পণ্যের বিক্রি বাড়াবো কীভাবে ?

 


কিভাবে আপনার প্রোডাক্ট Add করবেন ?

যখনই আপনি এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিবেন ; তখন আপনার প্রধান কাজ হবে এই একাউন্টের মাধ্যমে Daraz Seller Center BD  এর মধ্যে আপনার প্রোডাক্ট প্রচার করা।

প্রডাক্টগুলো প্রচার করার জন্য লগইন করার পরে হোমপেইজে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। যেখানে আপনার প্রোডাক্ট ডিটেলস এবং পুরোপুরি রিভিউ লেখার মত বাটনগুলো পেয়ে যাবেন।

এখানে আপনার প্রথম প্রোডাক্টটি যুক্ত করার জন্য নিচের দেয়া স্ক্রিনশটটা লক্ষ্য করুন এবং তারপরে আমার দেয়া ইনফরমেশন অনুযায়ী কাজ চালিয়ে যান।

Added List on go

স্ক্রীনশট এর মত আপনি যে অপশন গুলো দেখতে পারবেন সেই অপশনগুলো কে আপনাকে প্রথমে পুরোপুরি ফিলাপ করে নিতে হবে; তাও একেবারে সঠিক এবং ভ্যালিড ইনফরমেশন দেয়ার মাধ্যমে।

Manage Address Book: এই অপশনটির উপরে যখনই আপনি ক্লিক করবেন তখন আপনাকে অন্য আরেকটি পেইজ এ Redirect করে নেয়া হবে; সেই পেজটিতে আপনাকে অবশ্যই আপনার সঠিক এড্রেস দিয়ে দিতে হবে।

Verify Corporate File: এই অপশনটির উপরে ক্লিক করার পরে আপনাকে আপনার প্রোডাক্টের Safeguard ভেরিফাই করে নিতে হবে।

Fill in Bank Information: আপনি যে প্রোডাক্টটি বিক্রি করবেন সেই প্রোডাক্ট যদি কোনো ক্রেতা ক্রয় করে তাহলে আপনি কিভাবে পেমেন্ট নিতে চান? সেই অপশনগুলো এখান থেকে সিলেক্ট করে নিন।

Brand Info: আপনি যে প্রোডাক্টটি বিক্রি করতে চান সেই প্রোডাক্ট আসলে কোন ব্র্যান্ডের? সেই ব্র্যান্ড এখান থেকে কনফার্ম করে নিন। মনে রাখবেন, একটি ভালো ব্র্যান্ড আপনার প্রোডাক্ট বিক্রি করা থেকে খুব বেশি সহায়তা করবে।

Upload Your SKU: একদম সর্বশেষে আপনাকে আপনার প্রোডাক্টের রেডি করতে হবে এবং তারপরে এই প্রোডাক্ট বিক্রি করার জন্য পুরোপুরি প্রস্তুত।

আর উপরে উল্লেখিত উপায়ে আপনি খুব সহজেই আপনার যে কোন ব্র্যান্ডের প্রোডাক্ট Daraz Seller Center BD এর সাথে কানেক্ট করতে পারবেন এবং সহজেই বিক্রি করতে পারবেন।


দারাজ সেলার contact number

daraz seller center bd contact number এর সাহায্যে আপনি যদি আপনার প্রোডাক্ট সংক্রান্ত বিভিন্ন রকমের সেবা নিতে চান; তাহলে একটি লিংকের মাধ্যমে এই সমস্ত সহায়তা পেতে পারেন।

দারাজ সেলার সেন্টার থেকে আপনি সেবা পাওয়ার মতো কোনো রকমের কন্টাক্ট নাম্বার এভেলেবেল না থাকলেও আপনি চাইলে লাইভ চ্যাট করার মাধ্যমে সমস্ত রকমের সেবা নিতে পারবেন।

এবং লাইভ চ্যাট করার জন্য প্রথমে নিচের দেওয়া লিংকে ভিজিট করুন এবং তারপরে “Chat now” বাটন এর উপরে ক্লিক করুন।


