কম দামে ভালো গেমিং ফোন | Good gaming phones at low prices


কম দামে ভালো গেমিং ফোন খুঁজছেন? আমরা খুঁজে বের করেছি হাজার টাকা থেকে শুরু করে ১৫ হাজার টাকার মধ্যে সেরা ৯টি গেমিং ফোন যা দেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে। এই তালিকার ফোনগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ফোনের চিপসেট আর এর পারফরম্যান্সকে। চলুন জেনে নিই ৯টি বাজেট গেমিং ফোন সম্পর্কে।

ওয়ালটন আরএক্স৭ মিনি

আপনি যদি ১০হাজার টাকার মধ্যে গেমিং ফোন খুঁজে থাকেন, সেক্ষেত্রে ওয়ালটন আরএক্স৭ মিনি ফোনটি হতে পারে আপনার সেরা পছন্দ। মিডিয়াটেক এর শক্তিশালী হেলিও পি৬০ প্রসেসর চালিত ফোনটিতে রয়েছে ৩জিবি র‍্যাম আর ৩২জিবি স্টোরেজ।

ওয়ালটন আরএক্স৭ মিনি তে থাকছে ৩০০০মিলিএম্প ব্যাটারি। .১ইঞ্চি এইচডি+ ডিসপ্লের ফোনটিতে রয়েছে ১৩মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা ৮মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা। ফোনটির পেছনে রয়েছে ফিংগারপ্রিন্ট সেন্সর।

একনজরে ওয়ালটন আরএক্স৭ মিনি

  • ডিসপ্লেঃ .১ইঞ্চি এইচডি+
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও পি৬০
  • ্যামঃ ৩জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল এর ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা
  • ব্যাটারিঃ ৩০০০মিলিএম্প



ওয়ালটন আরএক্স৭ মিনি এর দামঃ ,৪৯৯ টাকা

টেকনো স্পার্ক কম দামে ভালো গেমিং ফোন

১২ হাজার টাকার মধ্যে একটি পারফেক্ট ব্যালেন্সড ফোন হচ্ছে টেকনো স্পার্ক ৭। ফোনটিতে রয়েছে .৫ইঞ্চির ডিসপ্লে। ১৬মেগাপিক্সেলের ব্যাক ৮মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা রয়েছে ফোনটিতে।

[★★]  মোবাইল দিয়ে টাকা আয় করার উপায় জানতে এখানে ক্লিক করুন 

৪জিবি ্যাম ৬৪জিবি স্টোরেজ এর ফোনটিতে রয়েছে ৬০০০মিলিএম্প এর বিশাল ব্যাটারি। টেকনো স্পার্ক ফোনটি চলবে মিডিয়াটেক এর হেলিও জি৭০ প্রসেসর দ্বারা। এছাড়াও ফোনটির ব্যাকে ফিংগারপ্রিন্ট সেন্সর তো থাকছেই। 

একনজরে টেকনো স্পার্ক

  • ডিসপ্লেঃ .৫ইঞ্চি এইচডি+
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৭০
  • ্যামঃ ৪জিবি ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প

টেকনো স্পার্ক এর দামঃ ১১,৯৯০ টাকা

টেকনো স্পার্ক


অনেকটা একই স্পেসিফিকেশন আর হুবহু একই দাম নিয়ে টেকনোর আরেক ফোন, টেকনো স্পার্ক রয়েছে আমাদের এই কম দামে ভালো গেমিং স্মার্টফোন এর তালিকায়। টেকনো স্পার্ক ফোনটিতে স্পার্ক এর চেয়ে কিছুটা ছোট ৫০০০মিলিএম্প এর ব্যাটারি থাকলেও তার অভাব পূরণ করতে রয়েছে ফাস্ট চার্জিং সাপোর্ট। আরো অবাক করার বিষয় হলো এই ফোনটিতে রয়েছে ১২৮জিবি স্টোরেজ। টেকনো স্পার্ক এর বাকি সব ফিচার টেকনো স্পার্ক এর মতোই।

