কম
দামে ভালো গেমিং ফোন খুঁজছেন? আমরা খুঁজে বের করেছি ৯ হাজার টাকা থেকে শুরু করে ১৫ হাজার টাকার মধ্যে সেরা ৯টি গেমিং ফোন যা দেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে। এই তালিকার ফোনগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ফোনের চিপসেট আর এর পারফরম্যান্সকে। চলুন জেনে নিই ৯টি বাজেট গেমিং ফোন সম্পর্কে।
ওয়ালটন আরএক্স৭ মিনি
আপনি যদি ১০হাজার টাকার মধ্যে গেমিং ফোন খুঁজে থাকেন, সেক্ষেত্রে ওয়ালটন আরএক্স৭ মিনি ফোনটি হতে পারে আপনার সেরা পছন্দ। মিডিয়াটেক এর শক্তিশালী হেলিও পি৬০ প্রসেসর চালিত ফোনটিতে রয়েছে ৩জিবি র্যাম আর ৩২জিবি স্টোরেজ।
ওয়ালটন আরএক্স৭ মিনি তে থাকছে ৩০০০মিলিএম্প ব্যাটারি। ৬.১ইঞ্চি এইচডি+ ডিসপ্লের ফোনটিতে রয়েছে ১৩মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা ও ৮মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা। ফোনটির পেছনে রয়েছে ফিংগারপ্রিন্ট সেন্সর।
একনজরে
ওয়ালটন আরএক্স৭ মিনি
- ডিসপ্লেঃ ৬.১ইঞ্চি এইচডি+
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও পি৬০
- র্যামঃ ৩জিবি
- স্টোরেজঃ ৩২জিবি
- ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল এর ডুয়াল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা
- ব্যাটারিঃ ৩০০০মিলিএম্প
একটি মন্তব্য পোস্ট করুন