Chat now

Chat now অপশনটি উপরে ক্লিক করার পরে আপনাকে অন্য আরেকটি পেইজে রি-ডাইরেক্ট করে নেয়া হবে; যেখানে অ্যাভেলেবল থাকা একজন এজেন্ট এর সাথে লাইভ চ্যাট করতে পারবেন।

তবে তাদের সাথে আপনি যদি লাইভ চ্যাট করতে চান তাহলে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাদের সাথে কানেক্টেড হতে হবে।

দারাজ সেলার সেন্টারের সাথে কানেক্টেড হওয়ার সময়সীমা হল সকাল 10 থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত। এবং আপনি শনিবার থেকে বৃহস্পতিবার অব্দি সেবা পাবেন।


পণ্যের বিক্রি বাড়াবো কীভাবে ?


ধন্যবাদ একটি সুন্দর প্রশ্ন করার জন্য, আগেই বলে রাখছি এই পোস্টটি বড় হওয়ার জন্য দুঃখিত। বর্তমান সময়ের সবথেকে চাহিদা সম্পন্ন একটি প্রশ্ন এটি, যা মোটামুটি সবার খুব ভালোভাবে জানা দরকার যে কিভাবে পণ্যের বিক্রি বাড়াতে হয়?

পণ্যের বিক্রি বৃদ্ধি করার আগে আমাদেরকে জানতে হবে পণ্য কেন বিক্রি হয়না?

কোন প্রোডাক্ট সেল না হওয়ার পাঁচটা কারণ -


  • কাস্টমার এর প্রোডাক্টের প্রয়োজন না থাকলে।
  • কাস্টমার এর প্রোডাক্টের প্রতি কোন আগ্রহ না থাকলে।
  • কাস্টমার এর প্রোডাক্ট সম্পর্কে কোন ইচ্ছা না থাকলে।
  • কাস্টমার এর যদি প্রোডাক্ট সম্পর্কে কোনো বিশ্বাস না থাকে।
  • কাস্টমার এর যদি টাকা না থাকে, প্রোডাক্ট ক্রয় করার জন্য।

যেকোনো কাস্টমার প্রোডাক্ট কেনার জন্য অবশ্যই টাকা জোগাড় করবে যদি তার প্রোডাক্টের প্রতি তীব্র প্রয়োজনীয়তা, তাড়াহুড়া এবং সেটা কেনার জন্য প্রচন্ড ইচ্ছা থাকে।

তাহলে খুব সাধারণভাবে আমাদেরকে পণ্যের ফরমেট তৈরি করার আগে অথবা পণ্যের ডিজাইন তৈরি করার আগে উপরের পাঁচটি পয়েন্ট অবশ্যই বিবেচনা করতে হবে।

পণ্য ঠিকভাবে বিক্রি না হওয়ার আরো বেশ কিছু কারণ রয়েছে, যা খুবই গুরুত্বপূর্ণ, একজন উদ্যোক্তার সেগুলো কে আমলে নিতে হবে।

আপনি যেকোন সেলস করেন না কেন (B2B, B2C, B2B2C, Direct Sales, Digital Sales) আপনাকে নিচের চারটি বিষয়কে অবশ্যই ফলো করতে হবে।

যেগুলো না মানার কারণে একটা কোম্পানী বা একটা ব্যক্তি তাঁর পণ্যের বিক্রয় নিশ্চিত করতে পারেন না।

১. কাস্টমারকে সরাসরি পণ্য বিক্রি করা যাবে না:

প্রথম পরিচয় এ কাউকে কোন কিছু বিক্রি করতে গেলে সে কাস্টমারটি বিরক্ত হয়ে যায় তাই সেলস করার প্রথম নিয়ম হচ্ছে কাস্টমারকে হেল্প করতে হবে।

যেমন: আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন একজন ব্যক্তি এসে ৬০ হাজার টাকার আইফোন আপনার কাছে ১০ হাজার টাকায় বিক্রি করতে চাচ্ছে আপনি কিন্তু কিনবেন না এবং বিরক্ত হবেন।

