গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ - Grameenphone Internet Package



বর্তমানে গ্রামীণফোনে মূলত দুই ধরণের ইন্টারনেট প্যাকেজ পাওয়া যাচ্ছে। থ্রিজি আর ফোরজি মিলিয়ে অনেকগুলো ইন্টারনেট প্যাকেজই রয়েছে গ্রামীণফোনে। তবে শুধুমাত্র ফোরজি স্পেশাল কিছু প্যাকেজও রয়েছে। গ্রামীণফোনে গ্রাহকরা ভিডিও প্যাক, সোস্যাল প্যাক, এমনকি ভিডিও কনফারেন্স এর জন্য আলাদা ইন্টারনেট প্যাক নিতে পারবেন। আর এতসব প্যাকের পাশাপাশি অ্যাপ ভিত্তিক ফ্লেক্সি প্ল্যান তো রয়েছেই।


গ্রামীণফোনের সাপ্তাহিক ইন্টারনেট প্যাকেজ ও ডায়াল কোড / Grameenphone Weekly Internet Packages & Dial Code


গ্রামীনফোনে সাপ্তাহিক অনেক অফার রয়েছে। ৩দিন, ৫দিন ও ৭দিন মেয়াদের গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ রয়েছে। বিভিন্ন ধরনের সাপ্তাহিক জিপি ইন্টারনেট অফার ও এমবি চেক করার কোড নিচে দেওয়া হলোঃ


  • গ্রামীনফোন ৫এমবি @ ২.৭৪টাকা, মেয়াদঃ ৩দিন, কোডঃ *121*3002#
  • গ্রামীনফোন ৫১২এমবি @ ২৮টাকা, মেয়াদঃ ৩দিন, কোডঃ *121*3256#
  • গ্রামীনফোন ১জিবি @ ৩১টাকা, মেয়াদঃ ৫দিন, কোডঃ *121*5087#
  • গ্রামীনফোন ১জিবি @ ৭৭টাকা, মেয়াদঃ ৭দিন, কোডঃ *121*3056#
  • গ্রামীনফোন ২.৫জিবি (৫১২এমবি ৫জি) @ ৫৭টাকা, মেয়াদঃ ৩দিন, কোডঃ *121*3242#
  • গ্রামীনফোন ৩.৫জিবি (৫১২এমবি ৪জি) @ ৬৯টাকা, মেয়াদঃ ৩দিন, কোডঃ *121*3282#
  • গ্রামীনফোন ৫জিবি (১জিবি ৪জি) @ টাকা, মেয়াদঃ দিন, কোডঃ *121*3344#
  • গ্রামীনফোন ৮জিবি (২জিবি ৪জি) @ ১৪৮টাকা, মেয়াদঃ ৭দিন, কোডঃ *121*3262#
  • গ্রামীনফোন ১২জিবি (২জিবি ৪জি) @ ১৯৮টাকা, মেয়াদঃ ৭দিন, কোডঃ *121*3133#

গ্রামীণফোন মাসিক ইন্টারনেট প্যাকেজ ও ডায়াল কোড / Grameenphone Monthly Internet Packages & Dial Code :


গ্রামীণফোন মাসিক ইন্টারনেট প্যাকেজ এর মেয়াদ ৩০দিন। বিভিন্ন ধরনের মাসিক জিপি ইন্টারনেট অফার ও এমবি চেক করার কোড নিচে দেওয়া হলোঃ

