আপনার বিকাশ একাউন্ট বা বিকাশ ওয়ালেটে জমা থাকা ব্যালেন্স বেশ সহজে এজেন্ট বা পার্টনার ব্যাংকের এটিএম থেকে ক্যাশ আউট করা যাবে। অ্যাপ ও ইউএসএসডি কোড ব্যবহার করে এজেন্ট ও এটিএম থেকে বিকাশ ক্যাশ আউট করা যায়। চলুন জেনে নেওয়া যাক এজেন্ট ও এটিএম থেকে বিকাশ ক্যাশ আউট করার নিয়ম সম্পর্কে বিস্তারিত।
এজেন্ট থেকে ক্যাশ আউট
নিকটস্থ যেকোনো বিকাশ এজেন্ট এর কাছ থেকে ক্যাশ আউট করা যাবে। এজেন্ট এর কাছ থেকে ক্যাশ আউট এর ক্ষেত্রে বিকাশের ১.৮৫% হারে চার্জ প্রযোজ্য হবে। তবে প্রিয় এজেন্ট নাম্বারে ১.৪৯% হারে ক্যাশ আউট করা যাবে (২৫ হাজার টাকা পর্যন্ত)।
এবার চলুন জেনে নেওয়া যাক কিভাবে ইউএসএসডি কোড ও বিকাশ অ্যাপ ব্যবহার করে বিকাশ ক্যাশ আউট করবেন।
*247# ব্যবহার করে ক্যাশ আউট
বিকাশ একাউন্টে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স থাকলে বিকাশ এজন্ট এর কাছ থেকে ক্যাশ আউট, অর্থাৎ টাকা তোলা যাবে। বিকাশ একাউন্ট থেকে *২৪৭# ডায়াল করে বিকাশ এজেন্ট থেকে ক্যাশ আউট করতেঃ
- বিকাশ এজেন্ট এর কাছে যান
- বিকাশ এজেন্টকে ক্যাশ আউটের কথা জানান
- এজেন্ট এর বিকাশ নাম্বার জেনে নিন ও ক্যাশ আউট এর পরিমাণ এজেন্টকে জানান
- *247# ডায়াল করুন
- “Cash Out” সিলেক্ট করতে 5 লিখে রিপ্লাই করুন
- এরপর এজেন্টের কাছ থেকে ক্যাশ আউট করতে 1 লিখে রিপ্লাই করুন
- এজেন্টের নাম্বার লিখে রিপ্লাই করুন
- এরপর কত টাকা ক্যাশ আউট করতে চান তার এমাউন্ট প্রদান করুন
- এরপর বিকাশ পিন প্রদান করুন
*247# ডায়াল করে ক্যাশ আউট করার সময় বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ এজেন্টের নম্বর ভুল হলে আপনার টাকা অন্য কোথাও চলে যেতে পারে যা আপনার জন্য আর্থিকভাবে ক্ষতিকর হবে।
এজন্য বিকাশ অ্যাপ ব্যবহার করে কিউআর কোড স্ক্যান করে ক্যাশ আউট করা সবচেয়ে নিরাপদ। অথবা আপনার ফোনে যদি এজেন্টের নম্বর সেইভ করা থাকে তাহলে কন্টাক্ট লিস্ট থেকেও এজেন্টের নাম্বার ইনপুট করতে পারবেন।
বিকাশ অ্যাপ ব্যবহার করে ক্যাশ আউট
বিকাশ অ্যাপ ব্যবহার করে ক্যাশ আউট করতেঃ
- নিকটস্থ বিকাশ এজেন্টের কাছে যান
- ক্যাশ আউটের কথা জানান
- এজেন্ট এর বিকাশ নাম্বার জেনে নিন ও ক্যাশ আউট এর পরিমাণ এজেন্টকে জানান
- বিকাশ অ্যাপে প্রবেশ করে Cash Out / ক্যাশ আউট সিলেক্ট করুন
