাপে আপনার এসব কোন একাউন্টে লাগবেনা এবং আপনি পেমেন্ট বিকাশে রিসিভ করতে পারবেন।



Meesho Online Shopping App

মিশো হচ্ছে একটি রিসেলিং অ্যাপ,আপনি বিভিন্ন বড় বড় কোম্পানির নানান প্রোডাক্ট যেমন- জামাকাপড়,জুতো,ব্যাগ আরো বিভিন্ন প্রোডাক্ট আছে সেগুলি রেসলিং করতে হবে।

এখানে যে প্রোডাক্ট গুলি পাবেন সেগুলি নিজের সোশ্যাল মিডিয়ার একাউন্টে যথা ফেইসবুক,হোয়াটস্যাপে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে হবে।

একে প্রমোট করা বলে, এরফলে সেই প্রোডাক্ট গুলি সেখান থেকে কেউ buy করলে তার থেকে কিছু আয় হয়। 

আপনি মিশোর কোনো একটি প্রোডাক্ট যেটা ১৫০ টাকা দাম সেটা ২০০ টাকাই বিক্রি করে নিজের প্রফিট/লাভ বেরকরে নিতে পারেন।

এখানে আপনাকে প্রোডাক্ট শিপিং বা বাড়ি পৌছিয়ে দিতে হবে না।

আপনি প্রোডাক্টের যে প্রাইস ট্যাগ বেঁধে দিবেন সেটাই ক্রেতা দেখতে পাবে এবং মিশোকে সেটাই ক্রেতা পেমেন্ট করবে। পারে মিশো লাভ আপনারএকাউন্ট এ দিয়ে দেবে।

Pocket Money

বর্তমানে মোবাইল অ্যাপস এর মধ্যে সব চেয়ে জনপ্রিয় ও বিশ্বস্ত টাকা ইনকাম করার অ্যাপ হলো Pocket Money। এই অ্যাপস এর মাধ্যমে কাজ করলে আপনি ভালো পরিমাণের টাকা উপার্জন করতে পারবেন। এই এপ এর মাধ্যমে অনেক মানুষ বিপুল পরিমানের টাকা আয় করছে দিনের পর দিন।


আপনি যদি এই অ্যাপস নিয়ে কাজ করেন তবে খুব সহজেই টাকা উত্তলণ করতে পারবেন বিকাশের মাধ্যমে। এখানে আপনাকে কোন প্রকার প্রতারণার শিকার হতে হবে না। বিকাশ ছাড়াও এখানে সরাসরি মোবাইল রিচার্জ করে নিতে পারবেন।


আপনি যখন এই অ্যাপে একাউন্ট খুলবেন তখন আপনি নিজে থেকেই সব কিছু জানতে পারবেন।  এই অ্যাপটি ডাউনলোড করতে আপনাকে সরাসরি Google Play Store অ্যাপস এ যেতে হবে।



Taka Income App

টাকা ইনকাম এবং অনলাইন ইনকাম অ্যাপ বাংলাদেশের একটি প্লে টু উইন ক্যাশ অ্যাপস। আপনি এই অ্যাপের মাধ্যেমে বিভিন্ন ধরণের গেম খেলে নগদ পুরষ্কার অর্জন করতে পারেন। আপনি যদি Taka Income App থেকে অনলাইন আয় করতে চান তবে এই অ্যাপটি ডাউনলোড করে কাজ শুরু করতে পারেন।

আমরা উপরিউক্ত যে সকল অ্যাপস এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি সেই সকল এপস এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। একটি কথা হলো উক্ত এপসের সকল তথ্য অনুসরণ করে আপনাকে কাজ শুরু করতে হবে।

যে এপস আপনার কাছে বিশ্বস্ত মনে হবে সেই এপ নিয়ে কাজ করুন। আরো বিস্তারিত জানতে গুগল থেকে ধারণা নিতে পারবেন। তাহলে অ্যাপস নিয়ে কাজ করতে গেলে প্রতারণার শিকার থেকে বাচতে পারবেন।



 Cointiply (Best Online income apps)

Cointiply একটি মাইক্রোনিচ ওয়েবসাইট যেখানে আপনি ফ্রিতে বিটকয়েন আর্নিং করতে পারবেন।এখানে আপনি খুব ছোট ছোট টাক্স কমপ্লিট করার পরিবর্তে কিছু বিটকয়েন পাবেন।

যেমন গেম খেলা,অ্যাপ ইনস্টল করা,সার্ভে কমপ্লিট করা ,এডস ভিউ করে এবং আরো অনেক ছোট ছোট টাস্ক কমপ্লিট করার পরিবর্তে বিটকয়েন দেয়া হয়।

পরবর্তী ক্ষেত্রে এই বিটকয়েন গুলি অনেক সাইট আছে যেখান থেকে ক্যাশ এ কনভার্ট করে নিতে পারবেন।


Perk app

পার্ক একটা খুবি জনপ্রিয় প্লাটফর্ম যেখানে এই অ্যাপস এর মাধ্যমে আপনি বিভিন্ন টাক্স কমপ্লিট করার পরিবর্তে রিওয়ার্ড পাবেন।

এখানে আপনি বিভিন্ন ধরনের ভিডিও watch ,গেম খেলে,ওয়েবসাইট ভিজিট করে, সার্চ করে এবং অন্যান্য বিভিন্ন অ্যাক্টিভিটি করা পরিবর্তে আর্নিং করতে পারবেন।

পার্ক এর সব থেকে ভালো গুন্ হচ্ছে  Perk.tv এখানে আপনি “ভিডিও দেখে টাকা ইনকাম “ করতে পারবেন। 

আপনি এদের গিফট কার্ড বিভিন্ন জায়গায় ব্যবহার করতে হবে যেমন PayPal, Walmart, ইত্যাদি। 


Foap – sell your photos

বন্ধুগণ,এবার আমি আপনাদের একটি ফটো অ্যাপস এর কথা বলব যেখানে আপনি প্রফেশনাল ভাবে ফটো তুলে সেল করতে পারবেন।

পৃথিবীর বড় বড় অ্যাড সংস্থা, ব্র্যান্ড এবং মার্কেটিং এজেন্সি এখান থেকে ফটো ক্রয় করে।এখানে অ্যাকাউন্ট তৈরি করে রেজিস্টার করুন,এবং সেখানে আপনার ছবিগুলো আপলোড করেদিন।

আপনার ছবিগুলি ভাল রেটিং পেলে তার ভাইরাল হওয়ার চান্স থাকবে।এখানে আপনি একটা একটা ছবি থেকে 5 থেকে 100 ডলার পর্যন্ত পেতে পারেন।

অবশ্য এই পেমেন্ট নিতে হলে আপনার একটি পেপাল একাউন্ট থাকা দরকার।



আরো পড়ুন 

  1. কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ? 
  2. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন |
  3. Google কীভাবে কাজ করে ? 
  4. 10000-এর নীচে সেরা ফোন ।
  5. টপ 3 সেরা গেম পিসি এর জন্য ।
  6. বিটকয়েন অর্থ কি? বিটকয়েন বলতে কি বুঝায় ? 
  7. কয়েকটি গেম অ্যান্ড্রয়েড গেম যা মিলিয়ন প্লাস ডাউনলোড 
  8. মোবাইল ফোন ব্যবহারের সুবিধা ও অসুবিধা গুলো কি 
  9. পৃথিবীর সবচেয়ে দামি ফোন 



0/পোস্ট এ কমেন্ট/Comments