  • গ্রামীনফোন ৫৮টাকায় ১১৫এমবি, কোডঃ *121*3005#
  • গ্রামীনফোন ১৪৯টাকায় ৫৫এমবি, কোডঃ *121*3007#
  • গ্রামীনফোন ১৮৯টাকায় ১জিবিজিবি, কোডঃ *121*3390#
  • গ্রামীনফোন ২৩৯টাকায় ১.৫জিবি, কোডঃ *121*3027#
  • গ্রামীনফোন ১৯৭টাকায় ২জিবি (৫১২এমবি ৪জি), কোডঃ *121*3027#
  • গ্রামীনফোন ২৮৯টাকায় ৩জিবি, কোডঃ *121*3458#
  • গ্রামীনফোন ১২০টাকায় ৫জিবি, কোডঃ *121*3458#
  • গ্রামীনফোন ২৯৯টাকায় ৫জিবি, কোডঃ *121*3392#
  • গ্রামীনফোন ৪৯৮টাকায় ১৫জিবি, কোডঃ *121*3459#
  • গ্রামীনফোন ৬৪৯টাকায় ২৫জিবি (৫জিবি ৪জি), কোডঃ *121*3393#
  • গ্রামীনফোন ৯৯৮টাকায় ৫০জিবি (২০জিবি ৪জি), কোডঃ *121*3394#

জিপি ইন্টারনেট অফার প্যাকেজ সমূহ – Grameenphone Internet Offer Packages



গ্রামীনফোনে এমবি অফার দেওয়া হয় মাঝেমধ্যে। (উল্লেখ্য যে এই এমবির অফারগুলো সবাই পাবেন না)। গ্রামীনফোনের অফার ইন্টারনেট প্যাকেজ ও কেনার কোড হলোঃ

  • গ্রামীনফোন অফার ১জিবি @ ৫টাকা, কোড *500*45#, মেয়াদ ৭দিন
  • গ্রামীনফোন ১জিবি অফার @ ১৮টাকা, কোড *121*3234#, মেয়াদ ৮ঘন্টা
  • গ্রামীনফোন অফার ১জিবি @ ২১টাকা, কোড *121*5097#, মেয়াদ ৭দিন
  • গ্রামীনফোন অফার ১জিবি @ ২৭টাকা, কোড *121*5299#, মেয়াদ ৭দিন
  • গ্রামীনফোন ২জিবি অফার @ ৯৮টাকা, কোড *121*3322#, মেয়াদ ৭দিন
  • গ্রামীনফোন অফার ১জিবি @ ৯টাকা, কোড *5020*2217#, মেয়াদ ২৮দিন
  • গ্রামীনফোন ১জিবি ৫০টাকা অফার, কোড *121*3390#, মেয়াদ ৩০দিন


জিপি সোশ্যাল ইন্টারনেট প্যাকেজ ডায়াল কোড – GP Social Internet Packages Dial Code:



গ্রামীনফোনে সোশ্যাল অ্যাপগুলো, যেমনঃ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার ইত্যাদি অ্যাপ ব্যবহারের জন্য আলাদা প্যাক রয়েছে। গ্রামীণফোনের সোশ্যাল ইন্টারনেট প্যাকেজগুলো হলোঃ

  • ১.৬৪টাকায় ৩দিনের জন্য ফেসবুক প্যাক কিনতে ডায়াল *121*3022#
  • ৬.৫৬টাকায় ৭দিনের জন্য ফেসবুক প্যাক কিনতে ডায়াল *121*3023#
  • ২.৬১টাকায় ৩দিনের জন্য ২৬এমবি হোয়াটসঅ্যাপ প্যাক কিনতে ডায়াল *121*3063#
  • ২০টাকায় ৩০দিনের জন্য ফেসবুক প্যাক কিনতে ডায়াল *121*3024#
  • ২.৬১টাকায় ৩দিনের জন্য ২৬এমবি ভাইবার প্যাক কিনতে ডায়াল *121*3070#

গ্রামীণফোন রিচার্জ ভিত্তিক ইন্টারনেট প্যাক / Grameenphone Recharge Based Internet Packs 



গ্রামীণফোনে কত টাকা রিচার্জ করলে কত এমবি ডাটা কিনতে পারবেন, তার তালিকা মেয়াদসহ নিচে দেওয়া হলো। উল্লেখ্য যে নিম্নে বর্ণিত যেকোনো এমাউন্টের রিচার্‌জ করলেই আপনার একাউন্টে উল্লেখিত সময়ের জন্য ইন্টারনেট প্যাক জমা হয়ে যাবে।


