প্রসেসর কি ? What is a processor?

 প্রসেসর কি ?



প্রসেসর এর ধারণা | 

বলতে গেলে গত এক বছর যাবত অনেকটাই অস্থিতিশীল অবস্থায় রয়েছে পিসি মার্কেট। গ্রাফিক্স কার্ডের শর্টেজ, অতিরিক্ত মুল্যের পাশাপাশি মাঝে একটা লম্বা সময় Ryzen,Intel এর  Processor Price, Ram Price বেড়েছিল। গত এক দেড় মাস যাবত সেই আগুন মনিটর এর বাজারেও লাগতে দেখা গিয়েছে। এসবের পাশাপাশি স্টক সমস্যা ও ফুল পিসি কেনা ছাড়া বিক্রি না করার অদ্ভুত শর্ত ও ছিল শপগুলোর। তবে সুসংবাদ হচ্ছে কিছু কিছু কম্পোনেন্ট যেমন র‍্যাম,প্রসেসর এর দাম অনেকটাই কমে এসেছে ও যারা GPU ছাড়া বিল্ড করবেন বা কিছু কম্পোনেন্ট কিনে রাখবেন, তাদের জন্য এটি একটি সুবিধাজনক সময় কেনাকাটা করার।


বাংলাদেশে প্রসেসরের দাম:

করোনা মহামারীর মধ্যে লঞ্চ হয়েছে ইন্টেল এর দুইটি জেনারেশন ও AMD এর একটি জেনারেশনের দুটি প্রসেসর লাইনআপ। গতবছর 10th Gen ও এই বছর ইন্টেল লঞ্চ করে 11th Gen প্রসেসর লাইনআপ। অপরদিকে AMD গত বছর তাদের 5000 সিরিজ বা Gen3 লাইনআপ এর ৩টি প্রসেসর লঞ্চ করে ও এই বছর 5600G,5700G APU লঞ্চ করে।

182 ডলারের Recommended Price এ লঞ্চ হওয়া 11400 আমাদের দেশে ঢুকেছে একটু দেরিতেই। এবং ঢোকার পর থেকেই এটির দাম ছিল ২২৫০০-২৩০০০ এরকম। খুশির খবর হচ্ছে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে এটির দাম নেমে এসেছে ১৯০০০ এ। সেক্ষেত্রে ২০ হাজার টাকার নিচে যারা প্রসেসর নিতে চান তাদের জন্য অন্যন্য প্রসেসর নেওয়ার আর কোনো দরকার নেই। 11400 নিয়ে নেওয়ার এটি ভালো একটি সুযোগ।


বাংলাদেশে Intel Core i5-4690 4th Gen 3.90GHz প্রসেসরের দাম

ইন্টেল কোর i5-4690 4র্থ প্রজন্মের প্রসেসর, 4 কোর এবং 4 থ্রেড, 84W থার্মাল ডিজাইন পাওয়ার, 32Gb ম্যাক্সিমাম মেমরি সাইজ, DDR3-1333/1600, DDR3L-1333/1600 মেমরি টাইপ, ইন্টেল এইচডি গ্রাফিক্স 4600 প্রসেসর।

Price ৳ 15,500

  • প্রসেসর টাইপ ইন্টেল
  • প্রসেসর ইন্টারফেস FCLGA1150
  • প্রসেসর পরিবার পূর্বে হাসওয়েল
  • প্রসেসরের গতি বেস ফ্রিকোয়েন্সি 3.50 GHz
  • ক্যাশে 6M ক্যাশে
  • গতি 5 GT/s বাসের গতি
  • অন্যান্য বৈশিষ্ট্য 2 মেমরি চ্যানেল
  • সর্বোচ্চ 25.6 GB/s মেমরি ব্যান্ডউইথ
  • 3.0 পর্যন্ত PCI এক্সপ্রেস রিভিশন


ইন্টেল কোর i5 12th Gen প্রসেসর

ইন্টেল কোর i5 12 তম প্রজন্মের প্রসেসরের বৈশিষ্ট্যগুলি বেস ফ্রিকোয়েন্সি 2.50 GHz, 4.40 GHz পর্যন্ত, LGA 1700 সকেট, Intel UHD গ্রাফিক্স 730 গ্রাফিক্স, 6 কোর CPU, 12 থ্রেড CPU

Price ৳ 28,800

স্পেসিফিকেশন

  • প্রসেসরের ধরন DDR4 / DDR5
  • প্রসেসর ইন্টারফেস LGA 1700 সকেট
  • প্রসেসর ফ্যামিলি ইন্টেল কোর i5-12400 12ম প্রজন্ম
  • প্রসেসর স্পিড ক্লক স্পিড 2.50 GHz পর্যন্ত 4.40 GHz
  • ক্যাশে 18M
  • পাওয়ার খরচ 65W প্রসেসর বেস পাওয়ার
  • অন্যান্য বৈশিষ্ট্য 256GB সর্বোচ্চ মেমরি সাইজ
  • 300 MHz গ্রাফিক্স বেস ফ্রিকোয়েন্সি
  • 1.45 GHz সর্বোচ্চ গতিশীল ফ্রিকোয়েন্সি
  • 2 চ্যানেলের সংখ্যা

