কিভাবে ব্যবহার করবেন Canva Pro Free ?
Canva কি? এবং এটি কি কাজের জন্য ব্যবহার করা হয়? কিংবা কেনো canva ব্যবহার করবেন? Canva pro features বা Canva free features এর মধ্যে পার্থক্য কি? কিভাবে Canva Pro Free তে ব্যবহার করবেন? ইত্যাদি বিষয় নিয়ে থাকছে ক্যানভার বিশেষ আয়োজন Information of Canva Pro ফ্রী tips.
What is Canva ?
ক্যানভা কি : canva মুলত একটি Editing সফটওয়্যার। যার মাধ্যমে খুব সহজে অল্প সময়ের ব্যবধানে প্রায় সকল প্রকার Graphic Design এর কাজ করা যায়। ক্যানভা তে ডিজাইন করার ক্ষেত্রে (ওয়েবসাইট কিংবা অ্যাপ) দুই মাধ্যম অবলম্বন করেই ডিজাইন করা যায়। Canva সহজে ব্যবহার করা যায় বলে এটি সবার কাছে পছন্দের এবং শুবিশাল এক Platform ও বলা চলে। যা সত্যি ডিজাইনের জগতে অসাধারণ অবদান।
What is Canva used for ?
ক্যানভা কি কি কাজে ব্যবহার করা যায় : ক্যানভা দিয়ে কম'বেশি সকল প্রকার Graphic ডিজাইনের কাজ খুব সহজে অল্প সময়ে করা যায়। ঠিক কি কি কাজে Canva ব্যবহার করতে চান তা নিজেই Decide করুন। কারণ ক্যানভা দিয়ে ডিজাইন করা যায় - লোগো, ব্যানার, বিজনেস কার্ড, কভার আর্ট, প্রোফাইল আর্ট সহ আরো নানাধরণের Graphic ডিজাইন। এখানে মূলত আপনার ক্রিয়েটিভিটি আপনাকেই নতুনত্ব প্রদান করবে। যার মাধ্যমে আপনি আরও দক্ষ ডিজাইনার হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারেন। প্রফেশনাল ডিজাইন তৈরিতে ক্যানভার ভুমিকা অতুলনীয়।
Why use Canva ?
যে কারণে canva ব্যবহার করবেন : ক্যানভা এজন্যই ব্যবহার করবেন যে, এর ফিচার বা সেটিংস অন্য সকল সফটওয়্যার থেকে অধিক সহজ। ক্যানভার সবচেয়ে বড় বিশেষত্ব হলো Canva তে বিভিন্ন ট্যামপেলেট, ব্যানার আগে থেকেই build করা রয়েছে।
শুধুমাত্র কাস্টমাইজ করার মাধ্যমে পছন্দের যেকোনো ডিজাইন অনায়াসে ডাউনলোড করে নেওয়া যায়। চাইলে ক্যানভা ব্যবহার করে কাস্টম ডিজাইনও তৈরি করা যায়। বড় সুবিধা হলো (ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ) পদ্ধতি। এ পদ্ধতি ব্যবহার করে পিকচার, ভেক্টর, গ্রাফিক্স এবং ফন্টসমূহ Canva তে স্বল্প সময়ে প্রবেশ করানো যায়।
Canva দিয়ে ডিজাইন শেষে (png, jpg, pdf, gif, svg, video) ইত্যাদি formate ব্যবহার করে ফাইল save বা download করা যায়। আরও বিশেষ সুবিধা হলো; ক্যানভা মোবাইল কিংবা ল্যাপটপ অথবা ডেস্কটপ প্রায় সকল প্রকার ডিভাইসে সুন্দর ভাবে ব্যবহার বা চালানো যায়।
Canva free version
ক্যানভা ফ্রী এবং প্রো ফিচার এর মধ্যে অনেক ব্যবধান রয়েছে। ক্যানভা ফ্রী version এ ডিজাইন করার ক্ষেত্রে সব কিছু নিজের ইচ্ছা অনুযায়ী ব্যবহার বা ডিজাইন করা যায়না। ক্যানভা free version এ যে সকল ফিচার পাওয়া যায়না তা নিচে উপস্থাপন করা হলো:
