টেকটপিক্ এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ | আমাদের ওয়েবসাইটটিতে প্রতিদিন আপডেট টেকনোলজি বিষয়ে অনেক টিপস দিয়ে থাকি | আপনারা কন্টিনিউ যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করেন তাহলে ইনশাআল্লাহ টেকনোলজি বিষয়ে পারদর্শী হয়ে যাবেন, আশা করি অবশ্যই আমাদের সাথেই থাকবেন
এখন পর্যন্ত RTX 3000 সিরিজ ও RX 6000 সিরিজের যেসব কার্ড লঞ্চ হয়েছে তার বেশিরভাগই ফ্লাগশিপ ও মিডরেঞ্জ,হায়ার মিডরেঞ্জ সেগমেন্টে। বাজেট বিল্ডাররা তাই এখনো আছেন ১৫০০০-২০০০০ টাকার রেঞ্জে গ্রাফিক্স কার্ড লঞ্চের অপেক্ষায়।চলুন দেখে নেওয়া যাক বাজেট রেঞ্জের কোন GPU কবে লঞ্চ হতে পারে।
3dCenter এর প্রকাশিত টাইমলাইনঃ
সম্প্রতি 3dCenter একটি আনুমানিক শিডিউল টেবিল প্রকাশ করেছে যেখানে বছরের বাকি সময়ে কবে কোন মডেলের GPU লঞ্চ হবে তা জানা যাচ্ছে।
RX 6600XT,RX 6600: August (or September for 6600 non xt):
NAVI21 ভিত্তিক এই দুটি কার্ড সম্পর্কে আমরা আগেও বেশ কিছু স্পেসিফিকেশন ও লঞ্চ ডেট সম্পর্কিত Leaked news ও Rumors আপনাদের কাছে তুলে ধরেছিলাম।। সর্বশেষ দুটি লিকের একটিতে বলা হয়েছিল সেপ্টেম্বর ১১তারিখে লঞ্চ হবে RX 6600XT ও 6600, পরবর্তীতে যদিও শোনা গিয়েছে 6600 এর লঞ্চ কিছুটা পিছিয়ে দেওয়া হতে পারে।
একদম সর্বশেষ লিকেও জানা গিয়েছে যে ৩০শে সেপ্টেম্বর Chinajoy ইভেন্টে এনাউন্সমেন্ট হবে 6600xt, অক্টোবরে ৬ তারিখে Review embargo lifted হবে ও ১১ই অক্টোবরে লঞ্চ হবে 6600XT।
3D সেন্টারের তথ্য ও একইরকম কিছুরই ইঙ্গিত দিচ্ছে।। দেখার বিষয় 6600XT এর সাথে Non XT SKU টিও লঞ্চ করে কি না এএমডি। নাকি তা তারা পরের মাসে পিছিয়ে দেয়। ইতিমধ্যেই Computex এ 6600 এর Mobile SKU লঞ্চ হয়ে গিয়েছে।। তবে দুটি কার্ডই Navi23 based হবে, ক্লক স্পিড, মেমোরি কনফিগারেশন ও প্রায় সেমই হবে।তবে এই কার্ডটির দাম ও প্রত্যাশার তুলনায় বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। ৩৫০০০ টাকাই লঞ্চ হতে পারে বলে শোনা যাচ্ছে।
6600xt,non xt এর সম্ভাব্য স্পেকসঃ
Radeon RX 6500 XT: Allegedly End of 2021
Radeon RX 6500 XT সম্পর্কে খুব বেশি তথ্য আমরা পাইনি। তবে 3dCenter উল্লেখ করছে এই কার্ডটি Navi24 Based, RX 6600XT এর অর্ধেক CU count. 64bit এর 4/8GB GDDR6 মেমোরি থাকবে।। এন্ট্রি লেভেলের এই কার্ডটির লঞ্চের কোনো দিন তারিখ দিতে পারেনি 3dCenter. তারা বলছে খুব সম্ভবত এই বছরের শেষের দিকে লঞ্চ হবে এই কার্ডটি। হয়তো নভেম্বর,ডিসেম্বরে দেখা মিলতে পারে এর।
Radeon RX 6700: (possibly September/October)
RX 6700 হবে RX 6700XT এর ছোটভাই। NAVI22 Based GPU টির স্পেকস প্রায় পুরোটাই 6700XT এর মতই হবে। বরং কিছু সেগমেন্টে ডাউনগ্রেড দেখতে পাওয়া যাবে যেমন বুস্ট ক্লক ,বেস ক্লক, CU এর সংখ্যা। এখন পর্যন্ত leaks,assumption এর উপর ভিত্তি করে 3dCenter এর দাবী এই কার্ডটি লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে অথবা অক্টোবরে।
Geforce RTX 3050, RTX 3050 Ti:(September or Later)
ইতিমধ্যেই RTX 3050 Ti Mobile SKU (ল্যাপটপ GPU) লঞ্চ করেছে NVIDIA। আমাদের দেশে 3050 ti যুক্ত ল্যাপটপ ও চলে এসেছে।। যদিও বাজেট রেঞ্জের গেমাররা অপেক্ষা করে আছেন কবে আসবে এর ডেস্কটপ ভ্যারিয়েন্ট। GA106,GA107 GPU Based ও সম্ভবত 4,6 জিবি মেমোরির সাথে আসবে যথাক্রমে RTX 3050 ও 3050 Ti । 3dCenter এর অনুমানঃ এই কার্ড দুটি অক্টোবরের আগে আসার সম্ভাবনা নাই।
একটি মন্তব্য পোস্ট করুন