৩দিন মেয়াদের গ্রামীণফোন ইন্টারনেট প্যাকঃ

  • গ্রামীণফোন ৩০এমবি ডাটা পেতে রিচার্জ ১২টাকা
  • গ্রামীণফোন ৬০এমবি ডাটা পেতে রিচার্জ ২২টাকা
  • গ্রামীণফোন ২৫০এমবি ডাটা পেতে রিচার্জ ৩১টাকা

৭দিন মেয়াদের গ্রামীণফোন ইন্টারনেট প্যাকঃ

  • গ্রামীণফোন ৭৫এমবি ডাটা পেতে রিচার্জ ৩৭টাকা
  • গ্রামীণফোন ১জিবি ডাটা পেতে রিচার্জ ৯৪টাকা
  • গ্রামীণফোন ১.৫জিবি ডাটা পেতে রিচার্জ ১০৪ টাকা
  • গ্রামীণফোন ২জিবি ডাটা পেতে রিচার্জ ১২৯টাকা
  • গ্রামীণফোন ৪জিবি ডাটা পেতে রিচার্জ ১৭৯টাকা

২৮দিন মেয়াদের গ্রামীণফোন ইন্টারনেট প্যাকঃ


  • গ্রামীণফোন ১০০এমবি ডাটা পেতে রিচার্জ ৫৬টাকা
  • গ্রামীণফোন ২৫০এমবি ডাটা পেতে রিচার্জ ১১৯টাকা
  • গ্রামীণফোন ৫০০এমবি ডাটা পেতে রিচার্জ ১৪৯টাকা
  • গ্রামীণফোন ১.৫বি ডাটা পেতে রিচার্জ ২২৯টাকা
  • গ্রামীণফোন ২জিবি ডাটা পেতে রিচার্জ ৩৩৭টাকা
  • গ্রামীণফোন ৩জিবি ডাটা পেতে রিচার্জ ৪২৭টাকা
  • গ্রামীণফোন ৫জিবি ডাটা পেতে রিচার্জ ৬০৯টাকা
  • গ্রামীণফোন ১০বি ডাটা পেতে রিচার্জ ১১৫৭টাকা
  • গ্রামীণফোন ১২জিবি ডাটা পেতে রিচার্জ ১৫২২টাকা
  • গ্রামীণফোন ২০বি ডাটা পেতে রিচার্জ ২৪৩৬টাকা

গ্রামীণফোন সেরা ইন্টারনেট ভ্যালু প্যাক – Best Grameenphone Internet Value Pack 


সিম এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহারে প্রধান সমস্যা হচ্ছে সিমের ইন্টারনেটে ডাটা লিমিটেড থাকে। তাই খুব হিসাব করে খরচ করতে হয়। এই সমস্যার সহজ সমাধান হচ্ছে গ্রামীণফোন এর ৫১৮ টাকায় ৫০ জিবি মাসিক ইন্টারনেট ভ্যালু প্যাক। এই প্যাকে পাবেন সাশ্রয়ী মূল্যে ৫০ জিবি ইন্টারনেট ডাটা, তাও ৩০ দিনের জন্য।


গ্রামীণফোন এর এই ৩০ দিনের জন্য ৫১৮ টাকায় ৫০ জিবি ইন্টারনেট প্যাকটি সকল গ্রামীনফোন সিম ব্যবহারকারীগণ যতবার ইচ্ছা ততবার নিতে পারবেন। Grameenphone 50GB Offer at 518Tk for 30Days এর জন্য ডায়াল করুন *121*3351#

