সরকারি-সেবা | Government-service

Government-service








সকল প্রকার সরকারি সেবা 





































মাদকদ্রব্য আমদানি লাইসেন্স প্রদান

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)
সংশ্লিষ্ট কাগজপত্রসহ নির্ধারিত ফরমে মহাপরিচালক বরাবর আবেদন । আবেদনের বিষয়ে সংশ্লিষ্ট উপ-অঞ্চল কর্তৃক তদন্ত করে মতামতসহ প্রতিবেদন আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে মহাপরিচালকের নিকট প্রেরণ। প্রশাসন অধিশাখা কর্তৃক যাচাই-বাছাই করে আপত্তি না থাকলে লাইসেন্স প্রদানের অনুমোদন ও উপ-অঞ্চলে লাইসেন্স প্রদানের বিষয়ে পত্র প্রেরণ এবং আবেদনকারীকে অবিহতকরণ। বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
৯০দিন
প্রয়োজনীয় ফি
লাইসেন্স ফি-১০,০০০/- টাকার ট্রেজারি চালান
সেবা প্রাপ্তির স্থান

উপ-আঞ্চলিক কার্যালয়

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
  • মহাপরিচালক
  • অতিরিক্ত মহাপরিচালক
  • পরিচালক (প্র.)
  • উপপরিচালক (প্র.)
  • সহকারী পরিচালক (প্র.)
  • অফিস সহকারী (প্র.) 
  • অতিরিক্ত পরিচালকআঞ্চলিক কার্যালয় 
  • অফিস সহকারীআঞ্চলিক কার্যালয়
  • উপপরিচালক/ সহকারী পরিচালক, উপ-আঞ্চলিক কার্যালয়
  • অফিস সহকারী উপ-আঞ্চলিক কার্যালয়

 

প্রয়োজনীয় কাগজপত্র
  • নির্ধারিত ফরমে আবেদন
  • আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র / পাসপোর্টের ১ম ৪ পৃষ্ঠার সত্যায়িত অনুলিপি
  • দু’কপি পাসপোর্ট সাইজের ছবি
  • যে ভবনে/ঘরে প্রতিষ্ঠানটি অবস্থিত তার মালিকানা স্বপক্ষে সর্শেষ প্রচারিত খতিয়ান/ক্রয়কৃত হলে মূল ক্রয় দলিলের অনুলিপি, নামজারি খতিয়ানের কপি এবং হাল সন পর্ন্ত ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলের কপি
  • ভাড়া ভবনে/ঘরে অবস্থিত হলে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ অধ্যাদেশ,১৯৯০ অনুসরণে চক্তিপত্র এবং সর্শেষ ভাড়া পরিশোধের রশিদ 
  • আবেদনপত্রে স্বাক্ষর কারীর নাম ও পদবী
  • মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ,১৯৯০ এর ১২ ধারা মোতাবেক পুলিশ প্রতিবেদন।
    • সংশ্লিষ্ট বিধিমালার ৪ এর ১  এর (ক), (খ), (গ), (ঘ), (ঙ), (চ) এবং ২ এর (ক)-(গ)।
    • বেড সংখ্যা
    • আবাসিক এলাকায় কিনা এবং পর্যাপ্ত আলো বাতাসের সুবিধাসহ সুন্দর পরিবেশ আছে কিনা
    • ভবনটি ক’তলা বিশিষ্ট এবং এর কোন্ কোন্ তলায় ক’টি কক্ষ প্রস্তাবিত কাজে ব্যবহৃত হচ্ছে ।
    • টয়লেট/বাথরুম এর সংখ্যা  ও তা বিধির সাথে সামঞ্জস্য কিনা
    • সার্বক্ষণিক ডাক্তার এর সংখ্যাএবং নাম ও রেজিষ্ট্রেশন নং
    • সার্বক্ষণিক ডাক্তার এবং মনোচিকিৎসকের নিয়োগপত্র, সম্মতিপত্র/যোগদানপত্র এবং শিক্ষাগত সনদ
    • নার্স বা বয় এর সংখ্যা, নিয়োগপত্র ও শিক্ষাগত সনদ 
    • সুইপার এর সংখ্যা ও নিয়োগপত্র
    • ফরম গ অনুযায়ী  জীবন রক্ষাকারী উপকরণাদি আছে কিনা
    • রোগীর কেস হিস্ট্রিসহ যাবতীয় তথ্য সংরক্ষণে গৃহীত ব্যবস্থা
    • এ্যাফিলিয়েটেড ডায়াগনষ্টিক সেন্টার/প্যাথলজিক্যাল ল্যাব এর নাম
    • কার্যক্রম শুরুর পর থেকে হালনাগাদ পর্যন্ত চিকিৎসান্তে ছাড়পত্র দেয়া হয়েছে এমন রোগীর মোট সংখ্যা
  • ছাড়পত্র প্রদানকৃত রোগীর মধ্যে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে এমন রোগীর সংখ্যা(যদি থাকে )
  • অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন ২০০৩ অনুযায়ী লাইসেন্সের শর্ত সঠিক আছে কীনা।
সেবা প্রাপ্তির শর্তাবলি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,১৯৯০  এবং  বেসরকারী পর্যায়ে মাদকাসক্ত পরামর্শ কেন্দ্র ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ও মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা ও পরিচালনা বিধিমালা,২০০৫-এর শর্তাবলী প্রযোজ্য।

