ফেসবুক কি ? এর ব্যাবহার কিভাবে করতে হয় ? What is Facebook? How to use it?

 What is Facebook? How to use it?







ফেসবুক কি বর্তমানে এখনো এমন অনেক মানুষ রয়েছে যারা ইন্টারনেট ব্যবহার করছেন কিন্ত ফেসবুক কি সেই বিষয়ে জানেন না।

বর্তমানে বিশ্বের জনপ্রিয় ওয়েবসাইটের মধ্যে চতুর্থ নম্বারে রয়েছে Facebook. তাছাড়া বর্তমানে ইন্টারনেটে সব থেকে বেশি ভিজিট হওয়া ওয়েবসাইট এর দিক থেকে তৃতীয় নম্বারে জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক।

প্রথম নম্বারে রয়েছে গুগল  দ্বিতীয় নম্বারে রয়েছে ইউটউব এবং তৃতীয় নম্বারে রয়েছে বিশ্বের সব থেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া Facebook  আমাদের মধ্যে এমন অনেক ফেসবুক ইউজার রয়েছে যারা অনেক আগে থেকে ফেসবুক ব্যবহার করছেন।

কিন্ত বর্তমান সময়ে এমন অনেক ইন্টারনেট ইউজার রয়েছে যাদের কাছে Facebook নতুন একটি বিষয়। এজন্য আজকে আমি আর্টিকেলের মাধ্যমে আপনাদের জানাবো ফেসবুক কি, এবং ফেসবুকের ব্যবহার ও ইতিহাস সম্পর্কে।

ফেসবুক হলো এমন একটি ওয়েবসাইট যার মাধ্যমে আপনারা ছবি, ভিডিও, ধারণা, অভিজ্ঞতা, জ্ঞান, নিজের ব্যক্তিগত জীবনের কিছু অংশ এই ওয়েবসাইটে সক্রিয় থাকা ইউজারদের সাথে শেয়ার করতে পারবেন।

এই সকল প্রক্রিয়া করার জন্য অবশ্যই আপনাকে একটি নতুন Facebook account তৈরি করতে হবে। আর এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা দেশ বিদেশের নানা ধরনের মানুষের সাথে বন্ধুত্ব করতে পারবেন।

আপনি বিশ্বের যেকোনো জায়গাই Facebook user দের কাছে Friend request পাঠাতে পারবেন। আর সেই ব্যাক্তি যদি আপনার পাঠানো friend request টি accept করে তাহালে তিনি আপনার Facebook Friend হয় । 




ফেসবুকের ব্যবহার:-

আমি আগেই বলেছি ফেসবুক একটি ফ্রি সোশ্যাল মিডিয়া প্লাটফার্ম যেখানে যেকেউ সম্পর্ন ফ্রীতে একটি account তৈরি করতে পারবেন। 

বিভিন্ন ক্ষেএে ফেসবুকের ব্যবহার করা হয়। সেগুলো হলো :-
বন্ধু বান্ধব থেকে শুরু করে আপনজনের সাথে নিজের জীবনের কিছু অংশ ইমেজ, ভিডিও, স্টাট্যাস গুলো এর মাধ্যমে শেয়ার করতে পারবেন।
বিশ্বের যেকোনো জায়গা থাকা মানুষের সাথে ভিডিও কলে এবং অডিও কলে এর মাধ্যমে কথা বলতে পারবেন।
নিজের তথ্য গুলো ফেসবুকের মাধ্যমে শেয়ার করতে পারবেন আর অন্যদের শেয়ার করা তথ্য গুলো গ্রহণ করতে পারবেন।
ফেসবুক পেজে  এবং ফেসবুক গুরুপ এর মাধ্যমে নিজের ব্যবসার প্রচার এবং মার্কেটিং করতে পারবেন।

Facebook marketplace এর মাধ্যমে যেকোনো নতুন বা পুরাতন পণ্য কিনতে বা বিক্রিয় করতে পারবেন। 

বিশ্বের যেকোনো জায়গা থেকে নতুন নতুন বন্ধু বানিয়ে নিতে পারবেন।
বিভিন্ন মজাদার কন্টেন্ট, ইমেজ, ভিডিও এবং পোষ্ট দেখে সময় কাটাতে পারবেন।
ফেসবুকে বিভিন্ন ধরনের অনলাইন গেম খেলতে পারবেন।
Facebook paid advertisement এর মাধ্যমে যেকোনো প্রডাক্ট বা সার্ভিস এর অনলাইন মার্কেটিং করতে পারবেন।
নিজের ফেসবুক পেজের ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করতে পারবেন।
তাহালে আশাকরি সহজে বুঝতে পারছেন কি কি কাজে ফেসবুক ব্যবহার করা হয়। 