গ্রামীনফোন জিপি এমবি অফার – Grameenphone GP MB Offer



গ্রামীনফোনের উল্লেখ্যযোগ্য এমবি অফার হলোঃ


  • গ্রামীণফোন ৩৫০ এমবি অফার @ ৩১ টাকা, ৩দিন মেয়াদ Dial Code – *121*3083#
  • গ্রামীণফোন ২ জিবি এমবি অফার @ ৫৭ টাকা, ৩দিন মেয়াদ Dial Code – *121*3242#
  • গ্রামীণফোন ৩ জিবি এমবি অফার @ ৬৭ টাকা, ৩দিন মেয়াদ Dial Code – *121*3282#
  • গ্রামীণফোন ১ জিবি এমবি অফার @ ৮৯ টাকা, ৭দিন মেয়াদ Dial Code – *121*3056#
  • গ্রামীণফোন ৩ জিবি এমবি অফার @ ১০৮ টাকা, ৭দিন মেয়াদ Dial Code – *121*3344#
  • গ্রামীণফোন ৮ জিবি এমবি অফার @ ১৪৮ টাকা, ৭দিন মেয়াদ Dial Code – *121*3262 #

গ্রামীণফোন ইমারজেন্সি ইন্টারনেট ডাটা লোন – Grameenphone Emergency Data Loan


Grameenphone MB Loan Code খুঁজছেন? গ্রামীণফোন সিমে নেওয়া যাবে ইমারজেন্সি ইন্টারনেট লোন। Grameenphone MB Loan Code হলো *121*3141# যা ডায়াল করলে পাওয়া যাবে ৩০ এম্বি ইন্টারনেট লোন। পরে ফোণে ব্যালেন্স রিচার্জ করলে ১০ টাকা কেটে নেওয়া হবে। উল্লেখ্য যে, কাস্টমারের ফোনে শুধুমাত্র ৫ টাকার কম ব্যালেন্স থাকলেই এই অফারটি নেওয়া যাবে।


গ্রামীনফোন এমবি চেক কোড – GP MB Check Code 


গ্রামীণফফোনে এমবি চেক করা যায় কোড ডায়াল করে। এছাড়াও মাইজিপি অ্যাপ ব্যবহার করেও গ্রামীনফোন সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করা যায়। GP MB Check Code হলো *121*1*4#