আবার প্রথম পরিচয় আপনি একটি মেয়ের সাথে খুব বেশি ঘনিষ্ট হতে চাচ্ছেন, তিনিও কিন্তু খুব বিরক্ত হবেন।

উদাহরণ এর দুটি ঘটনায় তিনি জড়িত তাদেরকে কিন্তু উন্মত্ত বা পাগল মনে হয়।

২. আপনার সাহায্য তাঁর প্রয়োজন আছে কিনা তা জানতে হবে:

ধরেন কেউ আপনার কাছে সাহায্য চাচ্ছে না আপনি জোরজবস্তি করে তাকে সাহায্য করার জন্য উঠে পড়ে লাগলেন, তাহলে কিন্তু সেলস হবে না।অর্থাৎ ব্যাপারটা এরকম ডায়াবেটিস রোগীর জন্য আপনি ভালো মিষ্টি তৈরি করছেন।

৩. কে আপনার পণ্য ক্রয় করার জন্য সিদ্ধান্ত নিচ্ছে:

মোটামুটি পাঁচ, ছয় ধরনের লোক রয়েছে যারা আপনার পণ্য ক্রয় করে থাকে। (Initiator, Influencer, Decider, Buyer, Consumer) যেমন: বাচ্চাদেরকে পণ্য বিক্রি করবেন তাহলে আপনাকে টার্গেট করতে হবে বাচ্চার বাবা অথবা মা কে।

হোম আইটেম সম্পর্কে পণ্য বিক্রি করবেন টার্গেট করতে হবে বাসার গৃহিণীকে।

৪. কাস্টমারের বাজেট সম্পর্কে জানতে হবে:

কাস্টমারের বাজেট একটি গুরুত্বপূর্ণ বিষয় যার কাছে পণ্য বিক্রি করবেন এটা দেখতে হবে যে তার পণ্য ক্রয় করার ক্ষমতা রয়েছে কিনা? বা কিরকম দামের মধ্যে পণ্য নিয়ে আসতে পারলে সে পণ্য ক্রয় করতে পারে?

উপরের চারটি পয়েন্ট কোন সাধারন পয়েন্ট নয়, এগুলো সম্পর্কে আপনার পূর্ণাঙ্গ স্পষ্টতা তৈরি করতে হবে, তা না হলে আপনি ভালো সেলস তৈরি করতে পারবেন না।

আমি প্রায় প্রায়ই বলে থাকেন যে ব্যবসার মৌলিক বিষয়গুলো সম্পর্কে জানা উচিত, এগুলো হলো সেই মৌলিক বিষয়গুলোর মধ্যে অন্যতম কিছু পয়েন্ট যা আমি শেয়ার করলাম আপনাদের সাথে।

ব্যবসার পুঁজি, স্বল্প পুঁজি, ক্ষুদ্র ব্যবসা, ব্যবসা পরিকল্পনা, উদ্যোগ, লাভজনক ব্যবসা, অনলাইনে বিক্রি করা, পণ্য উন্নয়ন, বিনিয়োগ পরামর্শ, ব্যবসার আইডিয়া এবং ক্যারিয়ার অরিয়েন্টেড আধুনিক সব কনটেন্ট পেতে আমাকে অনুসরণ করুন যাতে পরবর্তীতে আমার পোস্টগুলো আপনি সবার আগে পেতে পারেন।


শেষ কথা,,

আমার এই পোস্টটি আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন | (হোয়াটসঅ্যাপ, ফেসবুক টুইটার, লিঙ্কডইন, সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে) আপনাদের পরিচিত বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের মধ্যে আর অবশ্যই Upvote করে আমাকে উৎসাহিত করবেন যাতে আমি পরবর্তীতে এ ধরনের ভাল ভাল পোষ্ট আপনাদের সামনে নিয়ে উপস্থিত হতে পারি।


আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 


0/পোস্ট এ কমেন্ট/Comments