১. Free version এ Brand kid ফন্ট ইন্সটল tool ব্যবহার করা যায়না।
২. Free version এ Custom template, custom size tool এর ব্যবহার করা যায়না।
৩. Free version এ Premium stock image library ব্যবহার করা যায়না।
৪. Free version এ one-click design Magic Resize tool ব্যবহার করা যায়না।
৫. Free version এ one-click background Remove tool ব্যবহার করা যায়না।
৬. Free version এ ডাউনলোড Quality, Transparent, gif, or video Export ব্যবহার করা যায়না।
৭. Free version এ ডাইরেক্ট Social media তে ডিজাইন share ব্যবহার করা যায়না।
৮. Free version এ 100GB cloud Storage পাওয়া যায়না।
৯. Free version এ Unlimited folder Create করা যায়না।
১০. Free version এ canva থেকে কোনো Support পাওয়া যায়না।
Canva pro version
ক্যানভা প্রো version যেহেতু টাকা দিয়ে Buy করতে হয়। তাই এটি কিনার পরে আপনি সকল ফিচার নিজের মতো করে ব্যবহার করার সুযোগ পাবেন। যেমন;
১. Brand kid ফন্ট ইন্সটল
২. Unlimited Custom template, custom size
৩. Unlimited Premium stock image library
৪. one-click design Magic Resize tool
৫. one-click background Remove
৬. ডাউনলোড Quality, Transparent, gif, or video Export
৭. ডাইরেক্ট Social media তে ডিজাইন share
৮. 100GB cloud Storage
৯. Unlimited folder Create
১০. Unlimited team create
১০. 24/7 Support
প্রো ভার্সন দিয়ে নিজের ইচ্ছা অনুযায়ী ডিজাইন করা যাবে। নিজের প্রয়োজন অনুযায়ী সাইজ পরিবর্তন করা যাবে। নিজের পছন্দ অনুযায়ী ফন্ট ইন্সটল করে তা ডিজাইনে ব্যবহার করা যাবে। প্রিমিয়াম ইমেজ স্টোক সহ ১০০ জিবি স্টোরেজ যা সত্যি অসাধারণ। আরও সাথে পাচ্ছেন ২৪/৭ সাপোর্ট। আর কি লাগে!
এখন কথা হচ্ছে আপনি কি জানেন canva প্রো ভার্সন Buy করতে বাৎসরিক কত টাকা গুনতে হয়? কিংবা মাসিক কত টাকা গুনতে হয়?
একমাসের জন্য ক্যানভা প্রো subscriptions কিনতে প্রয়োজন হয় ($12.99) ডলার আর বাৎসরিক কিনতে খরচ হয় ($119.99) ডলার যা বাংলা টাকায় রুপান্তর করলে আজগের দিনের অনুপাতে ডলার রেট হিসাব করলে সেই অনুযায়ী ১ মাস সমান (১,২৩৫) টাকা আর ১বছর সমান (১১.৩৯৯) টাকা।
এতোগুলা টাকা খরচ না করেই যদি আপনি ফ্রীতে ক্যানভা পেয়ে যান তবে ব্যাপারটা কেমন হয়- নিশ্চয়ই আনন্দের বিষয়! হুম, এতো গুলো টাকা ছাড়াই আপনি ফ্রী ব্যবহার করতে পারবেন কথা দিলাম। তার জন্য আর একটু ধৈর্য ধরে পোস্ট টি পড়তে হবে।
যদিও আপনারা pro এবং free ফিচার সম্পর্কে অনেক আগে থেকেই অবগত তবুও উল্লেখ করলাম সুন্দয্য রক্ষ্যার তাগিদে। যাইহোক, এখন free তে ইনফর্মেশন পাবেন |
কিভাবে canva pro করা যায়?