রেগুলার জিপি ইন্টারনেট প্যাকেজের শর্তাবলিঃ


ইন্টারনেট প্যাক USSD, SMS, IVR, MyGP, Easynet, WoW Box, গ্রাহক সেবা, জিপি ওয়েবসাইট এবং অন্য যেকোনো গ্রামীণফোন অনুমোদিত চ্যানেলগুলির মাধ্যমে সক্রিয় করা যেতে পারে ।
অটোরিনিউ সুবিধাটি বাই ডিফল্ট OFF থাকে (শুধুমাত্র BS Pre & Post paid গ্রাহক ছাড়া)। তবে গ্রাহকরা চাইলে অটোরিনিউ সুবিধাটি ON করে নিতে পারবে প্যাক একটিভ করার সময়।
প্যাক একটিভ করার পরে অটোরিনিউ চালু করতে “ON” লিখে 25000 এ SMS অথবা ডায়াল করতে হবে *121*3042#। এ ছাড়াও কাস্টমার চাইলে অটোরিনিউ বন্ধ করতে পারে “OFF” লিখে 25000 এ SMS করে অথবা *121*3043# ডায়াল করে।
ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *121*1*4#।
ইন্টারনেট ভলিউম শেষ হবার পর ইন্টারনেট ব্যবহারে কাস্টমার এর টাকা ১.১৬৫ /MB (SD+VAT+SC সহ) চার্জ প্রযোজ্য হবে সর্বোচ্চ ৫.৮২৫ টাকা(VAT,SD,SC অন্তর্ভুক্ত) পর্যন্ত।ইন্টারনেট প্যাক কিনতে ডায়াল করুন *121*3#
মেয়াদ শেষ হবার আগেই যদি কাস্টমার একই প্যাক আবার ক্রয় করে অথবা সফল ভাবে অটোরিনিউ হয় তাহলে অব্যবহৃত ইন্টারনেট ভলিউম পরবর্তী প্যাক এর সাথে যোগ হবে।
গ্রাহকের সম্মতিক্রমে চালু করা অটো রিনুয়াল ইন্টারনেট প্যাকগুলোর নবায়ন, ইন্টারনেট ভলিউম অথবা মেয়াদ শেষ হবার উপর ভিত্তি করে নির্ধারিত হবে (ভলিউম অথবা মেয়াদ যেটি আগে শেষ হয়)
ইন্টারনেট প্যাক বন্ধ করতে ডায়াল *১২১*৩০৪১#
কাস্টমারের ইন্টারনেট ভলিউম কম থাকাকালীন একই সময়ে যদি কাস্টমারের একাধিক এপলিকেশন সচল থাকে তাহলে টাকা ১.১৬৫ /MB (SD+VAT+SC সহ) রেটে চার্জ হতে পারে। অতএব, ইন্টারনেট ভলিউম কম থাকাকালীন একটি এপলিকেশন থেকে আরেকটি ব্যবহার করার সময়ে আগের এপলিকেশনটি বন্ধ করে নিন
হাই স্পিড ইন্টারনেট এর জন্য কাষ্টমেরকে 4G ফোন ব্যবহার করতে হবে এবং অবশ্যই 4G নেটওয়ার্ক এর ভিতর থাকতে হবে।
হ্যান্ডসেট, ওয়েবসাইট ভিসিট, BTS থেকে দূরত্ব, ব্যবহারের সময় এই সব কিছুর উপরে ইন্টারনেটের অ্যাভারেজ স্পিড নির্ভর করে ।
ক্যাম্পেইন প্যাকের ইন্টারনেট ভলিউম রেগুলার ইন্টারনেট প্যাকের ভলিউমের আগে ব্যবহৃত হবে।
এই প্যাক গুলো skitto গ্রাহকদের জন্য প্রযোজ্য নয়
ইন্টারনেট প্যাক বা অফার কেনার সময় আপনি যদি বিকাশ বা কার্ড এর মাধ্যমে টাকা পরিশোধ করতে চান তাহলে মনে রাখবেন প্রিপেইড কাস্টোমারদের জন্য লিমিট হলো ১০ টাকা থেকে ১০০০ টাকা আর পোস্টপেইড কাস্টমারদের জন্য ১০ টাকা থেকে ৫০০০০ টাকা।
ইন্টারনেট প্যাক বা অফার কেনার সময় আপনি যদি বিকাশ বা কার্ড এর মাধ্যমে টাকা পরিশোধ করতে চান তাহলে মনে রাখবেন আপনার যদি পূর্ববর্তী কোনো বকেয়া বা ইমার্জেন্সি ব্যালান্স নেয়া থাকে তাহলে সেই বকেয়া টাকা আগে কাটা হবে। সেক্ষেত্রে ইন্টারনেট প্যাক বা অফারটি এক্টিভেট হবে না।


