আমেরিকান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তৈরী নেটওয়ার্ক, ফেসবুক আজকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে পরিণত হয়েছে। বিশ্বে প্রায় ২.৯ বিলিয়ন ফেসবুক ব্যবহারকারী রয়েছেন। শুরুর দিকে ফেসবুকে একাউন্ট খুলতে বিশ্ববিদ্যালয় প্রদত্ত .edu এক্সটেনশনযুক্ত ইমেইল প্রয়োজন হলেও বর্তমানে যেকোনো ফোন নাম্বার বা ইমেইল ব্যবহার করে বেশ সহজে ফেসবুক একাউন্ট খোলা যায়।
ফেসবুক এর অন্য সব অংশের মত ইমেইল এড্রেস ও কাস্টমাইজ করে নিজের সুবিধামত পরিবর্তনের সুযোগ রয়েছে। ফেসবুক একাউন্টে লগিন করতে একাউন্টে সেট করা ইমেইল এড্রেস এর প্রয়োজন হয়। এছাড়াও প্রাইভেসি সেটিংসে চালু করা থাকলে ইমেইল এড্রেস ব্যবহার করে একাউন্ট সার্চ করাও যায়।
ফেসবুক একাউন্টের নোটিফিকেশন পাওয়া কিংবা ফেসবুক পাসওয়ার্ড রিসেট করতে একাউন্টে যুক্ত ইমেইলের ইনবক্স এক্সেস করা দরকার হয়। ফেসবুক একাউন্টে যুক্ত থাকা ইমেইলের অ্যাকসেস হারিয়ে ফেললে কিংবা অন্য কোনো কারণে ইমেইল এড্রেস পরিবর্তন করতে চাইলে বেশ সহজে তা করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক ফেসবুক ইমেইল পরিবর্তন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত।
কম্পিউটারে ফেসবুক ইমেইল পরিবর্তন করার নিয়ম
কম্পিউটার থেকে যেকোনো ব্রাউজার ব্যবহার করে বেশ সহজে ফেসবুক ইমেইল পরিবর্তন করা যাবে। কম্পিউটার থেকে ফেসবুক ইমেইল পরিবর্তন করতেঃ
- কম্পিউটারের যেকোনো একটি ব্রাউজারে প্রবেশ করুন এবং বর্তমান ইমেইল এড্রেস ও পাসওয়ার্ড প্রদান করে ফেসবুক একাউন্টে লগিন করুন
- লগিন করার পর ডানদিকের উপরের কর্নারে থাকা ডাউনওয়ার্ড অ্যারোতে ক্লিক করুন
- এরপর Settings & Privacy সিলেক্ট করুন, এরপর Settings এ ক্লিক করুন
- Contact এর পাশে আপনার ইমেইল এড্রেস দেখতে পাবেন, এর পাশে থাকা Edit এ ক্লিক করুন
- + Add another email or mobile number এ ক্লিক করুন
- এরপর নতুন ইমেইল প্রদান করুন ও Add বাটনে ক্লিক করুন
- এরপর নতুন এড করা ইমেইলে যাওয়া কনফার্মেশন ইমেইল এর মাধ্যমে উক্ত ইমেইল একাউন্টে যুক্ত করুন
- আগের ইমেইলটিকে বাদ দিতে নতুন ইমেইল এড্রেসটিকে আপনার প্রাইমারি ইমেইলে পরিবর্তন করতে হবে
- এরপর নতুন যুক্ত করা ইমেইল এর পাশে Make Primary লেখায় ক্লিক করুন
- এরপর আপনার ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড প্রদান করে Save এ ক্লিক করুন
- এরপর আগের ইমেইলের পাশে থাকা Remove এ ক্লিক করুন
- এরপর উক্ত ইমেইল রিমুভ করতে ফেসবুক পাসওয়ার্ড প্রদান করে Save এ ক্লিক করুন
উল্লিখিত প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করলে আপনার ফেসবুক একাউন্টে থাকা ইমেইল সফলভাবে পরিবর্তন করতে পারবেন।
মোবাইলে ফেসবুক ইমেইল পরিবর্তন করার নিয়ম
মোবাইল থেকে ফেসবুক অ্যাপ ব্যবহার করে কয়েক ধাপে ফেসবুক ইমেইল এড্রেস পরিবর্তন করা যাবে। মোবাইলে ফেসবুক ইমেইল পরিবর্তন করতেঃ
- ফেসবুক অ্যাপে প্রবেশ করুন ও থ্রি-লাইন আইকনে ক্লিক করে মেন্যুতে প্রবেশ করুন
- নিচের দিমে স্ক্রল করে Settings & Privacy তে ট্যাপ করুন ও Settings এ ট্যাপ করুন
- Contact Info তে ট্যাপ করুন
- Add Email Address এ ট্যাপ করুন
- নতুন ইমেইল এড্রেস প্রদান করুন, আপনার ফেসবুক পাসওয়ার্ড প্রদান করুন ও Add email এ ট্যাপ করুন
- এরপর ইমেইলের মাধ্যমে আসা কোড প্রদান করে নতুন ইমেইল যুক্ত করার ব্যাপারটি কনফার্ম করুন
- এরপর আবার Contact Info তে ট্যাপ করুন ও নতুন ইমেইলটি সিলেক্ট করুন ও Make Primary তে ট্যাপ করুন
- এরপর Contact Info তে আবার প্রবেশ করে পুরাতন ইমেইল সিলেক্ট করে Remove সিলেক্ট করুন
- পাসওয়ার্ড প্রদান করুন ও Remove Email এ ট্যাপ করুন।
উল্লেখিত পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করলে আপনার নতুন ইমেইল প্রাইমারি ইমেইল হিসেবে যুক্ত হয়ে যাবে ও পুরোনো ইমেইল এড্রেস ফেসবুক একাউন্ট থেকে মুছে যাবে।
একটি মন্তব্য পোস্ট করুন