- এরপর এজেন্ট এর নাম্বার লিখুন অথবা এজেন্টের দোকানে থাকা কিউআর কোড বিকাশ অ্যাপের মধ্য থেকে স্ক্যান করুন
- ক্যাশ আউট এমাউন্ট লিখুন
- বিকাশ পিন প্রদান করুন
- ক্যাশ আউট সম্পন্ন করতে “ট্যাপ করে ধরে রাখুন” লেখায় ট্যাপ করে ধরে রাখুন।
উল্লেখিত প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করলে আপনার ক্যাশ আউট প্রসেস সম্পন্ন হবে। এরপর এজেন্টের কাছ থেকে আপনার ক্যাশ আউট এর টাকা বুঝে নিন।
এটিএম থেকে ক্যাশ আউট
পার্টনার ব্যাংকের এটিএম বুথ থেকে বিকাশ ক্যাশ আউট করা যাবে। যেসব ব্যাংকের এটিএম থেকে বিকাশ ক্যাশ আউট করা যাবে, সেসব ব্যাংক হলোঃ
- বেসিক ব্যাংক লিমিটেড
- ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেড
- আইএফআইসি ব্যাংক লিমিটেড
- যমুনা ব্যাংক লিমিটেড
- মিডল্যান্ড ব্যাংক লিমিটেড
- শাহজালাল ইসলামি ব্যাংক লিমিটেড
- সোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেড
উল্লেখিত ব্যাংকসমূহের এটিএম থেকে বিকাশ ক্যাশ আউট করা যাবে। ব্যাংকের এটিএম থেকে বিকাশ ক্যাশ আউট করতে প্রথমে একটি সিকিউরিটি কোড প্রয়োজন হবে। চলুন ধাপে ধাপে জেনে নেওয়া যাক কিভাবে এটিএম থেকে বিকাশ ক্যাশ আউট করতে হয়।
অ্যাপ থেকে সিকিউরিটি কোড পাওয়ার নিয়ম
- বিকাশ অ্যাপে প্রবেশ করে ক্যাশ আউট / Cash Out এ ট্যাপ করুন
- এরপর ATM / এটিএম অপশন সিলেক্ট করুন
- আপনার বিকাশ একাউন্টের পিন প্রদান করুন
- ট্যাপ করে ধরে রাখুন
এরপর ফোনে এসএমএস এর মাধ্যমে একটি সিকিউরিটি কোড পাবেন। এই কোডটি কারো সাথে শেয়ার করবেন না।
*247# ডায়াল করে কোড পাওয়ার নিয়ম
- *247# ডায়াল করুন
- “Cash Out” সিলেক্ট করতে 5 লিখে রিপ্লাই করুন
- এরপর এটিএম থেকে ক্যাশ আউট করতে 2 লিখে রিপ্লাই করুন
- বিকাশ পিন প্রদান করুন
এরপর ফোনে একটি সিকিউরিটি কোড (ওটিপি) পাবেন, যা পরবর্তী ৫মিনিটে ও শুধুমাত্র ১বার ব্যবহার করা যাবে।
এটিএম থেকে টাকা তোলার নিয়ম
পার্টনার ব্যাংকের এটিএম থেকে বিকাশ ক্যাশ আউট করতেঃ
- এটিএম স্ক্রিনের বামদিকের নিচে থাকা “bKash Cash Out” বাটন প্রেস করুন
- ভাষা নির্বাচন করুন
- কত টাকা ক্যাশ আউট করতে চান, তার এমাউন্ট লিখুন
- এসএমএস এর মাধ্যমে পাওয়া সিকিউরিটি কোড প্রদান করুন
- প্রদত্ত তথ্য সঠিক কিনা তা যাচাই করুন
- এরপর টাকা ও রিসিপ্ট কালেক্ট করুন
সফলভাবে ক্যাশ আউট হলে আপনার ফোনে একটি কনফার্মেশন এসএমএস পাবেন।
একটি মন্তব্য পোস্ট করুন