জিপি সোশ্যাল প্যাক – GP Social Packs

জিপি সোশ্যাল প্যাক এর শর্তাবলিঃ


যদি মেয়াদ শেষ হওয়ার আগেই কাস্টমারের সোশ্যাল ইন্টারনেট ভলিউম শেষ হয়ে যায় এবং কাস্টমারের অন্য কোনো রেগুলার ইন্টারনেট একাউন্ট এ ভলিউম না থাকে, তাহলে ইন্টারনেট ব্যবহারে কাস্টমার এর টাকা ১.১৬৫ /MB (SD+VAT+SC সহ) চার্জ প্রযোজ্য হবে সর্বোচ্চ ৫.৮২৫ টাকা(VAT,SD,SC অন্তর্ভুক্ত) পর্যন্ত।ইন্টারনেট প্যাক কিনতে ডায়াল করুন *121*3#
সোশ্যাল প্যাক চালু থাকা অবস্থায় কাস্টমার ফেইসবুক ছাড়া অন্য যেকোনো সাইট ব্যবহার করলে এবং ঐসময় কাস্টমার এর অন্য রেগুলার ইন্টারনেট একাউন্ট এ কোনো ইন্টারনেট ভলিউম না থাকলে ইন্টারনেট ব্যবহারে কাস্টমারের টাকা ১.১৬৫ /MB (SD+VAT+SC সহ) চার্জ প্রযোজ্য হবে সর্বোচ্চ ৫.৮২৫ টাকা(VAT,SD,SC অন্তর্ভুক্ত) পর্যন্ত।ইন্টারনেট প্যাক কিনতে ডায়াল করুন *121*3#
মেসেন্জার থেকে ভয়েস এবং ভিডিও কল এই প্যাক এর অংশ নয়। মেসেন্জার থেকে ভয়েস এবং ভিডিও কল করলে ঐসময় কাস্টমার এর অন্য রেগুলার ইন্টারনেট একাউন্ট এ কোনো ইন্টারনেট ভলিউম না থাকলে কাস্টমারের টাকা ১.১৬৫ /MB (SD+VAT+SC সহ) চার্জ প্রযোজ্য হবে সর্বোচ্চ ৫.৮২৫ টাকা(VAT,SD,SC অন্তর্ভুক্ত) পর্যন্ত।ইন্টারনেট প্যাক কিনতে ডায়াল করুন *121*3#
গ্রাহক প্রক্সি ভিত্তিক ব্রাউজার মাধ্যমে উল্লিখিত সাইট ব্রাউজ করতে পারবেন না। গ্রাহকরা শুধুমাত্র ডিফল্ট ওয়েব ব্রাউজার এবং এপ্লিকেশনগুলির সাহায্যে ব্যবহার করতে পারেন ।


জিপি ভিডিও প্যাক – GP Video Packs

জিপি ভিডিও প্যাক এর শর্তাবলিঃ


এই প্যাক এর সাহায্যে কাস্টমার শুধুমাত্র (http://m.youtube.com/ ; http://m.bongobd.com/ ; http://www.popcornlive.tv/) এই নির্ধারিত সাইট গুলো ব্যবহার করতে পারবে।
যদি মেয়াদ শেষ হওয়ার আগেই কাস্টমারের ভিডিও ইন্টারনেট প্যাকের ভলিউম শেষ হয়ে যায় এবং কাস্টমারের অন্য কোনো রেগুলার ইন্টারনেট একাউন্ট এ ভলিউম না থাকে, তাহলে কাস্টমার এর ইন্টারনেট ব্যবহারে টাকা ১.১৬৫/MB (SD+VAT+SC সহ) চার্জ প্রযোজ্য হবে সর্বোচ্চ ৫.৮২৫ টাকা(VAT,SD,SC অন্তর্ভুক্ত) পর্যন্ত। ইন্টারনেট প্যাক কিনতে ডায়াল করুন *121*3#
ভিডিও প্যাক চালু থাকা অবস্থায় কাস্টমার এর যদি অন্য রেগুলার ইন্টারনেট একাউন্ট এ ভলিউম না থাকে এবং কাস্টমার উল্লেখিত সাইট (http://m.youtube.com/ ; http://m.bongobd.com/ ; http://www.popcornlive.tv/) ছাড়া অন্য যেকোনো ইন্টারনেট সাইট ব্যবহার করলে ইন্টারনেট ব্যবহারে কাস্টমারের টাকা ১.১৬৫ /MB (SD+VAT+SC সহ) চার্জ প্রযোজ্য হবে সর্বোচ্চ ৫.৮২৫ টাকা(VAT,SD,SC অন্তর্ভুক্ত) পর্যন্ত।ইন্টারনেট প্যাক কিনতে ডায়াল করুন *121*3#
গ্রাহক প্রক্সি ভিত্তিক ব্রাউজার মাধ্যমে উল্লিখিত ভিডিও সাইট ব্রাউজ করতে পারবেন না। গ্রাহকরা শুধুমাত্র ডিফল্ট ওয়েব ব্রাউজার এবং এপ্লিকেশনগুলির সাহায্যে ব্যবহার করতে পারেন ।