সাধারণ ভাবে ক্যানভা প্রো ফ্রীতে নেওয়ার জন্য দুইটা মাধ্যম আছে - যা ব্যবহার করে ক্যানভা ফ্রী ভার্সন কে প্রো তে রুপান্তর করা যায়। দুইটা পদ্ধতি নিচে উল্লেখ করা হলো-
১. অনলাইন ভেরিফাইড যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র কিংবা শিক্ষক হতে হবে।
তবেই আপনি ক্যানভা ফ্রী ভার্সন প্রো তে রুপান্তর করতে পারবেন। এটা কিভাবে করতে হয় তা'নিয়ে অন্য-কোনো দিন আলোচনা করা যাবে। আজ আপনি কিভাবে ফ্রীতে ব্যবহার করবেন সেটা নিয়েই আলোচনা করা যাক।
তবে মনে রাখা আবশ্যক, আপনাকে অবশ্যই অবশ্যই প্রতিষ্ঠানের ছাত্র কিংবা শিক্ষক হতে হবে। তবেই আপনি ফ্রীতে ক্যানভা প্রো ডিজাইন করার সুযোগ পাবেন অন্যথায় নয়। তবে আপনি যদি আমাদের দেখানো পথ অনুসরণ করেন এবং সে অনুযায়ী কাজ করেন তবে খুব সহজে ক্যানভা প্রো পেতে পারেন।
How to use Canva Pro Free ?
কীভাবে Canva প্রো Free ব্যবহার করবেন : Canva free ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে একটি Canva accounts তৈরি করতে হবে। আর account তৈরি করতে প্রয়োজন হবে একটি email address. এখন কথা হচ্ছে accounts করার জন্য canva app কিংবা ক্যানভার যে অফিসিয়াল website আছে সেখানে প্রবেশ করেও accounts তৈরি করে নিতে পারেন এতে কোনো সমস্যা নেই।
ডাইরেক্ট Google signing এর মাধ্যমেও accounts তৈরি করা যায়। Google signing এর মাধ্যমে accounts করতে হলে Email address টি আপনার ব্রাউজার এ Login থাকা জরুরি। canva তে accounts তৈরি করার জন্য সবচেয়ে সহজ উপায় হলো এটি।
যাইহোক আপনি আপনার email দিয়ে একটি canva accounts তৈরি করে নিবেন। এটি আমি আর দেখালাম না। কারণ account তৈরি করা সহজ এবং আমি জানি যে, এটা সবাই তৈরি করে নিতে পারবেন। নতুন account তৈরি করলে ১মাস ফ্রী ব্যবহার করতে পারবেন। তারপর আপনাকে টাকা পে করে প্রো ভার্সন কিনতে হবে।
যাইহোক এতো টাকা ব্যয় করে আপনি ক্যানভা কিনবেন না সেটা আমি জানি। এজন্যই আপনাদের জন্য ফ্রী তে প্রো ভার্সন Active করার প্রোসেস শেয়ার করলাম। তার জন্য অবশ্যই আমার website টি শেয়ার করবেন।
যদি আগে থেকেই একটি ক্যানভা অ্যাকাউন্ট থেকে থাকে তবে ভালো আর নতুন করে তৈরি করে নিলেও কোনো সমস্যা নেই। মেইন কথা একটা ক্যানভা অ্যাকাউন্ট থাকলেই হলো। একিবারে নিচের দিকে লক্ষ করুন। (download) বাটনে Click করে দয়া করে ১ মিনিট অপেক্ষা করুন। তারপর লিংক Open করে প্রো ফিচার উপভোগ করুন।
শেষ কথা,
ক্যানভা ফ্রী এবং প্রো নিয়ে বিস্তারিত আলোচনায় যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তবে আমাদের ওয়েবসাইট এ কমেন্ট করে জানাতে পারেন।
আর যদি উপকৃত হন তবে সবার মাঝে শেয়ার করতে ভুলবেন না। এই টিপস ব্যবহার করার মাধ্যমে আপনি আরও প্রফেশনাল এবং প্রো ডিজাইনার হ'য়ে উঠতে পারেন। ধন্যবাদ সকল ক্যানভা ডিজাইনার দের।
একটি মন্তব্য পোস্ট করুন