Intel Core i3-10100 10th Gen প্রসেসর

সকেট সমর্থিত FCLGA1200, 2.60GHz বেসিক ফ্রিকোয়েন্সি, 4 কোর, 8 থ্রেড, 65 W থার্মাল ডিজাইন পাওয়ার, FCLGA1200 সকেট সমর্থিত, সুরক্ষিত কী, 41.6 GB/s সর্বোচ্চ মেমরি ব্যান্ডউইথ।

Price ৳28,400

স্পেসিফিকেশন

  • প্রসেসরের ধরন DDR4
  • প্রসেসর ইন্টারফেস FCLGA1200
  • প্রসেসর ফ্যামিলি ইন্টেল কোর 3-10100 10 তম প্রজন্ম
  • প্রসেসর স্পিড বেস ফ্রিকোয়েন্সি 3.60Ghz পর্যন্ত 4.30 GHz
  • ক্যাশে 6M ক্যাশে
  • গতি 8 GT/s বাসের গতি
  • বিদ্যুৎ খরচ 65 ওয়াট
  • অন্যান্য বৈশিষ্ট্য ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স 630
  • 3.0 PCI এক্সপ্রেস রিভিশন
  • 128 জিবি সর্বোচ্চ মেমরি সাইজ


Intel 11th Gen Core i5-11400 প্রসেসর

Intel Core i5-11400 প্রসেসরে 64GB মেমরি সাপোর্ট সহ Intel UHD গ্রাফিক্স 730 রয়েছে। এই প্রসেসরটি ইন্টেল 500 এবং 400 সিরিজের চিপসেট ভিত্তিক মাদারবোর্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং এটি 8 GT/s পর্যন্ত BUS গতি পরিচালনা করতে পারে। Intel Optane মেমরি সমর্থন আপনার পিসির সামগ্রিক সিস্টেম প্রতিক্রিয়াশীলতা উন্নত করে। তাপীয় সমাধান বাক্সে অন্তর্ভুক্ত করা হয়।

Price ৳ 30,990

স্পেসিফিকেশন

  • প্রসেসর টাইপ ডেস্কটপ
  • প্রসেসর ফ্যামিলি ইন্টেল কোর i5- 11400 11th জেনারেশন
  • প্রসেসরের গতি 2.60 GHz- 4.30 GHz
  • ক্যাশে 12 এমবি ইন্টেল স্মার্ট ক্যাশে
  • গতি 8 GT/s বাসের গতি
  • পাওয়ার খরচ 65W
  • অন্যান্য বৈশিষ্ট্য 6 কোর, 12 থ্রেড
  • 24 এক্সিকিউশন ইউনিট
  • ইন্টেল কুইক সিঙ্ক ভিডিও
  • ইন্টেল InTru 3D প্রযুক্তি
  • ইন্টেল ক্লিয়ার ভিডিও এইচডি প্রযুক্তি
  • নিরাপদ কী
  • PCIe Gen 4.0 সমর্থন
  • নিউরাল অ্যাক্সিলারেটর 2.0
  • ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স 730


AMD Ryzen 3 2200G কোয়াড কোর প্রসেসর

AMD ryzen 3 2200g প্রসেসরের উচ্চ-পারফরম্যান্স কম্পিউটিং অভিজ্ঞতা, সর্বশেষ বিপ্লবী AMD মাল্টি-থ্রেডেড প্রসেসিং প্রযুক্তি, 3.7GHz সর্বোচ্চ বুস্ট ফ্রিকোয়েন্সি, 2667MHz মেমরির গতি, 4 কোর আনলক করা আছে।

Price ৳ 33,500

স্পেসিফিকেশন

  • প্রসেসর টাইপ AMD
  • প্রসেসর ইন্টারফেস Ryzen 3 2200G
  • প্রসেসর পরিবার Ryzen
  • প্রসেসর স্পিড বেস 3.5 GHz
  • ক্যাশে মোট L2 ক্যাশে 2 MB, মোট L3 ক্যাশে 4 MB৷
  • 3.7 GHz পর্যন্ত গতি


প্রসেসর কি কাজ করে?

প্রসেসর(CPU) এর নামের মধ্যেই লেখা আছে কে এটি প্রসেসিং করে। অর্থাৎ আপনি যখন কোনো ইনপুট দেন কম্পিউটারে এবং এই ইনপুট কে প্রসেসিং করে আপনাকে আউপুট প্রদান করে। এটিই হলো প্রসেসর এর কাজ।

উদাহরণ হিসেবে আপনি যদি কম্পিউটারের chrome brower অ্যাপ্লিকেশন সফটওয়ারের অপর ক্লিক করেন। তাহলে ওটি হলো আপনার ইনপুট।

এবং এই ইনপুট টি প্রসেসর এর দ্বারা প্রসেসিং হবে এবং ওই ইনপুট এর আউটপুট হিসেবে Chrome brower টি open হয়ে যাবে।

আরো একটি উদাহরণ হলো যখন আপনি কোনো ভিডিও চালানোর জন্য ক্লিক (input দেন) করেন । এবং ওই ভিডিও টি প্রসেসিং হয়ে আউটপুট হিসেবে ভিডিও টি চলতে থাকে।

Processor কোথায় লাগানো থাকে কম্পিউটারের মধ্যে ?