জিপি মেসেজিং প্যাক – GP Messaging Packs 

জিপি মেসেজিং প্যাক এর শর্তাবলিঃ


যদি মেয়াদ শেষ হওয়ার আগেই কাস্টমারের মেসেজিং ইন্টারনেট প্যাকের ভলিউম শেষ হয়ে যায় এবং কাস্টমারের অন্য কোনো রেগুলার ইন্টারনেট একাউন্ট এ ভলিউম না থাকে, তাহলে কাস্টমার এর ইন্টারনেট ব্যবহারে টাকা টাকা ১.১৬৫ /MB (SD+VAT+SC সহ) চার্জ প্রযোজ্য হবে সর্বোচ্চ ৫.৮২৫ টাকা (VAT,SD,SC অন্তর্ভুক্ত) পর্যন্ত।ইন্টারনেট প্যাক কিনতে ডায়াল করুন *121*3#
মেসেজিং প্যাক চালু থাকা অবস্থায় কাস্টমার এর যদি অন্য রেগুলার ইন্টারনেট একাউন্ট এ ভলিউম না থাকে এবং কাস্টমার Viber অথবা Whatsapp ছাড়া অন্য যেকোনো ইন্টারনেট সাইট ব্যবহার করলে ইন্টারনেট ব্যবহারে কাস্টমারের টাকা ১.১৬৫ /MB (SD+VAT+SC সহ) চার্জ প্রযোজ্য হবে সর্বোচ্চ ৫.৮২৫ টাকা (VAT,SD,SC অন্তর্ভুক্ত) পর্যন্ত।ইন্টারনেট প্যাক কিনতে ডায়াল করুন *121*3#
Viber অথবা Whatsapp থেকে ভয়েস এবং ভিডিও কল এই প্যাক এর অংশ নয়। (Viber or Whatsapp) থেকে ভয়েস এবং ভিডিও কল করলে ঐসময় কাস্টমার এর অন্য রেগুলার ইন্টারনেট একাউন্ট এ কোনো ইন্টারনেট ভলিউম না থাকলে কাস্টমারের টাকা ১.১৬৫ /MB (SD+VAT+SC সহ) চার্জ প্রযোজ্য হবে সর্বোচ্চ সর্বোচ্চ ৫.৮২৫ টাকা(VAT,SD,SC অন্তর্ভুক্ত) পর্যন্ত।ইন্টারনেট প্যাক কিনতে ডায়াল করুন *121*3#
গ্রাহক প্রক্সি ভিত্তিক ব্রাউজার মাধ্যমে উল্লিখিত ভিডিও সাইট ব্রাউজ করতে পারবেন না। গ্রাহকরা শুধুমাত্র ডিফল্ট ওয়েব ব্রাউজার এবং এপ্লিকেশনগুলির সাহায্যে ব্যবহার করতে পারেন ।


জিপি স্টার প্যাক – GP Star Packs

জিপি স্টার প্যাক এর শর্তাবলিঃ


স্টার ইন্টারনেট প্যাক কিনে গ্রাহক ৩ মাসের জন্য স্টার স্ট্যাটাস উপভোগ করতে পারবেন
গ্রাহক যদি স্টার স্ট্যাটাসের উপরের ধাপে থাকেন এবং নিচের ধাপের স্টার স্ট্যাটাস সম্বলিত ডাটা প্যাক কিনেন, গ্রাহকের উপরের ধাপের স্টার স্ট্যাটাস বহাল থাকবে।
জিপিপিপি, বিপিও, ইআরএস ও স্কিটো গ্রাহকদের জন্য এই সুযোগ প্রযোজ্য নয়।




0/পোস্ট এ কমেন্ট/Comments