একনজরে টেকনো স্পার্ক

  • ডিসপ্লেঃ .৫ইঞ্চি এইচডি+
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৭০
  • ্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প

টেকনো স্পার্ক এর দামঃ ১১,৯৯০ টাকা

ওয়ালটন আরএক্স৮ মিনি


এই কম দামে সেরা গেমিং ফোনের তালিকায় ওয়ালটন আরএক্স৮ মিনি ফোনটি দেখতে সবচেয়ে আকর্ষণীয়। এই ফোনটি বাজারে এনেদামে কম, মানে ভালোকথাটির বাস্তবিক উদাহরণ দেখিয়েছে দেশী ব্র‍্যান্ড ওয়ালটন। ফোনটির দাম হিসেবে স্পেসিফিকেশন একদমটপ অফ দ্যা লাইনবলা চলে।

৪জিবি র‍্যাম ৬৪জিবি স্টোরেজ এর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর, যা এই দামে অনন্য। এছাড়াও ফোনটিতে ১২ মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি রয়েছে মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা। .৩ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লের ফোনটিতে রয়েছে ৩৬০০মিলিএম্প এর ব্যাটারি। ওয়ালটন আরএক্স৮ মিনি ফোনটির পেছনে রয়েছে ফিংগারপ্রিন্ট সেন্সর।

একনজরে ওয়ালটন আরএক্স৮ মিনি

  • ডিসপ্লেঃ .৩ইঞ্চি ফুল এইচডি+
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০
  • ্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা + মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩৬০০মিলিএম্প

ওয়ালটন আরএক্স৮ মিনি এর দামঃ ১২,৯৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এম০২এসকম দামে ভালো গেমিং ফোন


স্যামসাং এর ফোন আর গেমিং যাদের পছন্দ, তাদের জন্য স্যামসাং গ্যালাক্সি এম২এস হতে পারে ১২হাজার টাকার মধ্যে সেরা একটি ফোন। ফোনটিতে রয়েছে .৫ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০ প্রসেসর ব্যবহার করা হয়েছে ফোনটিতে।

স্যামসাং গ্যালাক্সি এম২এস রয়েছে ৪জিবি র‍্যাম ৬৪জিবি স্টোরেজ। ৫০০০মিলিএম্প এর বিশাল ব্যাটারি রয়েছে ফোনটিতে। এতে ক্যামেরা হিসেবে রয়েছে ১২মেগাপিক্সেল থ্রিপল ক্যামেরা সেটাপ ৫মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা।

একনজরে স্যামসাং গ্যালাক্সি এম০২এস

  • ডিসপ্লেঃ .৫ইঞ্চি এইচডি+
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০
  • ্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল থ্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ  ৫মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এম২এস এর দামঃ ১২,২৯৯ অথবা ১১,২৯৯ টাকা

রিয়েলমি সি১৫ কোয়ালকম এডিশন

বড় ব্যাটারি, ফাস্ট চার্জিং সাপোর্ট স্ম্যাপড্রাগন প্রসেসর দিয়ে আমাদের তালিকায় স্থান করে নিয়েছে রিয়েলমি সি১৫ কোয়ালকম এডিশন। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪৬০ প্রসেসর দ্বারা চালিত ফোনটিতে রয়েছে ৬০০০মিলিএম্প এর বিশাল ব্যাটারি। লম্বা সময় ধরে যারা গেম খেলতে পছন্দ করেন, তাদের জন্য এই ফোনটি আদর্শ সমাধান।


ফোনটিতে রয়েছে ৪জিবি র‍্যাম ৬৪জিবি ইন্টারনাল স্টোরেজ। ক্যামেরা হিসাবে ১৩মেগাপিক্সেলের মেইম ক্যামেরার পাশাপাশি রয়েছে ৮মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা। ফোনটির সামনে রয়েছে ৮মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা।