সংশ্লিষ্ট আইন ও বিধি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,১৯৯০ এবং  বেসরকারী পর্যায়ে মাদকাসক্ত পরামর্শ কেন্দ্র ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ও মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা ও পরিচালনা বিধিমালা, ২০০৫-এর শর্তাবলী প্রযোজ্য।

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা



বয়স্ক ভাতা কার্যক্রম

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

যাদের বার্ষিক গড় আয় সর্বোচ্চ ১০,০০০/- এবং পুরুষের ক্ষেত্রে বয়স সর্বনিম্ন ৬৫ বছর ও মহিলার ক্ষেত্রে বয়স সর্বনিম্ন ৬২ বছর তারা নির্ধারিত ফরমে উপজেলা/শহর সমাজসেবা অফিসার বরাবরে আবেদন করবেন। নীতিমালা অনুসারে ইউনিয়ন কমিটি কর্তৃক আবেদনসমূহ যাচাই-বাছাই করে প্রাথমিক তালিকা প্রস্তুত করে সুপারিশসহ চূড়ান্ত অনুমোদনের জন্য উপজেলা ক... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
০৩ মাস
সর্বোচ্চ ০৩ মাস
প্রয়োজনীয় ফি
১০ টাকা
১০ টাকার বিনিময়ে ব্যাংকে হিসাব খুলতে হয়
সেবা প্রাপ্তির স্থান
সকল উপজেলা/শহর সমাজসেবা অফিস
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. উপজেলা /শহর সমাজসেবা কর্মকর্তা ২. ফিল্ড সুপারভাইজার ৩. ইউনিয়ন সমাজকর্মী ৪. কারিগরি প্রশিক্ষক
প্রয়োজনীয় কাগজপত্র

১.  নির্ধারিত ফরমে আবেদন

২.   ইউপি চেয়ারম্যান/সদস্য কর্তৃক প্রত্যয়নপত্র

৩.  পাসপোর্ট সাইজের ছবি

৪.   জাতীয় পরিচয়পত্র/নাগরিকত্ব সনদ (ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/মেম্বার কর্তৃক সত্যায়িত)

সেবা প্রাপ্তির শর্তাবলি
  • দেশের সকল সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলার ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সি হতদরিদ্র পুরুষ এবং ৬২ বছরের ঊর্ধ্ব বয়সি মহিলা যার বার্ষিক গড় আয় অনূর্ধ্ব ১০,০০০/- (দশ হাজার) টাকা।
  • শারীরিকভাবে অক্ষম ও কর্মক্ষমতাহীন প্রবীণ  পুরুষ ও মহিলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়
  • তালাকপ্রাপ্ত- স্বামী পরিত্যক্তা, নিঃসন্তান অথবা বিপত্মীক, পরিবার থেকে বিচ্ছিন্ন প্রবীণ নারী-পুরুষ হতে হবে।
  • যে সকল প্রবীণ ব্যক্তির আয়কৃত অর্থের সম্পূর্ণ অর্থ খাদ্য বাবদ ব্যয় হয় এবং চিকিৎসা, বাসস্থান, ইত্যাদি খাতে খরচ করার জন্য কোনো অর্থ অবশিষ্ট থাকে না।
  • ভূমিহীন বয়স্ক ব্যক্তি।
সংশ্লিষ্ট আইন ও বিধি

১.  বয়স্ক ভাতা কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা

২.  সরকারি অন্য কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সেবা গ্রহণ করে থাকলে এ সেবা পাবেন না

৩.  পেনশনারী ব্যক্তি এ সেবা পাবেন না

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
১. উপজেলা নির্বাহী অফিসার ২. উপ-পরিচালক, জেলা সমাজসেবা অফিস ৩. জেলা প্রশাসক ৪. পরিচালক (কার্যক্রম) ৫. মহাপরিচালক

0/পোস্ট এ কমেন্ট/Comments