ফেসবুকের কারনে সামাজিক উন্নতি :-

ফেসবুক ব্যবহারের সুবিধা টা কি ফেসবুকের কারোনে সমাজের কতটা পরিবরতন হয়েছে আগে আমরা একটা নিউজ পাওয়ার জন্য নিউজ পেপার বা টিভি নিউজ নিয়ে পরে থাকতাম কিন্তু এখন বর্তমানে ফেসবুকে পেয়ে যাচ্ছি, হারিয়ে যাওয়া বা দিরগদিন কথা বা যোগাযোগ না হওয়া বন্ধু,হারিয়ে যায়াও বন্দু - দের কথা হটাঠ মনে পরলে ফেসবুকে একটা এস এম এস দিয়ে দিচ্চি নিয়মিত তাদের খবর নেওয়া যাচ্চে, কিছু সময় কিছু কিছু মেমরি মনে পরে যাচ্চে, যত গুলো নতুন ট্রপিক আছে সাথে সাথে পেয়ে যাচ্ছি, এ চারাও সামাজিক আরো অনেক উন্নতি সাধন হচ্ছে ফেসবুকের কারনে তবে এখন ফেসবুক চারা ও অনেক সোশ্যাল মিডিয়া রয়েছে সেগুলো সামাজিক পরিবর্তনের অংশীদার



ফেসবুকের উপকারিতা ;-

১-পেজ সেল
২-পেযে প্রোডাক্ট সেল
৩-গ্রুপে প্রোডাক্ট সেল
৪-নিজ আইডি থেকে প্রোডাক্ট সেল
৫-পেজ প্রমোট
৬-আড দেখে ইনকাম
৭- ভালো পেজ থাকলে সেখান থেকে ইনকাম




ফেসবুকের কারনে সামাজিক ক্ষতি :-
ফেসবুক ব্যবহারের অসুবিধা বা অপকারিতা ফেসবুক যেমনি আমাদের অনেক উপকারে এসেছে তেমনি অনেকটাই ক্ষতির কারন ও বলা যায়, তাহলে জেনে নি ক্ষতি গুলো কি কি। আগে আমরা বন্ধুরা মিলে গুরতে যাইতাম বিকালে আড্ডা দিতাম, আর এখন মেসেঞ্জার গ্রুপে আড্ডা এস এম এস হয়, আগে আমরা কোনো কিছুতে আত্মীয় বন্দু বান্ধব দের বারি জেতাম আর এখন ফেসবুকে উইশ করি, আগে বন্ধুরা মিলে প্লান করতাম কোথায় টুরে যাওয়া যায় এখন কার টাইম নাই আগে আমি যখন খেলার মাঠে খেলতে যেতাম দেরি করে গেলে খেলতে পারতাম না খেলার মাঠে অনেক খেলোয়ার হয়ে যেতো আর এখন মাজে মাজে মাঠে গিয়ে দেখি এলাকার ছোটো ভাইরা মাঠের এক কোনে বসে কারো সাথে চ্যাটিং এ ব্যস্ত এইতো হলো সামাজিক দুরত্ত।
এচাড়া ও আমাদের আরো বিভিন্ন দিখে ফেসবুক ক্ষতির কারন কিছু অসৎ প্রক্রিতির মানুষ প্রায় সময় দেখা যায় আমার আর আপনার মোবাইলে যত ডাটা আছে তা তারা চুরি করে নিয়ে যায় যা দিয়ে আমি আর আপনাকে ব্লাকমেইল করতে থাকে এচাড়াও কেউ কেউ নাশকতা সৃষ্টি করে ভুয়া নিউজ দিয়ে, আর আজ কাল তো ফেসবুক নিজেই আপনার মোবাইলের ডাটা তাদের কাছে রাখে আপনি অফলাইনে কত গুলো আপস বা কি কি ব্রাউজিং করেন তা সে সেভ করে নে তাই ফেসবুকে আমাদের যেমন টা উপকারে আসছে আবার ঠীক তেমনি কিছু দিকে আমাদের ক্ষতির কারন হয়ে দাঁড়িয়েছে।



0/পোস্ট এ কমেন্ট/Comments