একনজরে রিয়েলমি সি১৫ কোয়ালকম এডিশনকম দামে ভালো গেমিং ফোন

  • ডিসপ্লেঃ . ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০
  • ্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল + ৮মেগাপিক্সেল আলট্রাওয়াইড
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প

রিয়েলমি সি১৫ কোয়ালকম এডিশন এর দামঃ ১২,৯৯০ টাকা

রিয়েলমি নারজো ৩০এ


গেমারদের কথা মাথায় রেখেই মূলত রিয়েলমির নারজো সিরিজের ফোনগুলো তৈরী। এরই ধারাবাহিকতায় বাজেটের মধ্যে শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর চালিত ফোন, রিয়েলমি নারজো ৩০এ তে রয়েছে ৪জিবি র‍্যাম ৬৪জিবি স্টোরেজ।

.৫ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লের ফোনটিতে থাকছে ১৩মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটাপ। ফোনটির সামনে রয়েছে ৮মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা।

একনজরে রিয়েলমি নারজো ৩০একম দামে ভালো গেমিং ফোন

  • ডিসপ্লেঃ .৫ইঞ্চি ফুল এইচডি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৫
  • ্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাক ক্যামেরাঃ  ১৩মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প

ওয়ালটন আরএক্স৮ মিনি এর দামঃ ১২,৯৯০ টাকা

টেকনো স্পার্ক প্রো

একের পর এক কম দামে অসাধারণ ফোন বাজারে এনে দেশের বাজারে গেমারদের চাহিদা অনেকদিন ধরেই পূরণ করে আসছে টেকনো। টেকনো স্পার্ক প্রো ফোনটিকে এরই একটি প্রচেষ্টা বলা চলে। মিডিয়াটেক এর হেলিও জি৮০ চালিত ফোনটি গেমিং এর পাশাপাশি সাধারণ ব্যবহারের জন্যও অসাধারণ।


ফোনটির অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে এত কম দামে ৯০হার্জ রিফ্রেশ রেট, যা এই দামে স্বপ্নের মত বলা চলে। .৬ইঞ্চির পাঞ্চ-হোল ডিসপ্লের ফোন, টেকনো স্পার্ক প্রো তে রয়েছে ৫০০০মিলিএম্প এর বিশাল ব্যাটারি। থাকছে ৪জিবি র‍্যাম ৬৪জিবি ইন্টারনাল স্টোরেজ। ফোনটিতে আরো রয়েছে ৪৮মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটাপ ৮মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা।

একনজরে টেকনো স্পার্ক প্রো

  • ডিসপ্লেঃ .৬ইঞ্চি পাঞ্চ-হোল ডিসপ্লে + ৯০হার্জ রিফ্রেশ রেট
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮০ 
  • ্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

টেকনো স্পার্ক প্রো  এর দামঃ ১৩,৪৯০ টাকা

রিয়েলমি নারজো ২০


রিয়েলমি নারজো ৩০এ রিয়েলমি নারজো ২০এই দুইটি ফোন বলতে গেলে প্রায়ই একই। ফোন দুইটির মধ্যে প্রধান পার্থক্য হলো এদের ক্যামেরাতে। নারজো ৩০এ ফোনটিতে রয়েছে ১৩মেগাপিক্সেলের ক্যামেরা, যেখানে নারজো ২০ তে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা ৮মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা। এছাড়া বাকিসব ক্ষেত্রে রিয়েলমি নারজো ৩০এ রিয়েলমি নারজো ২০ফোন দুইটি একই।

একনজরে রিয়েলমি নারজো ২০

  • ডিসপ্লেঃ .৫ইঞ্চি ফুল এইচডি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৫
  • ্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা + ৮মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প

রিয়েলমি নারজো ২০ এর দামঃ ১৩,৯৯০ টাকা

0/পোস্ট এ কমেন্ট/Comments