অনেকেই কম্পিউটার ক্যাবিনেট কে CPU বলে কিন্তু ওটি আসলে সিপিইউ নয়। সচরাচর ভাবে আমরা বলতে পারি ওটি সিপিইউ কিন্তু আসলে সিপিইউ ওই বাক্স এর ভেতরে motherboard এ লাগানো থাকে।

ল্যাপটপ এর ভেতরে ও CPU লাগানো থাকে এবং ওই সিপিইউ এর পাশেই ফ্যান থাকে যাতে CPU এ উৎপন্ন heat কে বাইরে বের করতে পারে। এতে CPU ঠান্ডা হয় এবং ভালো ভাবে কাজ করে ।

প্রসেসরের জেনারেশন কি? (What is processor Generation?)

প্রসেসর বানানোর জন্য কোটি কোটি ট্রানজিস্টর (transistor) ব্যাবহার করা হয়।

এবং ওই ট্রানজিস্টর খুবই ছোট হয় যার আকার 30 nanometre এরকম size এর।

বর্তমানে intel কোম্পানির প্রসেসর 14 nanometre ট্রানজস্টর দিয়ে বানানো।

এবং এই ট্রানজিস্টরের আকার যত ছোট হবে তত কম ইলেকট্রিক power নেবে CPU সেইসঙ্গে CPU কম গরম হবে।

প্রতিবছর অথবা 2 বছরের মধ্যে intel কোম্পানি নতুন ট্রানজিস্টর বানিয়ে ফেলে যা আগের ট্রানজিস্টরের তুলনায় অনেক ছোট।


কোন প্রসেসরে কত core থাকে?

প্রসেসর মাত্রই এর মধ্যে এক বা একাধিক কোর থাকে।

দুটি কোম্পানি এর প্রসেসর মার্কেটে দেখতে পাওয়া যায়। ইনটেল(Intel) এবং AMD। তাই দুটি কোম্পানি এর প্রসেসর এর নাম সম্পূর্ণ আলাদা।

তাই আমরা intel কোম্পানি এর কিছু নাম করা বর্তমান প্রসেসর এর নাম এবং এই প্রসেসরের মধ্যে কতগুলি কোর আছে তা জেনে নেওয়া চেষ্টা করবো।

Intel Pentium : পেন্টিয়াম নামের অনেক প্রসেসর ই মার্কেট এ আছে। যার বেশিরভাগই Single core, এবং কিছু প্রসেসর আছে যা duel core।

Intel core 2 : এই প্রসেসর এর মধ্যে 1,2 অথবা 4 টে কোর ও থাকতে পারে। তাই কেনার আগে দেখে নেওয়া উচিত।

Core i3: ল্যাপটপে ব্যবহার করা প্রসেসর এর মধ্যে 2 টি কোর থাকে এবং এর সঙ্গে হাইপার্থ্রেডিং(hyper threading) করা থাকে। Hyperthreding এর অর্থ হলো যদি কোনো প্রসেসর এ হাইপার্থ্রিডিং করা থাকে তার মানে ওই CPu তে যদি 2 টি core থাকে তাহলে কম্পিউটার ওটাকে 4 টি ভাববে। এবং কম্পিউটারে ব্যবহৃত সিপিইউ তে 4 টি core থাকে।

Core i5 : ল্যাপটপে ব্যবহৃত i5 প্রসেসর এ 2 টি কোর ও hyperthreding করা থাকে। কম্পিউটারে ব্যবহৃত i5 এ 4 টি কোর থাকে।

Core i7 : ল্যাপটপে 4 টি কোর ও hyperthreding। কম্পিউটারে 8 core থাকে।

Core i9 : এর মধ্যে 6 থেকে 8 টি কোর থাকে।


আরো পড়ুন 

  1. কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ? 
  2. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন |
  3. Google কীভাবে কাজ করে ? 
  4. 10000-এর নীচে সেরা ফোন ।
  5. টপ 3 সেরা গেম পিসি এর জন্য ।
  6. বিটকয়েন অর্থ কি? বিটকয়েন বলতে কি বুঝায় ? 
  7. কয়েকটি গেম অ্যান্ড্রয়েড গেম যা মিলিয়ন প্লাস ডাউনলোড 
  8. মোবাইল ফোন ব্যবহারের সুবিধা ও অসুবিধা গুলো কি 
  9. পৃথিবীর সবচেয়ে দামি ফোন 



0/পোস্ট এ কমেন্ট/Comments